আর্টঃরঙ্গিন থ্রিডি ম্যান্ডালা ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৪ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।স্কেল
৪।কালো রংসাইন পেন
৫। কালো রং এর জেল পেন
৬।গোলাপী রং এর জেল পেন
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি। এর মাঝখানেই থ্রিডি ম্যান্ডালা অংকন করবো।
ধাপ-২
দাগের মাঝখানে একটি পি্রামিড এঁকে নিয়েছি। এর সাথে কিছু সোজা দাগ টেনে নিয়েছি।
ধাপ-৩
আঁকা পিরামিডে বাঁকা করে কিছু দাগ টেনে নিয়েছি। দাগের মধ্যে কিছু পাতার ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী রং এর জেল পেন দিয়ে।
ধাপ-৪
পিরামিডটিতে একটি ঘর ফাঁক রেখে সম্পূর্ণ পিরামিডটিতে গোলাপী জেল পেন দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৫
এবার ফাঁকা ঘরগুলোতে কালো রং এর জেল পেন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৬
এবার পিরামিডটিতে থ্রিডি ইফেক্ট আনার জন্য পিরামিডের নিচের দিকে পেন্সিল দিয়ে হাল্কা করে শেড দিয়ে নিয়েছি।এবং পেন্সিলের দাগগুলো গোলাপী ও কালো সাইন পেন দিয়ে ডিপ করে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।
ধাপ-৭
নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকের রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই শীতে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন। শুভ রাত্রি
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
ওয়াও আপু আপনি রঙিন থ্রিডি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে। এ ধরনের আর্ট গুলো করতে অনেক দক্ষতা ও সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সময় লাগলেও এই ধরনের আর্ট করতে আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
Daily task
https://x.com/selina_akh/status/1867934549747114082
থ্রিডি ম্যান্ডেলা আর্টের সুন্দর্য অসাধারণ সুন্দর হয়েছে। আপনি দক্ষতার সাথে ধৈর্যসহকারে থ্রিডি ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপু আপনি রেসিপি পোস্ট ভেবে কমেন্ট করেছেন। এডিট করে দিলে ভালো হয়।
আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আর্ট করেছেন। তবে, বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি দেখে বেশ ভালো লাগলো।
অনেকেই করে ম্যান্ডালা আর্ট মনে হয় আপনার চোখে পরেনি। যাইহোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
ম্যান্ডেলা আর্ট এবং থ্রিডি আর্ট দুটোই আমার বেশ ভালো লাগে। আপনি দুটোকে একসাথে করে খুব সুন্দর একটা আর্ট করেছেন আজকে। কালারফুল হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। একদম পারফেক্টলি পুরো ড্রয়িংটা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি দু'টোর সম্বন্বয়ে একটি নতুন আর্ট আঁকার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
থ্রিডি ম্যান্ডালা আর্ট অসাধারন হয়েছে। আর এত সুন্দর করে নিখুঁতভাবে আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক অনেক সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। দারুন হয়েছে দেখতে।
আমি চেস্টা করেছি নিখুঁত করে আঁকার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
রঙিন থ্রিডি নকশা শিল্পটি দারুন সুন্দর বানিয়ে ফেললেন। কত রকম রং দিয়ে রঙিন করে তুলেছেন আপনার ছবিটিকে। সবদিক থেকে দারুন সুন্দর একটি ম্যান্ডালা আর্টের সাক্ষী রইলাম। ভীষণ সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করলেন পোষ্টের মাধ্যমে। ছবিটির মধ্যে সত্যিই কিন্তু একটি থ্রিডি লুক এসেছে। সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে।
অনেক চেস্টার পর থ্রিডি ইফেক্ট আনতে পেরেছি ফটোগ্রাফির মাধ্যমে । ধন্যবাদ দাদা।
থ্রিডি ম্যান্ডালা আর্টটি চমৎকার হয়েছে। সত্যি এই আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। পিরামিড এর কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট ছোট ডিজাইন আঁকার জন্য ম্যান্ডালা আর্ট করতে কিছুটা সময় বেশি লাগে। তবে আঁকা শেষ হওয়ার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।