DIY:- ক্লে ব্যবহার করে একটি পান্ডা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি পরিবার পরিজনকে নিয়ে সুন্দর সময় অতিবাহিত করতেছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা আমি আজকে আবার হাজির হয়ে গেছে নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ভিন্ন সাতটি পোস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা প্রতি সপ্তাহে চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট আপনাদের সাথে শেয়ার করে নিতে। সেই ধারাবাহিকতায় আজকে আমি ক্লে দিয়ে একটি ডাই প্রজেক্ট তৈরি করেছি।

IMG_20240925_155141859.jpg

সেই ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করতে। ক্লে দিয়ে সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাই। ক্লে এত নরম যে যার কারণে যেকোনো শেফ দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুবই সহজ হয়। আজকে বন্ধুরা আমি ক্লে দিয়ে একটি পান্ডা তৈরি করেছি। বেশ অনেকদিন হলো কিছু তৈরি করা হয় না। তাই আজকে চিন্তা করলাম যে কি পোস্টে শেয়ার করা যায়।

IMG_20240925_155143311.jpg

আসলেই কোন পোস্ট তৈরি করা ছিল না বসে বসে চিন্তা করছিলাম কি তৈরি করা যায়। হঠাৎ মাথায় আসলো ক্লে দিয়ে একটি পান্ডা তৈরি করার। যে ভাবনা সেই কাজ আর দেরি না করে ক্লে নিয়ে বসে পড়লাম পান্ডা তৈরি করার জন্য। তাই ধাপে ধাপে তৈরি করে নিলাম ক্লে দিয়ে পান্ডাটি। আসলে কতটুকু সুন্দর হয়েছে জানিনা কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি। আজকে আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদেরকে বিস্তারিত শেয়ার করে নিব।

IMG_20240925_155148373.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ক্লে ।

  • গাম।

IMG_20240924_185719536.jpg

তৈরি করার প্রেসেস সমূহঃ-

প্রথম ধাপঃ

প্রথমে কালো রংয়ের ক্লে নিয়েছি। ক্লে নিয়ে খুব সুন্দর একটি শেফ দিয়ে দিয়েছি যাতে পান্ডার নিচের অংশ তৈরি হয়ে যায়।

IMG_20240924_185719536.jpg

IMG_20240924_190250605.jpg


দ্বিতীয় ধাপঃ

এরপরে ক্লে দিয়ে খুব সুন্দর করে শেফ দিয়ে কালো অংশের উপর সাদা অংশ দিয়ে দিলাম। আবার কালো ক্লে দিয়ে হাত দুটো তৈরি করে বসায় দিলাম।

IMG_20240924_190837572.jpg

IMG_20240924_190843777.jpg


তৃতীয় ধাপঃ

আবারো সাদা রঙ্গের ক্লে নিয়ে ভালো করে গোল করে শেফ করে নিলাম এবং সেটি মাথার অংশ হিসেবে বসিয়ে দিলাম।

IMG_20240924_191144745.jpg

IMG_20240924_191143390.jpg


চতুর্থ ধাপঃ

আবারো কালো এবং সাদা রঙ্গ ক্লে ব্যবহার করে পান্ডার চোখ এবং কান সুন্দর করে তৈরি করে বসিয়ে দিয়েছি।

IMG_20240924_191515403.jpg

IMG_20240924_192220308.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে সাদা এবং কালো রঙের ক্লে ব্যবহার করে পান্ডা তৈরি করে নিলাম।

IMG_20240924_192515863.jpg

IMG_20240924_192749991.jpg


উপস্থাপনা

আশা করি বন্ধুরা আমার আজকের তৈরি করা পান্ডা আপনাদের কাছে ভালো লাগবে। ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। বিভিন্ন ডিজাইনের তৈরি করা যায় তাই তৈরি করতে খুবই সুবিধা হয় যদিও একটু সময় দিতে হয়। যেকোনো কিছু তৈরি করার পর যখন দেখতে ভালো লাগে তখন সেই কষ্টগুলো ভুলে যায়। বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সব সময় আমার ব্লগ ভিজিট করেন সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই।

IMG_20240925_155148373.jpg

IMG_20240925_155143311.jpg

IMG_20240925_155141859.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে দিয়ে একটি পান্ডা তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

PUSS_Banner_2nd.png

Banner_PUSS1.png

Sort:  
 2 months ago 

বেশি নিখুঁতভাবে তৈরি করেছেন একটি পান্ডা। আমার তো প্রথম বিশ্বাস হচ্ছিল না। ভেবেছিলাম বাজার থেকে পুতুল কিনে এনেছেন। যাইহোক নিজে হাতে এভাবে তৈরি করতে পারলে অনেক দক্ষতা বৃদ্ধি পায়।

 2 months ago 

চেষ্টা করি আর কি মাঝে মাঝে ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে।

 2 months ago 

আপনার পান্ডা তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনার পান্ডা তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো। অসাধারণভাবে আপনি প্রাণী তৈরি করেছেন ক্লে দিয়ে। এখানে আপনার সুন্দর এক প্রতিভার প্রকাশ ঘটেছে। অনেক ভালো লাগলো এত সুন্দর প্রতিভা সম্পন্ন একটি পান্ডা তৈরি করতে দেখে।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

পান্ডা দেখতে অরিজিনাল এর মতো লাগতেছে। নিখুঁত ভাবে তৈরি করেছেন আপু। আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশংসা করার জন্য অনেক ভালো লাগলো।

 2 months ago 

আপু অনেক সুন্দরভাবে আপনি ক্লে দিয়ে পান্ডা তৈরি করেছেন। এরকম পান্ডা আমার স্ত্রীও তৈরি করেছিল। আপনারটা অনেক সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 months ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে তৈরি করার ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি পান্ডা তৈরি করেছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুব ভাল লাগে।

 2 months ago 

ক্লে দিয়ে তৈরি পান্ডা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে খুব সুন্দর লাগে দেখতে। পান্ডা তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

এত প্রশংসা করার জন্য খুবই ভালো লাগলো।

 2 months ago 

আপনার পান্ডাটি চমৎকার হয়েছে। সত্যি আপু ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আমি ও কয়েক দিন আগে পান্ডা তৈরি করেছিলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপু।

 2 months ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে কিউট একটি পান্ডা তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি কিউট পান্ডা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমারও তৈরি করার সময় বেশ ভালো লাগছিল।

 2 months ago 

ক্লে ব্যবহার করে একটি পান্ডা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা পান্ডা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া বিস্তারিত দেখার জন্য।