ছোট গল্প ||| নিরপেক্ষতা মুখে বাস্তবে নয় পর্ব-০১ ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আমি প্রতি সপ্তাহে একটি গল্প পোস্ট করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে ছোট গল্প "নিরপেক্ষতা মুখে বাস্তবে নয় পর্ব-০১" নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে গল্পে কি লেখা হয়েছে তা দেখে নেওয়া যাক।
বর্তমান সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে আমরা সবাই নিরপেক্ষতাটাকে নিয়ে অনেক বেশি নিজেকে হাইলাইটস করার চেষ্টা করি কিন্তু বাস্তবতা যে ঠিক তার উল্টোটা এটা আমরা অনেকেই মেনে নিতে চাই না।আবার অনেকেই বাস্তবতা ধরিয়ে দিতে চাইলেও সে সেটাকে পাশ কাটিয়ে যায়। মনে করে যে না আমি একজন নিরপেক্ষ মানুষ।আমি সবকিছু নিরপেক্ষ ভাবে করি।আমি সব সময় বিচার বিশ্লেষণ নিরপেক্ষ ভাবে করি,তাই নিরপেক্ষ মানুষ হিসেবে দাবি করি,সব কাজে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার চেষ্টা করি,সমাজে নিজেকে নিরপেক্ষ রেখে কাজ করার চেষ্টা করি,পরিবারে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করি,কর্মস্থলে নিরপেক্ষতা বজায় রেখে নিজেকে পরিচালিত করার চেষ্টা করি।
কিন্তু আমরা কখনো কি কেউ ভেবে দেখেছি আসলেই কি এই প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করাতে পারছি বা করছি? না আমরা কখনো নিজেকে নিয়ে এভাবে ভেবে দেখিনি।তাই প্রত্যেকটি মানুষকে আমাদের চিন্তা করা দরকার আমরা আসলে যে কাজটা করতেছি সেটা কি আসলে আমি মুখে যেটা বলতেছি সেটার সঙ্গে মিল আছে না নেই।
বর্তমান পরিস্থিতিতে দেখুন আমরা সবাই ফেসবুক, টুইট এবং ইনিস্টাগ্যামে অনেক ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি। আর এই স্ট্যাটাস গুলো দেওয়ার একটি কারণ সেটি হল আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই আমি অনেক নিরপেক্ষ একজন মানুষ, ভালো একজন মানুষ,খুব দুঃখী ব্যক্তিদের নিয়ে চিন্তা করা একজন মানুষ, কাউকে ঠকাতে চাইনা বিন্দুমাত্র এরকম একজন সৎ নিষ্ঠাবান মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু আসলেই কি এখানে সত্যিকারে কয়জন মানুষ নিজেকে এই কয়েকটি ক্ষেত্রে দাবি করতে পারে?
আমরা যখন বাইরে ঘুরতে যাচ্ছি তখন দেখছি একটি এক্সিডেন্টে হয়তোবা একজনের হাত বা পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তাকে আমরা হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন করা নিয়ে ব্যস্ত না। আমরা ব্যস্ত ছবি উঠানো নিয়ে এবং ছবিটা কে কিভাবে ফেসবুকে পোস্ট করব,তার ভিডিও করে সেই ভিডিও কিভাবে ফেসবুকে পোস্ট করব,তাকে নিয়ে কিভাবে লাইভ করে নিজের ভিউ এবং ফলোয়ার বাড়াবো এটিকে নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকি এটি হলো বর্তমান সমাজ ব্যবস্থা যা সব সময় পরিলক্ষিত হচ্ছে আমাদের সবার চোখে।
আবার বর্তমান সময়ে যারা দুঃখী মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করে এবং দুঃখী মানুষদের কিছু সহযোগিতা প্রদান করছে, কিন্তু দেখা যায় এরা এই সহযোগিতা করার পরে ভিডিও শেষের পরে সেই সহযোগিতা আবার তারা ঐ দুঃখী মানুষের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে এবং ভিডিওটা করা লাগবে এই জন্যই তাদেরকে সহযোগিতা করে এমনও প্রমাণ মিলছে আমাদের সমাজে হর হামেশাই।
আজকের মত এখানে শেষ করছি আবারও কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সপরিবারে সুস্থ থাকবে এবং ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন দোয়ার দরখাস্ত রইল।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
আসলে আপনার কথার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। নিরপেক্ষতা মুখেই মানায় কিন্তু বাস্তবে নয়। বাস্তবে কেউ ই এরকমটা করে না। কিন্তু মুখে সবাই বলে থাকে। আসলে সবাই ঠিক এরকমই করে। অনেক সুন্দর করে আপনি পুরো লেখাগুলো সবার মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে আপনার লেখা আজকের এই পোষ্ট পড়তে অনেক ভালো লেগেছে।
আমার লেখাটির সঙ্গে আপনি একমত এবং আমার লেখাটি পড়ে আপনার ভালো লেগেছে।দুইটি বিষয় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করল।
এটা খুবই দুঃখজনক যে আপনি এখনো আপনার ট্রন এড্রেস লিংকআপ করেন নাই, বিগত দুই সপ্তাহ যাবত সবাইকে এ বিষয়ে বলা হচ্ছে। এটা দ্রুত না করলে কিউরেশন অফ থাকবে। নিচের লিংক দেখে দ্রুত আপনার ট্রন এড্রেস লিংকআপ করে নিন। ধন্যবাদ।
https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up
ভাই আমি তো গত ৯দিন আগেই tronlinkup করেছি।
আপনার লিংক আপ হয় নাই ভুল করেছেন, পুনরায় সঠিকভাবে চেষ্টা করেন।