লাইস্টাইলঃ- ৯৯ মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটার মুহূর্ত।
শুভ বিকেল,
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আজকে আমি আবারো হাজির হয়েছি সাপ্তাহিক ধারাবাহিকতায় সাপ্তাহিক প্রথম দিনের প্রথম পোস্ট নিয়ে। প্রথম দিন আমি আপনাদের সাথে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে আমার কেনাকাটার একটি মুহূর্ত শেয়ার করব। দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়ে পড়ে। প্রয়োজন অপ্রয়োজনে আমরা অনেক সময় বের হয়ে থাকি।
মাঝেমধ্যে চেষ্টা করি সেই সুন্দর মুহূর্ত গুলো ফটোগ্রাফির মাধ্যমে ফোনের গ্যালারিতে জমিয়ে রাখার। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। যখন ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন বেশ ভালো লাগে। আমরা সবাই এমনই যে কেনাকাটা করতে খুব পছন্দ করি। যদিও কেনাকাটা করতে একটু সময়ের দরকার হয়। কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারলে একটু মানসিকভাবে শান্তি পাওয়া যায়। কেন জানিনা সেটা কি শুধু আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়। বেশ কিছুদিন ধরে কিছু জিনিসের প্রয়োজন মনে করেছিলাম। বিশেষ করে টেবিল ক্লথ এর জন্য খুবই ইম্পরট্যান্ট ছিল। তাছাড়া ও আরো কিছু রান্না ঘরের জন্য হাড়ি পাতিলের প্রয়োজন ছিল।
তাই একদিন আমি 99 মার্কেটে চলে গেছিলাম। ৯৯ মার্কেটে গেলে একটু সুবিধা হয় সেখানে প্রয়োজনীয় সব জিনিসগুলো একত্রে পাওয়া যায়। একদিন সোমবার মেয়েকে স্পীক আপ ইংলিশ ক্লাসে দিয়ে আমি ৯৯ মার্কেটে চলে গেছিলাম। ৯৯ মার্কেটে যাওয়ার আমার দরকার ছিল যে টেবিল ক্লথ এর জন্য। যদিও ছিল কিন্তু পুরাতন হয়ে গেছিল আর দেখতে ভালো লাগছিল না। আপনারা তো জানেন আসলেই বর্তমান সময়ে সব জিনিসের দাম অনেক বেশি। যদিও সামান্য ছোট সাইজের একটি রেক্সিন বাইরের মার্কেট থাকে নিলে অনেক দাম নেই। কম দামে ৯৯ মার্কেটে টেবিল ক্লথগুলো পাওয়া যায়। কিন্তু বাইর থেকে নিলে অনেক দাম নিয়ে নেই। বিশেষ করে আমি একটু কম প্রাইজের মধ্যে নিতে চেয়েছিলাম।
টেবিল ক্লথগুলো আসলেই বেশিদিন আর ভালো লাগে না। যতই আমরা ভালো দামের কিনি নাকেন কয়েকদিন পরেই সেগুলো চেঞ্জ করে নিতে ইচ্ছে করে। তাই আমি এবারে চিন্তা করলাম যে একটু কম দামের মধ্যে পাই কিনা দেখি। সেই চিন্তা করে আমি ৯৯ মার্কেটে চলে যাই। যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়। সেখানে ক্লথ গুলো পেয়েছিলাম সেখান থেকে আমি দুটি নিয়েছিলাম দুটি টেবিলের জন্য। সেখানে গেলে তো অনেক কিছুর প্রয়োজন মনে করি। তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ভাবলাম যে রান্নার কিছু হাড়ি পাতিল নিয়ে নিলে ভালো হয়। যেহেতু ৯৯ টাকার ভিতরে পাওয়া যায়। তাহলে প্রয়োজনীয় জিনিস গুলো নিলে মন্দ হয় না।
সেই চিন্তা করে এদিক-দীপ খোঁজাখুঁজি করছিলাম। যে উদ্দেশ্য খোঁজাখুঁজি করছিলাম বেশ ভালো কিছু হাড়ি পাতিল পেয়ে গেছিলাম। যদি এত বেশি ইমার্জেন্সি ছিল না আমার কিন্তু কিনলেই ভালো লাগে আর কি। তাই সেখান থেকে কয়েকটি হাড়ি পাতিল নিয়েছিলাম ছোট ছোট সাইজের স্টিলের। তাছাড়াও কিছু বালতি এবং আরো অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলাম। সবকিছু অনেক ভালো লাগছিল কিনে। সবচেয়ে মজার ব্যাপার হল একটি ব্যাগ পেয়েছিলাম হ্যান্ড ব্যাগ ৯৯ টাকার মধ্যে। আসলেই বলতে পারেন যে এই জিনিস কিভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ আপনি ঠিক বলছেন আসলে কিভাবে ব্যবহার করা যায়। মাঝে মাঝে কম দামের মধ্যেও সুন্দর জিনিস পাওয়া যায়।
