একগুচ্ছ প্রেমের অনু কবিতা-তুমি শুধু আমার-Writing by @samhunnahar.
প্রিয় পরিবারের
হৃদয়ের আকাশের বিশালতায় তুমি
সাগরের গভীরতায় শুধু তুমি
পাহাড়ের নির্জনতায় সেখানেও তুমি
মরুর দেশের তৃষ্ণায় হাহাকার
সেখানেও তুমি।
জনতার বিশালতায় তোমাকে খুঁজি
শূন্য পাহাড়ে শুধু তোমাকেই দেখি
আকাশের বিশালতায় তোমাকে আঁখি
এই প্রান্ত থেকে ওই প্রান্তে শুধু তোমাকেই খুঁজি।
আমারি অস্তিত্বে শুধু তোমারই বসবাস
আমি জানি তোমার মনে নেই কোনো আভাস
তোমারই অন্তরে নেই আমার কোন স্থান
তবুও আমি তোমার প্রেমে মুগ্ধ।
জানি আমি এক তরফা প্রেম কখনো হয় না
তবুও কেন বারবার করে এ মন বায়না
তুমি ছাড়া এই মন আর কাউকে চাইনা
চাইলে তুমি পারো আমাকে না বলো না।
আমাকে কাঁদিয়ে তুমি সুখি হবে না
এই পৃথিবীতে সরলতার কোন জায়গা হয় না
গভীর প্রেমের মগ্ন যারা তারা মূল্যায়ন পাইনা
অবশেষে তাদেরকে খ্যাতি হয় তারা দেওয়ানা।
তোমার কল্পনাতেই দিন শুরু হয়
গভীর ঘুমে স্বপ্নে মগ্ন শুধু তোমাকে নিয়ে
মাঝ রাতে জাগ্রত হয় তোমার দুঃস্বপ্নে
স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়
এভাবে দিন শুরু হয় রাত চলে যায়।
সমাপ্তি-@samhunnahar
| আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। |
|---|
| লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
|---|---|
| ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম। |
| অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
| ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।






প্রতিটি মানুষের জীবনে প্রিয় মানুষ থাকেন। প্রিয় মানুষকে ঘিরে লেখা চমৎকার কয়েকটি অণু কবিতা আবৃতি করে ভালো লাগলো। প্রিয় মানুষকে নিয়ে যতই লিখি না কেন তা কম পড়ে যাবে। প্রিয় মানুষকে ঘিরে আমাদের কল্পনার শেষ নেই। কবিতাগুলো চমৎকার লাগলো আপু। দারুন কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে বেঁচে থাকতে চাই এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর স্বপ্ন দেখে।
বাহ, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপু। প্রিয় মানুষটাকে কেন্দ্র করে ভালোবাসা নিয়ে খুবই সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো আপনার লেখা কবিতা গুলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে অনুপ্রাণিত করলেন।
বাহ আপু খুব সুন্দর কিছু অনু কবিতা সবার উদ্দেশ্যে শেয়ার করেছেন। আসলে অনু কবিতা পড়তে অনেক ভালো লাগে আর ছন্দের মিল থাকলে ও অর্থের মিল থাকলে তো কোন কথাই নেই। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতা গুলো পড়ে এত উৎসাহিত করেন আপু বারবার কবিতা লিখতে ইচ্ছে করে।
Twitter
https://x.com/heranahar148614/status/1905661937243095348?t=yQYSTTEoPYg2bS9BfCfDHQ&s=19
https://x.com/heranahar148614/status/1905662722571993369?t=zt7SpBZsx2pSFY34yL4R6A&s=19
https://x.com/heranahar148614/status/1905663803519631653?t=YdIoj5XX0ktl2ZeXFDliKw&s=19
https://x.com/heranahar148614/status/1905663262085316760?t=DB0xXn1B0gHhJUn0fmxzsg&s=19
https://x.com/heranahar148614/status/1905664604950462948?t=nZNxdj6US3_EIiI7BRvwkw&s=19
https://x.com/heranahar148614/status/1905665037387399177?t=MbTRgrVA-wRnbZ80D5yryw&s=19
সবসময় আপনার কাছ থেকে খুবই সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও আপনি একেবারে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করেছেন সেগুলো দেখে খুব ভালো লাগলো৷ এখানে এই অনু কবিতাগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে যেভাবে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তেমনি এখানে একের পর এক খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লেখা কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য।