অরিগ্যামিঃঘাস ফড়িং তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন।আজ ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ ঘাস ফড়িং এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু বিভিন্ন ভাবে ভাঁজ করে অরিগ্যামি তৈরি করা হয় ,তাই ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। সহজ হয় যদি ছবি দেখে বানানোর চেস্টা করা হয়। তাই আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। যাতে বুঝতে সহজ হয়। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপূর্ণ। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়।যদি ভাঁজ ভুল হয় তবে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই অরিগামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ। ঘাস ফড়িং এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক, ঘাস ফড়িং এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
ঘাস ফড়িং তৈরির বিভিন্ন ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিণ কাগজ নিয়েছি ঘাস ফড়িং এর অরিগ্যামি বানানোর জন্য। কাগজটিকে উভয় পাশে কোনাকু্নিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২
কাগজটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নেয়ার পর। আবারও এক পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কোনা অংশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।
ধাপ-৩
ভাঁজ করা কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। আবারও কাগজের দু'পাশের অংশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
ভাঁজ করা কাগজ ছবির মত করে খুলে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার উপরের দিকের কোনা অংশটি ২ সেঃ মিঃ করে ভাঁজ করে নিয়েছি। এবং যে পাশে ভাঁজ করেছি তার উল্টো পাশে কাগজের ভাঁজ করা অংশটি খুলে নিয়েছি ছবির মতো করে।
ধাপ-৬
এবার ঘাস ফড়িং এর লেজ বানানোর জন্য নিজের দিকের পাতার মতো কাগজের অংশটি জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
এবার ছবির মতো করে কাগজটিকে ভাঁজ করে ফড়িং এর মুখের অংশটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
আবারো দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৯
এবার ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে ঘাস ফড়িং এর পাখা বানিয়ে নিয়েছি।
ধাপ-১০
সবশেষ চোখ এঁকে ঘাস ফড়িং এর অরিগ্যামিটি বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকের বানানো ঘাস ফড়িং এর অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ঘাসফুল তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আমাদের। আমি মনে করি একজন আরেকজনকে উৎসাহ প্রদান করতে পারে ঠিক এভাবেই। আজকে আপনার থেকে যতটুক ধারনা পেলাম হয়তো আগামীতে আমি অথবা অন্যজন এই ধারণাকে কেন্দ্র করে আরো সুন্দর ঘাসফড়িং তৈরি করে দেখাতে সক্ষম হবে। আর এভাবেই একজন আরেকজনের সহায়ক নতুন কিছু করার।
ঠিক তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহায়ক হয়ে উঠবো। আর এক সাথে এগিয়ে যাবো। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ঘাসফড়িং এর অরিগামি তৈরি করেছেন। ঘাসফড়িং তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার ছিল। অনেক আগে একবার আমি তৈরি করতে চেষ্টা করেছি তবে পারিনি। যাইহোক আপনি একদম খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
https://x.com/selina_akh/status/1873033519787888719
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ঘাসফড়িং তৈরি করেছেন আপু। ঘাসফড়িংটি দেখতে খুবই চমৎকার লাগছে। ঘাসফড়িং তৈরির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামী পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজের তৈরি ঘাসফড়িং এর অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।সুন্দর এই ঘাসফড়িং অরিগামি পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জি আপু বেশ সময় লেগেছে অরিগ্যামিটি তৈরি করতে। কিন্তু বানানোর পর বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
আপনি সব সময় নতুন নতুন জিনিস তৈরি করে আমাদের সাথে শেয়ার করে থাকেন আপু। আপনার তৈরি করা জিনিসগুলো আমার কাছে বেশ লাগে। আজ আপনি খুব সুন্দর একটি ঘাসফড়িং তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ঘাসফড়িং চমৎকার লাগছে। ঘাসফড়িং তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আমিও শিখে নিলাম ঘাস ফড়িং তৈরি করার পদ্ধতি।
আমার পোস্টগুলো যে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
Daily task