জেনারেল রাইটিং পোস্ট ||| শব্দদূষণ নয় নতুন বছর হোক সবার সুন্দর ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি এই মেঘে ঢাকা কুয়াশাচ্ছন্ন চার দিক হিমেল হাওয়ায় সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

sunset-958682_1280.jpg
source

প্রতিদিনের মতো আজও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।সব সময় চেষ্টা থাকে আপনাদের মাঝে ইউনিক কিছু নিয়ে হাজির হওয়ার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আমি আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি।নতুন বছর হোক সবার সুন্দরও আনন্দময়। কারো কোন ক্ষতি না করে সবাই মিলে কিভাবে ভালো থাকা যায় সেটাই করা উচিত আমাদের সকলের।

কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। সামান্য একটু আনন্দের জন্য যদি কারো ক্ষতি হয় সেই আনন্দ করা ঠিক না। হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজ আপনাদের মাঝে নতুন বছর আগমনের ফটকার শব্দ দূষণও বিভিন্ন রকমের আলোকসজ্জা বিরত থেকে সবাই সুন্দর একটি পরিবেশ গড়ে নতুন বছরটিকে অন্যভাবে শুভেচ্ছা জানাই ।

গত বছরে ফেসবুকে দেখেছিলাম এই শব্দ দূষণের জন্য অনেকের বিভিন্ন রকম সমস্যা হয়েছে এবং শিশুরাও আতঙ্ক হয়েছে।একটি বাচ্চা মারাও গিয়েছিল। আসলে একটিবার যদি আমরা সেই বাচ্চাটিকে নিজের বাচ্চা ভাবিঅথবা নিজের আপন কাউকে মনে করি তাহলেই বুঝতে পারব আমাদের সামান্য আনন্দের জন্য তার পরিবারের কতটুকু শোকের ছায়া নেমে এসেছে।

এমন অনেক বৃদ্ধ মানুষ আছে যারা হার্টের রোগী। অতিরিক্ত শব্দদূষণ তাদের জন্য হার্টে অনেক ক্ষতি করে।ফটকার শব্দ দূষণের জন্য হার্টের লোকজনেরও অনেক ক্ষতি হতে পারে। আর শারীরিক অসুস্থতা বা দুর্বল মানুষও আছে যে সামান্য শব্দে আতঙ্ক হয়ে যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে রয়েছে ফুল ফল ছোট ছোট পাখি।পাখি দুটো ডানা মেলে যখন আকাশে উড়ে কতই না সুন্দর দেখা যায়। গাছে গাছে তাদের বাসা।মিষ্টি সুরে তাদের গান। তাদের কিচিমিছি আওয়াজ সব কিছু যেন মনমুগ্ধ করে দেয়।

এই শব্দ দূষণের কারণে পাখিগুলোরও কত রকমের সমস্যা হয়ে থাকে হয়তো আমাদের জানা নেই। কিন্তু আমরা যদি মন থেকে তাদের ভালবাসি মানুষকে ভালবাসতে শিখিএবং মানুষ মানুষের জন্য এটা যদি মন থেকে বিশ্বাস করি তাহলে আর এমন সমস্যা হবে না। তখন আমাদের বিবেক কাজ করবে এমন শব্দ দূষণ হয়তো বা ঠিক না। আমার জন্য অন্যান্য মানুষের সমস্যা হবে এটা আমি চাইনা। আর এটা প্রত্যেক মানুষের মধ্যে এই বিবেক কাজ করা উচিত। তবেই থাকবে সুন্দর পরিবেশ। মানুষ ভালো থাকবে দুর্ঘটনা ও ঘটবে না। আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

2MWgaSqKLy3pDfsFREY5eSiuDG4DkkPi81xbLznftLL8sn8vKK3nujC3w5q6wqVdX98ZDvS76sk9JGP2vfFusPMpjf5HCs1Rif3yHSLxyT...5BqmVQJSeh58vzdE4P5hVq46hve8Xw4i5HZaEF7kw4w4FUWFebMPyiXEgqRTTH7Sm28MSCKDvvvLoGLtGwgBLZmNJyBQu2L9pAtq1wPhFQuQ72W5NMo5E37dK.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 12 days ago 
Screenshot_2024-12-25-14-21-30-876_com.android.chrome.jpgScreenshot_2024-12-25-14-20-03-744_com.coinmarketcap.android.jpg
 12 days ago 

কেন জানি বর্তমান সময়টাই মনে হচ্ছে এমন হয়ে গেছে যে কোন অনুষ্ঠান বা যে কোন আনুষ্ঠানিক দিন আসলেই সবাই বক্স বাজাতে ব্যস্ত। কিন্তু এই বক্সের শব্দে মানুষসহ পশুপাখি সবারই খুবই অসুবিধা। আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 12 days ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 12 days ago 

ঠিক বলেছেন আপু,অতিরিক্ত শব্দ দূষণের কারণে অনেকেরই ক্ষতি হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং পশুপাখিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই শব্দ দূষণের মাধ্যমে নতুন বছর উদযাপন করার কোনো মানেই হয় না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

জি ভাই সকলের শুভ বুদ্ধির উদয় হোক।

 12 days ago 

শব্দ দূষণটা আমার কাছে খুবই বাজে লাগে। কারণে অকারণে বাড়ির পাশ দিয়ে মাইক আলারা বাইক বাজাতে বাজাতে যায় আবার অনেক ছেলেরা রয়েছে গান-বাজনা করে এগুলো আমার কাছে খুবই বিরক্তি কর। অকারণে শব্দ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্তি করাটা বোকামি ছাড়া কিছুই নয়। যাই হোক সুন্দর একটা বিষয়ে আপনি লিখেছেন দেখে ভালো লাগলো।

 12 days ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 12 days ago 

Screenshot_2024-12-25-22-26-59-211_com.peak.jpg

 9 days ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে শব্দ দূষণ কখনোই ঠিক নয়৷ আর বিভিন্ন সময়ে আমরা দেখে থাকি যে নতুন বছর অনেকেই শব্দ দূষণ করে থাকে৷ এই শব্দ দূষণের কারণে মানুষের অনেক ক্ষতি হয়। এই ক্ষতির সমাধান আর কেউই করে দিতে পারে না৷ বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং পশুপাখিদের বেশি ক্ষতি হয়ে যায়৷ কখনোই আর কেউ মিটিয়ে দিতে পারবে না৷ তাই আমাদের উচিত এই সময়ে শব্দ দূষণ না করে শান্তিপূর্ণভাবে নতুন বছর শুরু করা৷

 9 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 8 days ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।