ইসলামিক সংগীত কভার| সাজিয়ে গুজিয়ে দে মোরে।
আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে কিন্তু কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে আমি আমার খুব খুব পছন্দের একটি ইসলামিক সংগীত কভার করবো। ইসলামিক সংগীত টা হলো সাজিয়ে গুজিয়ে দে মোরে,সজনী তোরা। আসলে এই গজলে সব গুলো বাস্তবতা নিয়ে গেয়েছে।মৃত্যুর পর বড় ঘর বাড়ি টাকা পয়সা আমাদের কোনো কাজে আসবে না। আর শুধু পরে থাকবে আমাদের নিথর দেহ টা।এই দেহের আর কোনো মূল্য থাকবে না। যত তাড়াতাড়ি পারবে তো তাড়াতাড়ি আমাদের সবার আসল বাড়িতে দিয়ে সবাই চলে আসবে। এই গজল টা যতবার শুনি ততবারই চোখ দিয়ে পানি চলে আসে।আমাদের এতো আয়োজন এতো সাজগুজ কোনো একদিন শেষ হয়ে যাবে। আর এই মাটির দেহ নিয়ে মাটিতে যেতে হবে।যাইহোক অনেক কথা বললাম চলুন শুরু করি আজকের ইসলামিক সংগীত কভার।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
- কথা ও সুর নাসির আহমেদ অপু।
- গীতিকার আবু উবায়দা।
- কন্ঠ ও সুর আবু উবায়দা।
- পরিবেশনে আমি @santa14।
- পোস্টের ধরণ ইসলামিক সংগীত কভার।
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।২
বড়ই পাতার গরম জ্বলে
শুয়াইয়া মঁসারির তলে।৩
আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ
চন্দন মেখে দে সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা..
সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এত রঙীন এত কাপড়
কিছুই ভালো লাগেনা মোর।২
সাদা কাপড়,সাদা কাপড়, সাদা কাপড়
আমায় পড়াই দে সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে,দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।
এতো জমি এতো বাড়ি
আমি কি সহিতে পারি।২
বাঁশের দোলায়, বাঁশের দোলায়, বাঁশের দোলায়
আমায় তুলে দে সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা
সাজিয়ে গুজিয়ে দে মোরে।২
আশা করি আমার আজকের কভার করা ইসলামিক সংগীত কভার টা আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।
আমাদের শেষ ঠিকানা একটাই, সেখানে আজ না হয় কাল যেতেই হবে। এই ধরনের গজল শুনলে যেনো চোখের পানি ধরে রাখা যায় না। আপনার কণ্ঠে এত সুন্দর গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন আপু এই গজল যত শুনি ততই যেনো আরও বেশি শুনতে ইচ্ছে করে। আমি এই গজল অনেক বার শুনেছি তারপরও শুনলে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গজল কভার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি একদম ঠিক বলেছেন আপু আমাদের এত সাজানো সুন্দর পৃথিবীর সব কিছু ছেড়ে একদিন ঠিকই চলে যেতে হবে। টাকা পয়সা ধন সম্পদ এই সব কিছু যে আমরা আমার আমার করি এগুলো কিছুই আমাদের সাথে যাবে না। মাঝে মাঝে এ ধরনের ইসলামী সংগীত গুলো শুনলে মনে হয় পৃথিবীতে কেন আসলাম। যাইহোক আপনার কন্ঠে এত সুন্দর একটি গজল শুনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।
দুনিয়া কিছু না আমাদের ভাবলে অনেক কষ্ট হয়।যাইহোক গজল ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার কণ্ঠে সব কিছুই সুন্দর। আপনি অনেক সুন্দর একটা ইসলামি সংগীত করেছেন।সত্যি আপু অনেক ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।❤️
আমার অনেক পছন্দের একটি ইসলামিক গজল আজকে আপনার গলায় শুনতে খুবই ভালো লাগলো আপু।আপনার কন্ঠে গজলটি শুনে মনটা একদম ভালো হয়ে গেল আপু।অনেকদিন পরে যেন আপনার গলার সুর শুনতে পেলাম।যাইহোক এত সুন্দর একটি ইসলামিক গজল আমাদেরকে গেয়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর একটা মন্তব্য পড়ে আমারও মনটা খুব ভালো হয়ে গেছে।
ইসলামিক সংগীত টা আমার খুব ভালো লাগে। এর আগে অনেক শোনা হতো। যাইহোক অনেকদিন পর আপনার কন্ঠ শুনতে পেরে কিন্তু বেশ ভালো লাগলো আপু। দারুন কন্ঠ আপনার।
অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার কণ্ঠে ইসলামী সংগীত বলেন গান বলেন যা শুনি না কেন অনেক ভালো লাগে। আপনার এত সুন্দর মিষ্টি কন্ঠে গানগুলো শুনতে ইসলামী সংগীত গুলো শুনতে আমার খুবই ইচ্ছে জাগে। আজকের ইসলামী সংগীত শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
এতো সুন্দর একটি মতামত পেয়ে অনেক খুশি হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপু। চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটি করে গজল দেওয়ার জন্য
আপু আপনার কন্ঠে ইসলামী সংগীতটি শুনে অনেক ভালো লাগলো আর এই সংগীতটি আমার অনেক প্রিয়। সত্যিই আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে।বেশ দারুণভাবে সংগীতটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।
হ্যা আপু এইটা আমাদের এইটা শেষ ঠিকানা নয়।শেষ ঠিকানা তো অন্ধকার কবর।অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা ইসলামিক সংগীত শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই ইসলামিক সংগীত কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম ইসলামিক সংগীত গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের ইসলামিক সংগীত শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই ইসলামিক সংগীতটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই ইসলামিক সংগীতটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
এতো সুন্দর একটি মতামত দিয়েছেন।পড়ে অনেক খুশি হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
এগুলো যেন মূহূর্তের জন্য মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। যেগুলো হৃদয়ে একটা ভীতির সঞ্চার করে। চমৎকার কভার করেছেন ইসলামিক সংগীত টা আপু। আপনার কন্ঠে খুবই ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাদে শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।
খুবই সুন্দর এবং বাস্তবমুখী একটি গজল কভার করেছেন। আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে এটি যেন চিরন্তন সত্য আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে এই গজলটি জড়িয়ে রয়েছে। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুব ভালো লাগলো।
গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।