লাইফ স্টাইলঃ-শব্দায়ন আবৃত্তি একাডেমির বর্ষ সমাপনী উৎসব-(পর্ব-২)
সবাইকে শুভ সন্ধ্যা,
প্রিয় কমিউনিটির সম্মানিত সকল ব্লগার বন্ধুরা আসসালামুয়ালাইকুম। আমার আজকের নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। যদিও অনেক ব্যস্ত থাকি পুরো দিন। কিন্তু পোস্ট করা ও একটি ধারাবাহিক নিয়মের মধ্যে পড়ে। তাই সময় সুযোগ পেলে দ্রুত হাজির হয়ে যাই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে অনেক ভালো লাগে। সবার সাথে ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করে নিতে পারলে বন্ধুরা আমি অনেক আনন্দিত হয়। সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আমার নিত্য দিনের ঘটে যাওয়া বিষয়গুলো স্মৃতি স্মরণ করতে।
গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাচ্চাদেরকে শব্দায়ন একাডেমির সার্টিফিকেট বিতরণ অনষ্ঠানে উপস্থিত হয়েছিলাম সেই সাথে একটি বাৎসরিক অনুষ্ঠান ছিল। সব অতিথিদের কে নিয়ে অনেক ভালো একটি সময় কাটিয়েছিলাম তখন। যদিও আমি আপনাদেরকে প্রথম পর্বে অনেক কিছু শেয়ার করেছি। কিন্তু দ্বিতীয় পর্বে আরো অনেক কিছু বাকি রয়ে গেছে যেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। শব্দায়ন একাডেমী এমন একটি প্রতিষ্ঠান যা হাজারো শিশুদের মানসিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি বাচ্চার কবিতা উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকেন। অনেক বেশি আদর যত্ন দিয়ে তারা কবিতা উচ্চারণ করে থাকেন।
কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে অঙ্গী ভঙ্গি করতে হবে, কিভাবে কোন দিবসে কোন ড্রেস পরিধান করবে সবকিছু সম্পর্কে তারা অনেক বেশি সচেতন। প্রতিনিয়ত সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমি মনে করি এমন একটি প্রতিষ্ঠানের সাথে বাচ্চাদেরকে নিয়ে সংযুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। যখন অনুষ্ঠান আরম্ভ হবে আমাদেরকে সময় জানিয়ে দেওয়া হয়েছিল তিনটার সময়। সেই সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলাম। যদিও কোন অনুষ্ঠান যে টাইম দেওয়া হয় সেই সময়ে শুরু হয় না। কারণ সবাই যেহেতু লেট করে যায় তাই একঘন্টা আগে বাড়িয়ে দেওয়া হয়। সেজন্য বাচ্চাদেরকে রেডি করায় দিয়ে যেতে যেতে চারটা বেজে গেছিল।
যখন বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম তখন মূল অনুষ্ঠান শুরু না হলেও কবিতা আবৃত্তি আর গান বাজনা শুরু হয়ে গেছিল। বেশ কিছুক্ষণ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও মূল আলোচনা পর্বের অনেক আলোচনা হয়। অতিথিদের পক্ষ থেকে বেশ ভালো ভালো কথা শুনছিলাম। যেহেতু অতিথিরা আসতে একটু লেট হয়েছিল তাই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা আবৃতি ও গান বাজনা অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তবে গ্যালারিতে বসে উপভোগ করার মজাই আলাদা ছিল। বিশেষ করে সেখানে সকল গার্ডিয়ানেরা উপস্থিত ছিলেন। তাই গার্ডিয়ানারা যাতে বিরত্ত না হয় সেই জন্য অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল।
প্রায় যখন বিকেল পাঁচটা বেজে যায় তখন অথীতিরাআগমন করতে শুরু করে। যখন অতিথিরা প্রায় আসা শেষ হয়ে যায় তখন শুভেচ্ছা বক্তব্য শুরু হয়ে যায়। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার শেষে আবারো কবিতা আবৃতি গান বাজনা শুরু হয়। সেই সাথে সবাইকে আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়। বিশেষ করে অনেক গার্ডিয়ান এবং স্টুডেন্ট থাকার কারণে সেখানে কার্ড ডিস্ট্রিকশন করা হয়েছিল। সেই কার্ড অনুযায়ী বেশ ভালো মানের নাস্তা আমাদেরকে প্রদান করা হয়। আমরা সবাই বসে নাস্তা খেয়েছিলাম এবং অনুষ্ঠান উপভোগ করছিলাম।
কিন্তু বসে থাকতে থাকতে এতোই বিরক্ত লাগছিল আমার সত্যি বসে থাকার কোন উপায় ছিল না। কারণ একনাগারে একটি জায়গায় দেড় ঘন্টা যাবৎ বসে থাকা মানে খুবই বিরক্তিকর অবস্থা ছিল। প্রথমে আমি যাইনি মেয়েরা তাদের বাবার সাথে গেছিল। যদিও আমি পরে গেছিলাম। আমি যাওয়ার পরে মেয়েদের বাবাকে একটু বিরতি দিলাম। আমি যখন কিছুক্ষণ বসে থাকবো বলি তখন উনি বের হয়ে গেছিল। আবার মেয়েদের বাবা নাস্তা পানি করার পরে সেখানে প্রবেশ করে ঘন্টা দেড়েক পরে। যখন মেয়েদের বাবা ফিরে আসে তখন আবার আমি ঘরে ফিরে আসি। কিন্তু লাস্ট মোমেন্টগুলো আমি দেখার সুযোগ পাইনি কারণ আমি যেহেতু চলে আসলাম।
তবে এখানে আরো কিছু বিষয় উপভোগ করছিলাম যেগুলো আমি আগে পরে আপনাদেরকে শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার আজকের দ্বিতীয় পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করে এরকম তথ্যমূলক বিষয়গুলো সবার সাথে শেয়ার করার। আশা করি সবার কাছে আমার আজকের দ্বিতীয় পর্বটি পড়ে ভালো লাগবে বন্ধুরা। সময় দিয়ে আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
| ডিভাইসের নাম | Wiko-T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| Location | কক্সবাজার |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

#banglapoem-recitation #shobdhayon-academi #enjoymoment #amarbanglablog #steemit #steemexclusive #shy-fox













Upvoted! Thank you for supporting witness @jswit.
শব্দায়ন আবৃত্তি একাডেমির বর্ষ সমাপনী উৎসবের অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো।শিশুদের মানসিক বিকাশ ও কবিতা আবৃত্তির প্রতি যত্নশীল এই ধরনের প্রতিষ্ঠান সত্যিই প্রশংসার যোগ্য। অনুষ্ঠানটির বর্ণনা যেন আমাদের সেখানে উপস্থিত থাকার অনুভূতি এনে দিচ্ছে ।বিশেষ করে গার্ডিয়ানদের জন্য বিনোদনের ব্যবস্থা ও সার্টিফিকেট বিতরণের মুহূর্তগুলো বেশ চমৎকার লেগেছে। পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপু।
মুহূর্তটি খুবই আনন্দময় ছিল আপু। আপনার সুন্দর মতামত পড়ে আমার আরো অনেক ভালো লাগলো।
https://x.com/heranahar148614/status/1900248098380931153?t=gy8cLooPyPTeWZ-DlmyJBg&s=19