DIY এসো নিজে করি-নিজের লেখা কবিতা আবৃত্তি || ১০% বেনিফিট @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার সুস্থতা কামনা করছি


সবাই নিজে কিছু করে পোস্ট করছে আমি বুঝতে পারছিলাম না কি দিবো তাই শেষ পর্যন্ত এই ছোট্ট একটি লিখা


কবিতা সবাই পছন্দ করে বিষয়টা এমন না। তবে অনেক মানুষ আছে যারা কবিতা প্রেমি। তারা এমন মনে করি রাতে কবিতা না পড়লে ঘুম হবেনা। আমি কখনো লিখি নাই, তবে আমার বাংলা ব্লগে আসার পরে খুব ইচ্ছে হলো একটি কবিতা লিখি। আমি জানি আমি ভালো লিখতে জানি না কিন্তু জ্ঞানি ব্যাক্তিরা বলেন চেস্টা করলে সব পাওয়া যায় তাই এই সামন্য চেষ্টা।


কবিতার নামঃ রাঁধুনি

নিজের লিখা

আবৃত্তিঃ সাইফুল রাজু



কবিতার কথা


কি অপরূপ রূপের বাধনে বাধাইলা তুমি মোরে

যেদিকেই চাই যেন তোমায় দেখিতে পাই।

রাতের গভীরে যখন বারান্দায় বসে থাকি মোর দৃষ্টি যায় ওই চাঁদের পানে কারন তুমিও যে তাকিয়ে আছো সেথায়
যেথায় রহিয়াছে মোর দৃষ্টি

জানো মৃদু হাওয়া মোর কানে এসে দোলা দিয়ে বলে অহে রাখাল কিসের এত চিন্তা তোর পাশেই তো রহিয়া আছে তোরা ধনী

মই মুচকি হেসে বলে সে মুই জানি।

এই ছোট্ট পৃথিবীতেনা আমি বাঁচতে পারতাম না যদি আমার চিন্তায় না থাকতো মোর রাধুনী।

জানো যখন তুমি রাস্তা দিয়ে হাটো মুই তোমার সামনে না গেলেও তোমার পিছু পিছু কিন্তু ঠিক হাটি

যখন বিকেল বেলায় তুমি মামার দোকানের চটপটি খেতে বস মুই দাঁড়িয়ে থাকি অন্য এক আড়ালে

তীব্র ঝালে যখন তুমি জোরে জোরে নিশ্বাস নেও যেন শুনতে পাই আমি তোমার ভিতরে ফিল গুলি

কি অপরূপ তুমি তাই না কি অপরূপ তোমার দৃষ্টি যেন মোর জ্বালা যন্ত্রণা সব নিমিষেই শেষ হয়ে যায়

জানিনা কবে পাবো তোমার দেখা তবে রাঁধুনি তোমার একটি মুচকি হাসিতে আমার হৃদয়ের হাজার কষ্ট যেন থমকে পড়ে যায় আমার পায়ের কাছে সেটা হয়তোবা তুমি জানো না।

মুই যানি ঐচাদ হয়তোবা তোমার হাতে তুলে এনে দিতে পারবো না তবে আমার যদি শক্তি থাকতো সেটাও মুই করতাম তোমার জন্য।

তোমার জন্য এক কল্পনার পৃথিবী রয়েছে মোর যেখানে শুধু প্রকৃতির ছোঁয়া আর প্রকৃতির ছোঁয়া

প্রকৃতি হেসে বলে লজ্জা লাগে আমার সবাই এত সুন্দর বলে আমায় কিন্তু ওই রাঁধুনির চাইতে বেশি সুন্দর আমি না

জানিনা কোন দিন তোমার স্পর্শ পাব আমার হাতে সেদিনের অপেক্ষায় রইলামগো রাঁধুনি


কবিতা নিয়ে কিছু কথা


এটা একটি কল্পনার জগতের একটি মিষ্টি প্রেমের কবিতা। সত্যি ভালোবাসা গুলি একটু অদ্ভুত হয়ে থাকে। আর আমি মনে করি না পাওয়া ভালোবাসা গুলি আজিবন থেকে যায় মনের গহিনে।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপনি। আশা করি আরো এ ধরনের কবিতা আবৃত্তি আমরা শুনতে পাবো।
"কি অপরূপ রূপের বাধনে বাধাইলা তুমি মোরে"

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাহ! সুন্দর কবিতা এবং আবৃত্তি। আমি প্রশংসা করছি আপনার এই অসাধারণ প্রতিভাকে। কবিতার নামটিও সুন্দর হয়েছে রাঁধুনি। আপনার জন্য শুভকামনা রইল ভাই 😊

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

আপনাকে স্বাগতম ভাইজান ❤️

 3 years ago 

ওরে ভাই। আপনি দেখি পুরাই কবিদের স্টাইলে আবৃতি করেছেন। অসাধারণ হয়েছে কবিতা আবৃতি টি। এভাবেই চালিয়ে যান। সাথে আছি সবসময়।

 3 years ago 

ধন্যবাদ ভাই জান।

 3 years ago 

ওয়াও ভাই অনেক সুন্দর হয়েছে। আপনার মধ্যে যে একটা কবি লুকিয়ে আছে তা আগে জানতাম না।
অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই।

 3 years ago 

অসাধারন, অনবাদ্য, মুগ্ধতা♥

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago (edited)

ভাই আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি যেমন সুন্দর আপনি খুব সুন্দর আবৃত্তি ও করেছেন। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম কবিতা এবং কবিতা আবৃত্তি আমরা আরো শুনতে চাই। আশা করি আপনি আমাদেরকে আরো শোনাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

কি অপরূপ তুমি তাই না কি অপরূপ তোমার দৃষ্টি যেন মোর জ্বালা যন্ত্রণা সব নিমিষেই শেষ হয়ে যায়।

সম্পূর্ণ কবিতাটির মধ্যে এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার প্রতিভা প্রশংসা পাওয়ার যোগ্য। অনেক ভালো লিখেছেন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤️❤️

 3 years ago 

কি বলবো ভাই!!! কবিতার লাইনগুলে একদম কবিদের মতো লিখেছেন। আপনার মাঝে ভাই কবি কবি ভাব আছে। কবিতার পাশাপাশি ভালো আবৃত্তিও করেছেন ভাই। রাঁধুনি কবিতাটি অসাধারণ ছিল ভাই

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি তো কবিও হয়ে গেলেন। সর্বক্ষেত্রে আপনার পদচারণা ভালোই লাগছে। কবিতার লাইন গুলো কিন্তু ভালোই রোমান্টিক মনে ভাব প্রকাশ করছে। অনেক সুন্দর আবৃত্তি করছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাই ওয়াও। এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন যেটা সত্যিই প্রসংশনীয়। আপনার ভয়েস জাস্ট ওয়াও।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61926.98
ETH 3060.91
USDT 1.00
SBD 3.79