আর্টঃ পাতায় ম্যান্ডালা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে ফাল্গুন বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৪ই মার্চ,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা করলাম। ম্যান্ডালা আর্ট করতে সব সময় আমার বেশ ভালো লাগে। আর দেখতেও বেশ সুন্দর ম্যান্ডালা আর্টগুলো। ছোট ছোট ডিজাইনের জন্য ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর্ট এর ভিন্নতা আনার জন্য আমি সব ধরনের আর্ট শেয়ার করার চেস্টা করি। কখনও পেন্সিল স্কেচ, কখনও ম্যান্ডালা আর্ট,কখনও মাধুবনী আবার কখনও বা পোস্টার রং বা মোম রং দিয়ে কোন আর্ট। আজকে পাতায় একটি ম্যান্ডালা আর্ট করার চেস্টা করেছি।মাঝে মাঝে ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্টগুলো আকঁতে ও দেখতে বেশ ভালো লাগে।এই আর্টটি করার পর আমারও বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো ।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।সবুজ রং এর সাইন পেন
৪।সবুজ রং এর জেল পেন
৫।কালো জেল পেন
৬।রাবার
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
দাগের মাঝখানে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি। পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে দাগগুলো ডিপ করে নিয়েছি।
ধাপ-৩
আঁকা পাতার বিভিন্ন অংশে কালো রং এর জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৪
বিভিন্ন ডিজাইন এঁকে পাতার এক অংশ ভরাট করে নিয়েছি।
ধাপ-৫
একইভাবে পাতার অন্য অংশও বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৬
এবার সবুজ সাইন পেন ও সবুজ জেল পেন দিয়ে পাতার শিরাগুলো রং করে নিয়েছি।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে পাতায় করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট | |
|---|---|---|
| ক্যামেরা | Samsung Galaxy A-10 | |
| পোস্ট তৈরি | @selina 75 | |
| তারিখ | ২৩শে মার্চ, ২০২৫ ইং | |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।






















Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1903851147615728069
Link
https://x.com/selina_akh/status/1903807542121165189
https://x.com/selina_akh/status/1903809750003024065
https://x.com/selina_akh/status/1903854827668742198
https://x.com/selina_akh/status/1903810371334586460
https://x.com/selina_akh/status/1903811994761007328
Daily task
ভীষণ সুন্দর দেখতে হয়েছে আপনার এই মেন্ডেলা আর্টটি। পাতার সেপ টা এত সুন্দর হয়েছে যে ভেতরের কলাগুলো দারুন লাগছে। ধাপে ধাপে দেখিয়েছেন বলে আরো সহজ হয়ে উঠেছে জিনিসটা।
চেস্টা করেছি আপু। আপনাদের মন্তব্য আরও ভালো কিছু করার উৎসাহ যোগায়।
চমৎকার সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখতে দারুণ লাগছে।ম্যান্ডেলা আর্ট দেখতে যেমন সুন্দর আর্ট করতে তেমনি ধৈর্য ও সময়ের দরকার। আপনি চমৎকার সুন্দর করে পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন ও আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধৈর্য নিয়ে করলে যে কোন আর্ট সুন্দর হয়। আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।