ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে অলকানন্দা ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৬ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি ক্লে দিয়ে একটি অলকানন্দা ফুল তৈরি করেছি। সেই ফুলটি কিভাবে বানিয়েছি, সেই পদ্ধতিই আজ আমি শেয়ার করবো। আজকাল কমিউনিটিতে সুপার ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে শেয়ার করছেন সবাই। আর সেই সকল জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। মাটির বিকল্প হসাবে আজকাল ক্লে ব্যবহার করা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন জিনিস তৈরি শেখাতে। আর বাচ্চারাও বেশ মজা পায় ক্লে দিয়ে কোন কিছু বানাতে । আজ সেই ক্লে দিয়েই আমি অলকানন্দা ফুলটি বানিয়েছি। সেই সাথে ব্যবহার করেছি আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই ক্লে দিয়ে বানানো অলকানন্দা ফুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের অলকানন্দা ফুলটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।হলুদ ও সবুজ রং এর ক্লে
২।কাঠি
৩।ক্লে টুলস
৪।লাল মোম রং
আলকানন্দা ফুল তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে হলুদ রং ক্লে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি। এরপর আঙ্গুলের চাপ দিয়ে ফুলের পাপড়ির মতো বানিয়ে নিয়েছি। একইভাবে ৫টি পাপড়ি বানিয়ে নিয়েছি।
ধাপ-২
এরপর বানানো পাপড়িগুলো একটির সাথে একটি লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
এবার ৫টি পাপড়ির মাঝে একটি কাঠি রেখে ফুলটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার ফুলের বৃন্ত বানানোর জন্য সবুজ রং এর ক্লে লম্বা করে নিয়ে জিকজাক করে কেটে নিয়েছি। এবং তা ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৫
এবার অলকানন্দা ফুলের কলি বানানোর জন্য হলুদ রং এর ক্লে কলির শেপ দিয়ে নিয়েছি। এবং কাঠির সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
একইভাবে সবুজ রং এর ক্লে জিকজাক করে কেটে নিয়ে কলি সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৭
সবুজ রং এর ক্লে দিয়ে পাতা বানিয়ে নিয়েছি হাতার চাপে। এরপর ক্লে টুলস দিয়ে পাতায় দাগ দিয়ে শিরা করে নিয়েছি।
ধাপ-৮
এবার বানানো ফুল ও কলির কাঠি সবুজ রং এর ক্লে দিয়ে ঢেকে দিয়েছি। সেই সাথে বানানো পাতা ফুলের সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৯
সবশেষে বানানো ফুল ও কলি একসাথে লাগিয়ে নিয়েছি। সেই সাথে লাল রং এর মোম রং দিয়ে ফুলের ভিতরে রং করে নিয়েছি। ব্যস তৈরি ক্লে দিয়ে অলকানন্দ ফুল।
উপস্থাপন
আশাকরি আজকেরক্লে দিয়ে বানানো অলকানন্দা ফুলটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Redmi Note a-5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৬ই নভেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়ন
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
ক্লে দিয়ে আজ আপনি অসাধারণ একটি আলোকনন্দা ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ফুলের কালার টি ও অনেক দারুন হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হলুদ অলকানন্দা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। তাই হলুদ অলকানন্দা ফুলই বানালাম। ধন্যবাদ আপু।
আপনাকে অনেক অনেক সু স্বাগতম আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বর্তমান সময়ে বাচ্চাদের নতুন কিছু তৈরি করা শেখানো হয় মাটির পরিবর্তে ক্লে দিয়ে এটা যথার্থ বলেছেন। আপনিও কিন্তু দুর্দান্তভাবে অলকানন্দা ফুল তৈরি করেছেন ক্লে দিয়ে। ক্লে দিয়ে দারুন একটি অলকানন্দা ফুল তৈরি করে আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
মাটির মতো করে যদিও ক্লে ব্যবহার করা যায় না। তবে কাজ করতে বেশ ভালই লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
https://x.com/selina_akh/status/1854182878743253482
ক্লে ব্যবহার করে চমৎকার একটি আলকনন্দা ফুল তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। ফুলটি হলুদ রঙের হয় একদম ফুটে উঠেছে।নিখুঁত ভাবে ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি আলকনন্দা ফুল তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার হাতের কাজ যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ক্লে দিয়ে অলকানন্দা ফুল তৈরি করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এই ফুলগুলো তৈরি করা মোটেও সহজ ছিল না। খুবই সুন্দর হয়েছে আপু।
ক্লে যেহেতু মাটির মতো ব্যবহার করে কাজ করা যায় না, তাই কিছুটা সময় লাগে। কিন্তু ক্লের কাজ করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু।
আপু আপনি খুবই চমৎকার করে ক্লে দিয়ে অলকানন্দা ফুল তৈরি করে শেয়ার করেছেন, দেখে ভালো লাগলো। ক্লে দিয়ে যে কোন ফুল বানালেই,এর সৌন্দর্য যেন অন্যরকম একটা আকর্ষণ তৈরি করে।
ঠিক তাই ক্লে দিয়ে বানানো জিনিসের সৌন্দর্যই অন্য রকম। ধন্যবাদ আপু।
আপু ক্লে দিয়ে অসাধারণ একটা আলকনন্দা ফুল তৈরি করেছেন। সত্যি ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে।কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। ধন্যবাদ আপু চমৎকার একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে ক্লে দিয়ে অলকানন্দা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে যেদিন থেকে আমি ক্লে দিয়ে কাজ শুরু করেছি সেদিন থেকে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার অলকন্দা ফুলের কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ক্লে দিয়ে অলকানন্দা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট বেলায় মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। তাই ক্লে পাওয়ার পর চেস্টা করি বিভিন্ন জিনিস বানাতে। আর বেশ ভালো লাগে ক্লের কাজ করতে। ধন্যবাদ ভাইয়া।
ডাইপ্রজেক্টে ক্লে ব্যবহার করে কি সুন্দর অলকানন্দ ফুল ডিজাইন করলেন আপু। একেবারে নিখুত একটি ফুলের কাজ আপনি আমাদের মধ্যে শেয়ার করলেন। আপনার হাতের কাজ সবদিক থেকে প্রশংসনীয়। আর এমন সুন্দর ফুল তৈরি করলে তো কথাই নেই। সত্যিই দারুণ বানিয়েছেন।
আমি চেস্টা করি এই যা। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।