জেনারেল রাইটিং ||| সময়টা যেন কারো ভালো যাচ্ছে না ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম।প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।

boys-286245_1280.jpg
source

প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট নিয়মে চলতে হয়। কাজের নিয়ম ফলো করে এবং সময়ের মূল্যকে মূল্যায়ন করে পরিশ্রম ও সততার সাথে যারা এগিয়ে যাবে তারাই জীবনের সফলতার প্রান্তে পৌঁছতে পারবে।এই সুন্দর পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সুন্দর ভাবে চলার জন্য।কিন্তু ভালোভাবে চলা আজকাল আমাদের সবার জীবনকে কঠিন করে দিয়েছে।সময়টা কারো ভালো যাচ্ছে তার উপর নির্ভর করে জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের নতুন ব্লগের মূল কথায় যাওয়া যাক।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের কে মুগ্ধ করে। তেমনি সৃষ্টিকর্তা এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন।এই সুন্দর মানুষগুলোর ভেতরে এক রকম এবং উপরে অন্যরকম।আজকাল কাউকে দেখে বোঝার উপায় নেই এই মানুষটির ভেতরে এত সমস্যা। গিরগিটি যেমন রূপ চেঞ্জ করে তেমনি এখনকার সমাজে অনেক মানুষই রূপ চেঞ্জ করতে সময় লাগে না।আমরা কাকে বিশ্বাস করবো, বিশ্বাস যেন এই সময়ে এসে কাঁটাতারে বন্দী হয়ে গেছে।কিছুতেই সেই কাঁটাতার হতে মুক্ত হতে পারছে না।অনেকেই প্রতারণার ছলে বাসায় ঢুকে সেই বাড়ি আলির অনেক কিছু নিয়ে যাচ্ছে।

আবার অনেকেই সহজ-সরল মনে বিশ্বাস ঢুকিয়ে দিয়ে নানান ভাবে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে।এমনও হয়েছে ফকিরের বেশ ধরে প্রতারণা করে কত অন্যায় কাজ করছে। কখনো বা দেখা যায় ছোট্ট অবুঝ শিশুটি খেলা করছে অথবা স্কুল থেকে বাড়ি ফিরছে। সেই অবুঝ শিশুটিকে চকলেটের ফাঁদে ফেলে তাকে গুম করছে।ছোট্ট শিশুটির মা বাবার কাছে টাকার জন্য বিরাট অংকের আবদার রাখে। আর সেই ক্ষেত্রে তারা যদি টাকাটি না দিতে পারে তখন অকালে ঝরে পড়ে সেই অবুঝ শিশুর জীবন।আসলে এই আতঙ্কগুলো সবার মনেই এখন কাজ করছে। কারণ কখন কার ভাগ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ বলতে পারি না।কোন মানুষই পরিপূর্ণভাবে শান্তিতে নেই।

সবার ভিতরে একটি না একটি আতঙ্ক কাজ করে। এই ধরনের ঘটনাগুলো এখন বেশি ঘটছে যার কারণে আমরা কেউ ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারিনা।প্রত্যেকটি মানুষের কোন না কোন দিক থেকে টেনশন রয়েছে। কথাটা একদম ঠিক যায় দিন ভালো আসে দিন খারাপ। যতই দিন যাচ্ছে সময়টা কারোর ভালো যাচ্ছে না।মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের এত সুন্দর একটি প্রকৃতির দিয়েছেন। মানুষের মনগুলো যদি প্রকৃতির মত হত। তাহলে আর কাউকে বিভিন্ন দিক থেকে টেনশন করা লাগতো না। এতে করে মনও ভালো থাকতো শরীরও ভালো থাকতো।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে।সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Cztq4BXWMFDxHzEZ2QSjxVFnsLBz27bskZMejC9cirzQ85MEJGtsm5hWaJuVngdv1B8bhQpR5JgyziewifDDtd8LQQ72M2kd4y6qGYSqfy...JgbW2atSJFghfrRiyy9SUxewrXAiPHa8fBFhih7zHNgNCr3j3R4HfQGQR7Nwwa2PN4byAScBEjfVXeDoaSL6k3Apbd36NgeYuyUrK3VS2oDrpTbbDyvGTgLF1.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Sort:  
 13 days ago 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। বর্তমান সময়টা ঠিক এমনই চলছে। মানুষের মধ্যে নিরাপত্তার অভাব হয়ে গেছে অনেক। কখন কে কোন বিপদের সম্মুখীন হয় তার নেই ঠিক। আমরা সবাই চাই সুন্দর একটা রাষ্ট্র যেখানে কোন প্রকার বিশৃঙ্খলা থাকবে না ভয় ভীতি থাকবে না নিরাপত্তা থাকবে সব সময়।

 13 days ago 

জি ভাই একদম আমার মনের কথা বলেছেন। আমরা এমনই একটি রাষ্ট্র চাই।

 13 days ago 

আপু আর কার কেমন যাচ্ছে সেটা আমি জানিনা। তবে আমার কিন্তু সময়টা সত্যি ভালো যাচেছ না। চারদিকে যেন কেমন পরিবেশ। মানুষগুলো দিনের পর দিন স্বার্থবাদী হয়ে যাচেছ। সব মিলিয়ে বেশ খারাপ সময় পার করছি আমরা। সু্ন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 13 days ago 

কাছের মানুষগুলোর বদলে যাওয়াটা সত্যিই অনেক কষ্টের। আসলে মানুষ যখন তার রূপ বদলে ফেলে তখন সেই মানুষটিকে নতুন ভাবে চিনতেও কষ্ট হয়। অনেক সময় আমরা এরকম পরিস্থিতিতে পরি আপু।

 10 days ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 13 days ago 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপনি। আমাদের চারপাশটা বিভিন্ন প্রকার খারাপ কর্মে ছেয়ে গেছে। এজন্য নিজেদের নিরাপত্তাটাও যেন কমে গেছে আজ। তবে তার মধ্য থেকে সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতে হবে সবাইকে। সকল প্রকার দুর্নীতি নির্মূল করতে হবে। আর এই সমস্ত ঘটনাগুলো আমাদের চারিপাশে প্রায় চলছে তা শুনলে খুবই খারাপ লাগে।

 9 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 13 days ago 

আপনি অনেক সুন্দর একটা কথা লিখেছেন আপু দিন দিন সবার যেন দিনটা কেমন জানি খারাপের দিকে যাচ্ছে। মানুষ যেন সুখ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমিও এই বিষয়টা মাঝে মাঝেই লক্ষ্য করছি। আসলে মানুষের মনে সুখ নেই। কেউ কাউকে ভালো দেখেও সুখি হতে পারছি না। পরিবেশটাও কেমন জেনে বিস্বাদ হয়ে যাচ্ছে।

 9 days ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

শুকরিয়া আপু।

 12 days ago 

আসলে আপু মানুষ চেনা বড় কষ্টকর। আজকে আপনি বাস্তবিক কথা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ সেটাই বোঝা যায় না। আর অনেকে দেখা যায় প্রতারণা করে অন্য জনের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

উৎসাহমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 11 days ago 

ঠিক বলেছেন এখন মানুষ চেনা অনেক কঠিন ।গিরগিটি যেমন তার রূপ পাল্টায় মানুষও ঠিক তেমন তার রূপ পাল্টায় ।মানুষের উপর উপর দেখতে যেমন ভিতরে কিন্তু অনেক সমস্যা । আসলেই আপনি অনেক মূল্যবান কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 9 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।