Better Life with Steem|| The Diary Game||02 may 2024

in Incredible Indialast month
Picsart_24-05-03_17-53-08-855.jpg

বন্ধুরা বর্তমান সময়ে জ্বরের প্রভাবটা বেশি হচ্ছে। অনেকের জ্বর আসলেও আমরা সেই ভাবে অনুভব করতে পারি না যত সময় না নিজের মধ্যে সেই জ্বরটা চলে আসে। গতকালকে ঘুম থেকে ওঠার পরে দেখি প্রচন্ড জ্বর আসছে পরে জ্বর মেপে দেখি ১০১ ডিগ্রি। পরে উঠে ফ্রেশ হয়ে সর্বপ্রথম ‌খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়।।

গতকালকে আমার পরীক্ষা ছিল আর এদিকে অনেক জ্বর এসেছে তাই একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। পরে ওষুধ খাওয়ার পর একটু জ্বর কমলো পরে একটু বই নিয়ে বসলাম কিন্তু পড়তে ইচ্ছে করছে না আর এদিকে শুয়ে থাকতে খুব ইচ্ছা করতেছে আর শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব এটা চিন্তা করে না ঘুমিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে ছিলাম।।

IMG_20240502_171619.jpg

পরে বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করে খাবার খেয়ে রেডি হয়ে নেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য। বাসা থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যেয়ে একটা অটোর দেখা পাই পরে অটোতে উঠে চলে যাই বড় বাড়ি। আর সেখানে যাওয়ার পর একটা ডাক্তারের দোকানে যাই আর সেখানে যেয়ে দুটা নাপা এক্সট্রা নেই আর একটা খেয়ে নেয়।

IMG_20240502_171121.jpg

আর ওষুধ খাওয়ার পর একটু দাঁড়িয়ে থাকার পর আমার বাকি বন্ধুরা চলে আসে পরে সবাই মিলে চলে যাই পরীক্ষার হলে। আর আমরা যেয়ে দেখি গেট এখনো খুলেনি পরে যাওয়ার কিছু সময় পরেই গেট খুলে দেয়।।

এদিকে মাথা অনেক ব্যথা করতেছে দাঁড়িয়ে থাকতেই পারছি না। পরে হলে যেয়ে বসে থাকি আর একটা বন্ধুর কাছ থেকে পানি নিয়ে একটু পানি খাই। আর তার একটু পরে আমাদের খাতা দেওয়া হয় পরে খাতার সবকিছু পূরণ করার পর সঠিক সময়ে প্রশ্ন দেওয়া হয়।

IMG_20240502_171147.jpg

গত কালকের প্রশ্নটা বেশ সহজ হয়েছিল কিন্তু মাথা ব্যথার জন্য লিখতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিয়েছি। পরে পরীক্ষা শেষ করে বাইরে আছি আর একটা বন্ধুর সাথে বসে থেকে একটু গল্প করি। তার একটু পরে আমার বাকি বন্ধুরা চলে আসে পরে আমরা একটা অটো নিয়ে বাসায় আসার জন্য রওনা দেই।

IMG_20240502_171834.jpg

আর বাসায় আসার পথে আমি একটা দোকান থেকে এক বোতল পানি নেই আর একটা কেক খেয়ে ওষুধ খেয়ে নেই। তারপর সেখান থেকে সরাসরি বাসায় চলে আসি আর বাসায় আসতে আসতে আমার প্রায় সাতটা বেজে যায়। পরে বাসায় এসে ফ্রেশ হয়ে অনেক বেশি খারাপ লাগছিল তারপরও বসে থেকে একটা পোস্ট লিখে ফেলি। তারপর সেই পোস্টটা করে আমি খাবার খেয়ে কিছু সময় পর আর একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাই।

