সুস্বাদু সুরমা  মাছ রান্নার রেসিপি।

in Steem For Bangladesh9 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Steem For Bangladesh সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।এ সম্প্রদায় আপনাদের সবার মাঝে আমি নতুন নতুন পোস্ট শেয়ার করতে ভালোবাসি। আমরা এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পায় একেকজনে একেক রকমের পোস্ট করতে পছন্দ করে। বিশেষ করে রান্নার পোস্টগুলো দেখতে বেশ ভালো লাগে ও খাবার গুলো দেখতে অনেক লোভনীয় দেখায়। রান্নার পোস্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারে কারণ রান্না করতে আমার ভালো লাগে। আজকে রান্না টি হল সুরমা মাছ রান্না, এই মাছটি খেতে আমার অনেক ভালো লাগে তাই এর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম।

রেসিপি চূড়ান্ত চেহারা

IMG_20250305_210626.jpg

রেসিপি এর প্রয়োজনীয় উপকরণ

সুরমা মাছ
পেঁয়াজ
রসুন বাটা
আদা বাটা
টমেটো
পেঁয়াজের ডাটা
কাঁচামরিচ
হলুদ গুঁড়ো
মরিচ গুঁড়ো
ধনিয়া গুড়ো
জিরা গুঁড়ো
তেল
লবণ
ধনিয়া পাতা


ধাপ -১


মাছগুলো রান্নাঘরের জন্য প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম ও মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম।

IMG_20250305_210406.jpg


ধাপ -২


এবার করায় বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার ভিতরে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেবে নেবো।

IMG_20250305_210418.jpg

ধাপ -৩


পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে তার ভিতরে আমি আদা বাটা রসুন বাটা ও লবন দিয়ে দিব।

IMG_20250305_210429.jpg

ধাপ -৪


এবার দিয়ে দিব টমেটো টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে তার ভিতর আমি প্রয়োজনীয় সকল গুঁড়ো মসলা গুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।

IMG_20250305_210450.jpg

ধাপ -৫


মসলাগুলো ভালো করে কষানো হলে তার ভিতরে আমি কিছু পানি দিয়ে দেব।

IMG_20250305_210501.jpg


ধাপ -৬


পানির ফুটে এলে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দেব।

IMG_20250305_210512.jpg

ধাপ -৭


মাছগুলো কষানো হলো তার ভিতরে আমি আরো কিছু পানি দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য।

IMG_20250305_210549.jpg

শেষ ধাপ

সবার শেষে, মাছ রান্না হয়ে গেলে পাতিলটি চুলা থেকে নামিয়ে তার উপরে ধনেপাতা কুচি দিয়ে দেব।
IMG_20250305_210600.jpg
বন্ধুরা, আজকে আমার রান্নার রেসিপিটি আপনাদের সবার মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
Loading...