আসলে এগুলো বাইরে মার্কেট থেকে এটো কম দামে পাওয়া যায় না। কিন্তু জিনিসের কোয়ালিটি ভালো লাগছিল এবং দেখতে খুবই সুন্দর ছিল তাই নিয়ে নিলাম। সেখান থেকে বেশ ভালো মানের কিছু জিনিস ক্রয় করে নিলাম। অবশেষে জিনিস দেখার ফাঁকে ফাঁকে বেশ কিছু ফটোগ্রাফিও নিয়েছিলাম। একদিকে কেনাকাটা হয়ে গেল আবার অন্যদিকে ফটোগ্রাফি গুলো নিয়েও কাজ হয়ে গেল হি হি হি। বলতে পারেন দুই দিকেই ধান্দা। যাক টাকাগুলো পেমেন্ট করে নিজের পছন্দের জিনিসগুলো কিনে চলে আসলাম। সেই জিনিসগুলোর ফটোগ্রাফি নিয়ে আমি আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে নিছি।
সত্যি কথা বলতে আমার কাছে কেনাকাটার মুহূর্তগুলো খুবই ভালো লাগে। কারণ কেনাকাটা গুলো করতে একদিনে যায় না। কয়েকটি আইটেম কিনতে হবে এমন চিন্তা ভাবনা করে যাওয়া হয়। তাই কিনে নিতে পারলে একটু মানসিকভাবে শান্তি পাওয়া যায়। আশাকরি বন্ধুরা আমার আজকে শেয়ার করা কেনাকাটার মুহূর্ত আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | মহেশখালী |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
কেনাকাটা করতে গেলে আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করি। কেনাকাটার ফাঁকে পোস্ট ও তৈরি হয়ে যায়। ৯৯ মার্কেট থেকে আপনি প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করেছেন দেখে ভালো। আমরা সাধারণত ঘরে ডেকোরেশন এর জিনিসগুলো ৯৯ মার্কেট থেকে কিনি। যাইহোক ধন্যবাদ আপু আপনার কেনাকাটার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
ঠিক বলছেন আপু ঘর ডেকোরেশন এর জিনিস গুলো ভালো পাওয়া যায়।
আপনার মত আমিও আপু এক ঢিলে দু পাখি মারি। আমিও সব সময় কোন কিছু কেনাকাটা করতে গেলে সাথে সাথে ফটোগ্রাফি করে নেই। আজ আপনার ৯৯ দোকান থেকে কেনাকাটা করার পোস্ট অনেক ভালো লাগলো। আমাদের এখানে কিন্তু ৯৯ এর দোকানে ৯৯ এ কোন কিছুই পাওয়া যায় না। শুধু নামেই ৯৯ সাইনবোর্ড লাগিয়ে রেখেছে দোকানে। কিন্তু দোকানের ভেতরে১০০ টাকার উপরে সব কিছুর দাম।
ঠিক বলছেন আপু একদিকে কেনাকাটা করে আনন্দ পায়। অন্যদিকে পোস্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগে।
আমার আজকের টাস্কঃ-
https://x.com/nahar_hera/status/1874892986313777493?t=tXNaezMgJlUbbw6SbjTwaQ&s=19
প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য এরকম মার্কেটে গেলে অনেক ভালো হয়। আপনি কেনাকাটার মুহূর্তটা খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘরের এরকম জিনিস গুলো আমিও এরকম মার্কেটগুলো থেকে কেনার জন্য চেষ্টা করি। ৯৯ মার্কেট আমাদের এখানে একটা রয়েছে। যেখানে প্রায় সময় যাওয়া হয়।
এরকম মার্কেটে ঢুকলে একসাথে আপু অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার সুযোগ হয়ে থাকে। বেশ ভালো লাগে যখন একসাথে সবগুলো জিনিস কিনতে পারি।
আপনার ৯৯ মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটার মুহূর্ত পড়ে অনেক ভালো লাগলো। আমিও মাঝে মাঝে ৯৯ মার্কেটে যায়। কোন কিছু পছন্দ হলে কিনে আনি। আপনাদের ওখানের শপটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখা যাচ্ছে। ধন্যবাদ।
বেশ ভালো একটি সুযোগ আমাদের সবার জন্য সেখানে প্রবেশ করলে অনেক কিছু কেনার সুযোগ হয়ে থাকে।
আরে বাহ্ এক ছাদের নিচে এত কিছু। একদম ঠিক বলেছেন আপু একই জিনিস অনেকদিন ধরে দেখতে ইচ্ছে করে না। আপনি বেশ ভালো করেছেন কম দামের মধ্যে টেবিল ক্লথ কিনে। সাথে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ কেনাকাটার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।