Sort:  
Loading...
 last month 

ভাই আপনার মতো অবস্থায় আমিও পড়ছি আগে। পরীক্ষার সময় জ্বর ও মাথা ব্যথা এমন অবস্থায় পড়তে মন বসেই না। এমন পরিস্থিতিতে আমিও পরীক্ষা দিয়েছি তাই আপনার কষ্টটা বুঝতে পারছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই আবহাওয়ায় অনেকেই এমন অসুস্থ হয়ে পড়ছে।

ভালো থাকবেন।

 27 days ago 

শুনে খারাপ লাগলো আপনিও একটা সময় এরকম পরিস্থিতিতে পড়েছেন আসলে শরীর খারাপ থাকলে পড়তে ইচ্ছে করেনা।।

Sometimes taking a walk around is good for the health and for the body muscles. Actually it is really good also to exercise. Glad to hear and read about how your day goes

 29 days ago 

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেনো আপনাকে সুস্থ করে দেন খুবই দ্রুত, আবহাওয়া মানুষের শরীরে যখন ম্যাচ করে না তখন জ্বর হওয়ার সম্ভাবনা অনেক টা বেশি থাকে, খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বুঝতে পারছি কারণ পরীক্ষা আছে সামনে তার ওপরে জ্বর এসেছে বিষয়টি ফেলে দেওয়ার মতো নয় ভালো ডাক্তার দেখে ঔষধ খেয়ে ট্রিটমেন্ট নেন।

 27 days ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য অবশ্যই দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন সুস্থতা দান করে।।

 28 days ago 

এই সময় অনেকেরই জর হচ্ছে।তবে ১০১ ডিগ্রি জ্বর হলেই নাপা এক্সট্রা খাওয়াটা ঠিক না। নাপা এক্সট্রাটা অনেক বেশি পাওয়ার।আমরা আসলে সামান্য কিছু হলেই মুড়ির মতো নাপা জাতীয় ওষুধ খেয়ে থাকি যা অনেক ভয়ংকর রেজাল্ট বয়ে আনতে পারে একটা সময়।
আর এর মাঝে নাপা এক্সট্রা জাতীয় ওষুধগুলো একজন ডাক্তার এর পরামর্শ খাওয়াটা একদমই অনুচিত।
তবে প্রচন্ডরকম মাথা ব্যাথা নিয়ে পরীক্ষা দেয়াটা আসলেই কঠিন কাজ। তবে এর মাঝেও যে পরীক্ষা ভালো হয়েছে জেনে ভালো লাগলো।

আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
দ্রুত সুস্থ হয়ে উঠুন এই শুভকামনা রইলো আপনার জন্য।

 27 days ago 

আপনার মত এই কথাটা আরেকজন ও আমাকে বলেছে।। সত্যি কথা বলতে আমার মাথা ব্যাথা হলে আমি নাপা এক্সট্রা বেশি খেয়ে থাকি।।। অবশ্যই আমি এখন থেকে সতর্ক হবো ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য।।।

 27 days ago 

বাংলাদেশে আবহাওয়া এখন কিছুটা পরিবর্তন হচ্ছে তাই স্বাভাবিকভাবে মানুষের জ্বর সর্দ্য গলা ফলা রোগগুলো বেশি দেখা যাচ্ছে।

১০৪ ডিগ্রি জ্বর তার মধ্যেও আপনি আমাদের মাঝে আপনার পরিচিত শেয়ার করছেন। আপনার যেন অনেক অনেক দোয়া রইল যাতে করে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার পরবর্তী দিনালিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 27 days ago 

আপনি একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে আবহাওয়া অনেক খারাপ যাচ্ছে। আর যার ফলে জ্বর ও সর্দি কাশি বেশি হচ্ছে।।।

 26 days ago 

বাংলাদেশ শহীদিত দেশ বলে আবহাওয়া একটু পরিবর্তন হয় আর এই পরিবর্তনের কারণে মানুষের অসুস্থতার বেশি লক্ষণ দেখা যায়।আমার কমেন্টি পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68897.34
ETH 3759.92
USDT 1.00
SBD 3.44