একগুচ্ছ প্রেমের অনু কবিতা-ব্যর্থ প্রেম-Writing by @samhunnahar.
জুম্মা মোবারক!
যে চলে যাবার সে হারিয়ে যাবে
তাকে কি কখনো আটকানো যাবে?
ভালোবাসা যদি থাকে মনের ভিতরে
তাহলেই মিলন হবে তোমার অন্তরের সাথে
তাহার অন্তরে।
স্বপ্ন দেখা আর বাস্তবতা এক নয়
কখনো কখনো দেখা স্বপ্ন বাস্তবে রূপ নেই
তবে কিছু স্বপ্ন মিছে মায়া হয়ে যায়
তাই অতিরিক্ত স্বপ্ন দেখা বন্ধ করতে হয়।
ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে
অবশেষে তুমি আমাকে তোমার ছলনায় হারালে
ভালোবাসি এখনো তোমায় আমি
সেই অন্তরের কথা জানে একমাত্র অন্তর্যামী।
শীতের সকালে ঘাসের মাঝে শিশির কোয়াশা
শিশির ভেজা হয়ে থাকো তুমি সকাল সাজে
সূর্য উদয়ের রক্তিম হাসিতে হাসে প্রকৃতি
সূর্যের রঙে রাঙিয়ে দাও তুমি আমার মন করি মিনতি।
ক্লান্ত দুপুরের পড়ন্ত বিকেলের সূর্য অস্তগামী
চেয়ে থাকি আকাশ পানে চেয়ে থাকি সূর্যাস্তের ডোবার মাঝে
কখনো কি তুমি ফিরবে আমার মাঝে
এই অপেক্ষায় কাটে সকাল দুপুর সন্ধ্যার সাজে।
সকাল যাই দুপুর যাই অবশেষে সন্ধ্যা
এভাবে চলে যাই গোধূলির লগ্ন শুরু হয় মধ্যরাত্রি
তবুও তোমার অপেক্ষায় চেয়ে থাকি আকাশ পানে
এভাবে দিন শুরু হয় রাত শুরু হয় অবশেষে তোমার কোন দেখা নাই।
সমাপ্তি-@samhunnahar
| আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। |
|---|
| লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
|---|---|
| ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম। |
| অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
| ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।





https://x.com/heranahar148614/status/1900616482134065384?t=cqyL1LwHsGe8r7nLEN0AhA&s=19
বাহ্ আপনি দেখছি চমৎকার চমৎকার বেশ। কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন। কবিতাগুলো সংক্ষিপ্ত হলেও গভীর অনুভূতির প্রকাশ ঘটিয়েছে। বিচ্ছেদ, স্বপ্ন, প্রতীক্ষা ও প্রকৃতির রঙ একসঙ্গে ফুটে উঠেছে—অল্প কথায় অনেক কিছু বলার এক সুন্দর মনে দাগ কাটলো। ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু কবিতা এমন এক জিনিস যা স্বল্প লেখার মাধ্যমে অনেক কিছু বোঝানোর সুযোগ হয়ে থাকে।
বাহ ব্যর্থ প্রেম নিয়ে দারুণ কবিতা লিখেছেন আপু। এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা ঠিকই বলেছেন আপনি। তবে আপনার লেখা আজকে সব কয়টি কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
অনেক ভালো লেগেছে আপু সময় দিয়ে কবিতা গুলো পড়ার জন্য।
কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এমন ছোট ছোট কোন কবিতা গুলো পড়তে আরো বেশি ভালো লাগে। সবগুলো কবিতা অনেক সুন্দর ভাবে লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
ছোট ছোট কবিতা গুলো ভিন্ন অনুভুতি দিয়ে লিখতে ভালো লাগে।
আমিও আজকে বেশ কিছু ছোট ছোট কবিতা শেয়ার করেছি। কবিতা লিখতে আমারও অনেক ভালো লাগে। মূলত আপনাদের দেখাদেখি কিন্তু আমার কবিতা লেখার অনুভূতি সৃষ্টি হয়েছিল। অনেক ভালো লেগেছে সুন্দর সব কবিতাগুলো দেখতে পেরে।
এই কমিউনিটিতে একটা বিষয় খুবই ভালো লাগে সবার জিনিসগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেরা করার চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ।
অনু কবিতা আমার সব সময় ভালো লাগে। আমি নিজেও অনু কবিতা লিখতে অনেক পছন্দ করি আপনার আজকের অনু কবিতা গুলো একদম অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপু ভালো থাকবেন।
আমার লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য ধন্যবাদ।
কয়েকদিন ধরে বলতে গেলে গরমই পরেছে ভালো। বাহিরে গেলে বুঝা যায় গরম। আপনি চমৎকার কিছু অনুকবিতা লিখেছেন আপু। বিশেষ করে এক নাম্বার অনুকবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ভালোবাসা থাকলে ঠিকই একদিন মিলন হবে।
এক নাম্বার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুশি হয়েছি।
আপনার কাছ থেকে সবসময় সুন্দর সুন্দর প্রেমের অনু কবিতা দেখে আসছি৷ আজকে আপনি খুবই সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এই অনু কবিতা পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের এ সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে এখানে আপনি এই অনু কবিতাগুলোর মধ্যে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ ছন্দে ছন্দে আপনি সবকিছুই খুব সুন্দর ভাবে মিল রেখেছেন৷ যা পড়ে খুব ভালোই লাগলো।৷
গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ আপু আপনি তো সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। আর আপনার ছয়টি অনু কবিতায় পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ভাষা এবং চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার লেখা অনু কবিতা গুলো আপনার ভালো লাগার জন্য।