ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম ।

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামুয়ালাইকুম ......

......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে ।প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।

GridArt_20241021_192159123.jpg

আমার বাংলা ব্লগের কমিউনিটিতে যুক্ত হয়ে ,ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও আগে আমি তেমন একটা ফটোগ্রাফি করতে পারতাম না , কিন্তু বর্তমান এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ঘোরাঘুরি , পাশাপাশি ফটোগ্ৰাফি করা আসক্ত দ্বিগুন বেড়ে গিয়েছে । বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি। আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের , ফুল , পাতার ফটোগ্রাফি করতে ও অনেক ভালো লাগে ।আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফি গুলো হচ্ছে গ্ৰামিন পরিবেশ ফুল, পাতা , রাস্তা এর আগে ও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।তবে আজকে আমি আবার ও বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে শেয়ার করবো।

বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি

IMG-20241009-WA0043.jpg

IMG-20241009-WA0044.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পারছেন, এটি মূলত বাগানবিলাস আমাদের খুবই পরিচিত একটা ফুল গাছ। সৌন্দর্য্য বাড়াতে বাগান বিলাস ফুলের গাছটি আমরা আমাদের দেশের মোটামুটি প্রায় সব বাড়ির সামনের দরজার সাইডে এই ফুল গাছ দেখতে পাই।আর আমরা ফুল জিনিস টা সবাই অনেক বেশি পছন্দ করি।আমি বেশ কিছুদিন আগে এক জায়গায় যাওয়ার সময় রাস্তার পাশে এক বাড়ির সামনে থেকে এই বাগানবিলাস ফুল টি ছিড়ে হাতে নিয়ে একটি ফটোগ্রাফি সংগ্রহ করি । আমার একটি বদঅভ্যাস আছে যেকোনো ফুল দেখলেই হতে ছিঁড়ে নেওয়া।যানি এটা একদম ঠিক না , তবুও ছিঁড়ে নেই ।

ঝিঙে ফুল।

IMG-20241009-WA0018.jpg
উপরে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পারছেন, এটি মূলত ঝিঙ্গা গাছের ফুল ।বাংলাদেশের একটা সবজির নাম ঝিঙ্গা কেমন বেশ আমরা সবাই চিনে থাকি।এই ফুলের কোনো গন্ধ নেই , বাংলাদেশের কৃষকরা এই ঝিঙ্গা সবজিটি এখন বানিজ্যিক ভাবে চাষ করে ।ছোট বেলা থেকেই আমাদের বাড়ি পাশের জমিতে এই ঝিঙ্গার গাছ ও, ফুল দেখতাম। হলুদ রঙের এই ফুল নিয়ে অনেক খেলা করতাম। আবার এই ঝিঙ্গা ফুল নিয়ে গান কবিতা আছে।আমাদের বিদ্রোহী কবি, নজরুল ইসলাম লিখেছিল "ঝিঙে ফুল" কবিতাটি।প্রথম কয়টা লাইন আপনাদের মাঝে বলে গেলাম , আপনারা কে কে এই কবিতা পরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

ঝিঙে ফুল! ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল- ঝিঙে ফুল।
গুল্মে পর্ণ লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল- ঝিঙে ফুল।

রাস্তার ফটোগ্রাফি

IMG-20241009-WA0036.jpg
উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত একটি গ্রামের রাস্তার ফটোগ্রাফি । রাস্তা টি তেমন একটা প্রশস্ত নয়, তবে রাস্তার দুই পাশে দিয়ে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছ পালা রয়েছে ।রাস্তার একপাশে তাল গাছ আর একপাশে বাঁশ গাছ ।এই গাছপালা গুলোর জন্য রাস্তাটি দেখে সুন্দর লাগছে।এই রাস্তা টি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগে।তাই একটি ফটোগ্রাফি সংগ্রহ করে রাখি।

