একগুচ্ছ অনু কবিতা-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ9 months ago

জুমা মোবারক,

সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। রোজা শেষ হয়ে গেল সেই সাথে ঈদের আনন্দ শেষ হয়ে গেল এখন সবাই কর্মব্যস্ততার মাঝে রয়েছেন। রোজা যেহেতু শেষ হয়ে গেছে ঈদও শেষ হয়ে গেছে সবার কর্মব্যস্ততা বেড়ে গেছে সবার ছুটি শেষ। ‌তবে শুক্রবার শনিবার দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল হয়। শুক্রবার শনিবার যেহেতু ছুটি থাকে সবাই চেষ্টা করেন নিজেদের জমে থাকা কাজগুলো করে নেওয়ার এবং ভালো মন্দ সময়গুলো পরিবারের সবাই সবার সাথে কাটানো। আজকে বন্ধুরা আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো বলে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনু কবিতা। অনু কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে কেন জানিনা। সবাই পড়ে অনেক অনুপ্রাণিত করেন এতে অনেক বেশি উৎসাহিত হয়। ‌বিভিন্ন সময় বিভিন্ন টপিক্স নিয়ে কবিতাগুলো লেখার চেষ্টা করি।

vecteezy_silhouette-of-a-couple-of-newlyweds-in-love-at-sunset_32322839.jpg
Image Source Location

প্রতিটি মানুষের কাছে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তা প্রত্যক মানুষকে প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। কেউ সুন্দর পরিবেশের অভাবে সেই প্রতিভা গুলো চর্চা করতে পারে না। আবার অনেকে আছেন খুব সুন্দর ব্যবস্থা থাকার পরেও সেই প্রতিভা গুলো চর্চা করে না। অনেকে আছেন সুযোগ পেয়ে চেষ্টা করেন এবং হাত ছাড়া করে না। এই কমিউনিটিতে কাজ করার পর থেকেই অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি প্রতিনিয়ত শিখতেছি। এখানে যেমন সুন্দরভাবে শিখতে পারি তেমনি বেশ আনন্দ পাওয়া যায়। কাজের মাধ্যমে আনন্দের সাথে ব্লগিং করা খুবই ভালো লাগে। এই ভালো লাগা থেকেই প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে কিছু না কিছু বিষয় লিখে শেয়ার করে নেওয়ার। চেষ্টা করলে সব কিছুতেই ভালো ফলাফল পাওয়া যায়। তাই আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তাহলে সফলতা আমাদের খুবই কাছে।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পাঁচটি অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের লেখা প্রতিটা অনু কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি কবিতা গুলো লিখে আপনাদের সাথে শেয়ার করে নিতে। আমার লেখা কবিতা গুলো আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক বেশি অনুপ্রাণিত হব। তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করে নেওয়া যাক।

(১)
স্বার্থের পিছনে ঘুরছে মানুষ
ঘুরছে মানুষ ঘূর্ণিপাকে
ঘুরছে মানুষ বিবেকটাকে পিছনে রেখে
আবেগের পিছনে ঘুরছে মানুষ তা সবাই দেখে।

(২)
আজ পুরো বিশ্ব মানবতাহীন
যুদ্ধবিগ্রহ সংঘাত আর ভাঙচুর
হাজারো মানুষের মৃত্যুর মিছিল
আজ মানবতা কোথায়
সবাই স্বার্থের দোহাই দিয়ে চলে।

(৩)
বিবেকের কাছে মানুষ আজ পরাজয়
স্বার্থের মাঝে মানুষ আর ছুটে চলে
দুর্বলের উপর সবলের অত্যাচার
এই যেন হৃদয়ে আর সয়না।

(৪)
বিশ্বের মানবতা আজ তুমি কোথায়
সবাই শুধু দেখে দেখে তামাশা চালাই
কে হারলো কে জিতলো এই নিয়ে মানুষের দ্বন্দ্ব
কারো হার জিত দেখে কেউ হাসে
আবার কেউ কান্না করে।

(৫)
নিশ্চয়ই একদিন হবে জয়
যারা এতিম তাদের জন্য একমাত্র খোদা রয়
তাদের হবে একদিন জয় যারা অত্যাচার সয়,
যারা নির্যাতন করে তাদের হবে পরাজয়
একদিন না একদিন তাদের হবে পরাজয়।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম।
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

PUSS_20241105_120250_0000.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

সময় উপযোগী চমৎকার কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করলেন আপু। প্রত্যেকটি অনু কবিতা এক কথায় অসাধারণ হয়েছে।বিশ্বজুড়ে শুধুই হাহাকার। মানবতা আজ কোথায়? মানুষের মধ্যে মানবতার ছিটে ফোঁটাও কোথাও দেখা যাচ্ছে না। বিশ্বের মানুষ আজ বড্ড অসহায়। চমৎকার কবিতা লিখেছেন আপু। আবৃতি করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

অনেক ভালো লাগলো আপু আপনার লেখা চমৎকার এই কবিতাগুলো আবৃত্তি করতে পেরে। কবিতা আমার কাছে খুবই ভালো লাগে আজকেও আমি ছোট ছোট কবিতা লিখে শেয়ার করেছি। চমৎকারভাবে কবিতা লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

1000024714.jpg

1000024713.jpg

1000024712.jpg

 9 months ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের অনু কবিতা গুলো লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।