ক্যাকটেসিয়া বা ফনীমনসা

IMG-20241009-WA0031.jpg

IMG-20241009-WA0030.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত ক্যাকটেসিয়া বা ফনীমনসার গাছ । বেশ কিছুদিন আগে আমি বান্ধবী বাড়ীতে গেয়েছিলাম সেখানে থেকে এই গাছটির ফটোগ্রাফি সংগ্রহ করেছি। এই গাছটিতে ফুল ও হয় তবে সহজে ধরে না। গ্রীষ্মের এ তপ্ত রোদই ফণীমনসা ফুল ফোটার সঠিক সময়।তবে এই গাছটি গ্রাম এলাকায় বেড়া হিসেবে কাজে লাগানো হয় আমার নানা বাড়ির এইদিকে অনেক দেখেছি।ফণীমনসা কাঁটাময় ক্যাকটাস। ১ থেকে ৩ মিটার লম্বা হয়।চ্যাপ্টা আকৃতির পাতার মতো রসাল অঙ্গ থাকে। কাঁটাওয়ালা এ চ্যাপ্টা অংশকে বলা হয় এরিওল।

শজনে পাতা

IMG-20241009-WA0045.jpg
উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত শজনে পাতা।কেমন বেশি অনেকেই এই পাতাটি চিনি আমরা।বাংলাদেশ শজনে গাছটি প্রায়ই সব জায়গায় দেখা যাই ।তবে এই পাতার বিশেষ গুনা -বলি আমরা অনেকেই জানি না।শজনের শাক হিসেবে ব্যবহৃত পাতা ভিটামিন এ- এর এক বিশাল উৎস। শজনের পাতা এবং ফল উভয়ের মধ্যেই বিপুল পরিমাণে পুষ্টি আছে।পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস এটা। দুধ, ডিম, কলা থেকে বেশি ক্যালসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন আছে সজিনা পাতায়।, নিয়মিত সজিনার পাতা ভাজি করে খাওয়া উচিত।

বরই ফুল

IMG-20241009-WA0068.jpg

IMG-20241009-WA0052.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত বরই ফুলের ডালা । বাংলাদেশে হরেক রকমের বরই হয় কুল বরই, গোল বরই, মিষ্টি বরই, টক বরই,আরো কত কি। আজকে এই বরই ফুলটির ডালে ছোট ছোট সবুজ রঙের ফুল খুব একটা কারো চোখে পরে না । কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তারকা আকৃতির এই ফুল অনেকটা মেয়েদের নাক ফুলের মতনই দেখতে ।বর্ষার শেষে শরতের দিকে এই ফুল ফোটে থাকে বাংলায়। আর শীতের সময় বরই ফল আসতে শুরু করে ।

IMG-20241009-WA0069.jpg

এই ছিল আজকের কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মন্তব্য করে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।

🌺❤️ধন্যবাদ🌺❤️
Devicerealme
Camera16 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


🎀আমার সংক্ষিপ্ত পরিচিতি🎀

IMG-20230519-WA0005.jpg

আমার নাম মোছাঃ সামছুন্ নাহার সুইটি।আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলতে ভালোবাসি।আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফাজিল প্রথম বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করার জন্য যুক্ত হয়েছি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে অবস্থিত ।আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি।সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। আর স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 24 days ago 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার এই এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে আমার কাছে রাস্তার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। এভাবে চেষ্টা করলে আরো অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।

 25 days ago 

আপনি দেখছি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সজনে পাতার ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।এক সময় আমাদের বাসায় সজনের গাছ ছিল।

 25 days ago 

আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 25 days ago 

এত সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে যেন মুগ্ধ হলাম। বিশেষ করে বিলাস বহুল ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে।

 24 days ago 

রাস্তার ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। গাছপালা পূর্ণ ব‍্যস্তহীন সরু আঁকাবাকা রাস্তা। পাশাপাশি বাগান বিলাস ফুল এবং অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 24 days ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলার প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 24 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে সত্যি বেশ অসাধারণ লেগেছে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনি বর্ণনা দিয়ে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 25 days ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন আপু।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন। বিশেষ করে গ্রামের রাস্তার ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 24 days ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখেও ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে শেয়ার করেছেন আপনি।

 24 days ago 

আজকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়। তবে আপনার বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং ঝিঙ্গা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো। ও গ্রামের রাস্তার ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।