কবিতা -"শীতের রাতে"||~~
স্বরচিত -কবিতা-
সকলকে বিজয় মাসের রক্তিম শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।
অনুভূতির কিছু কথা
শীতের রাত। চারপাশে এক গভীর নীরবতা। কুয়াশার চাদরে ঢেকে থাকা পৃথিবী যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। শীতল হাওয়ায় হাত জমে আসে, কিন্তু মনে হয় যেন হৃদয়ের এক কোণে জমাট বেঁধে থাকা স্মৃতিগুলো উষ্ণ হয়ে উঠছে।
এই রাতগুলোতে এক ধরনের একাকিত্ব আমাকে পেয়ে বসে। জানালার কাচে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো কেমন মলিন চোখের জলের মতো দেখায়। মনে হয়, জীবনের কত অপূর্ণ ইচ্ছা, কত না বলা কথা এভাবেই জমে রয়ে গেছে।
তবুও, শীতের রাতের মাঝে এক অদ্ভুত শান্তি। নক্ষত্রদের দিকে তাকালে মনে হয়, তারা সবাই আমার মতোই নিঃসঙ্গ। দূরে কোথাও যেন কারও আলতো হাসি ভেসে আসে, মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা। মনে পড়ে সেই উষ্ণ হাতের স্পর্শ, যে হাতের মায়া আমাকে একদিন শীতের রাতের শীতলতাকে ভুলিয়ে দিয়েছিল।
তোমার কি মনে হয়, শীতের রাত আমাদের শিখিয়ে দেয় একাকিত্বের সৌন্দর্য? যে রাতগুলোতে আমরা সবচেয়ে বেশি একা, সেগুলোই কি সবচেয়ে গভীর আত্মপ্রকাশের সময় নয়?
তাই, শীতের রাতগুলো আমাকে তাড়া করে না, বরং আমাকে নিজের কাছে নিয়ে আসে। এই গভীরতায়, এই নীরবতায়, আমি খুঁজে পাই আমার হারানো অনুভূতিগুলো। শীতের রাতের ঠান্ডা আমাকে কষ্ট দেয় না, বরং মনে করিয়ে দেয়—আমিও একদিন এমনই এক উষ্ণ আলোর অপেক্ষায় ছিলাম।
শীতের রাত। নিঃসঙ্গ চাঁদটা যেন
একা একা তার জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে।
মৃদু ঠান্ডা বাতাস কেমন মমতাহীনভাবে
দেহের চামড়া কেটে কেটে যাচ্ছে।
দূরে কোনো গাছের ডালে
রাতজাগা পাখির ডাক।
যেন কোনো হারিয়ে যাওয়া
আত্মার চিৎকার।
এই শীতের রাতে ঘুম আসে না।
অতীতের কোনো এক শীতের স্মৃতি
মাথার ভেতর ঘুরপাক খায়।
অন্ধকারে কুয়াশা মেখে পথ চলার
দিনগুলো মনে পড়ে।
শীতের কাঁথার তলায় মায়ের
হাতের উষ্ণতার কথা মনে পড়ে।
মনে হয়, জীবন হয়তো তখনও
এতটা কঠিন ছিল না।
তবুও, শীতের রাত আমাকে টানে।
এই নীরবতার ভেতরে যেন
কত গল্প লুকিয়ে থাকে।
কুয়াশায় ঢেকে থাকা মাঠ, গাছপালা,
মাটির ঘ্রাণ—সব কিছু মিলিয়ে
এক অদ্ভুত অনুভূতি।
শীত যেন জীবনের সেই অধ্যায়,
যেখানে সবকিছু ধীরে ধীরে থেমে যায়।
ব্যস্ততার বাইরে, এক গভীর প্রশান্তির আহ্বান।
তুমি কি কখনো শীতের রাতে
একা চাঁদ দেখেছ?
চাঁদের আলো মাটি ছুঁয়ে গেলে মনে হয়,
পৃথিবীটা কত সুন্দর।
কিন্তু এই সৌন্দর্যের পেছনে
লুকিয়ে থাকা নির্জনতা যেন
বারবার মনে করিয়ে দেয়—
জীবনেও তেমনি কিছু
শীতের রাত আসে, যখন
আমরা একা হই।
তবুও শীতের রাতের গভীরতায়
আমি ডুবে যাই। এই নীরবতা,
এই ঠান্ডা বাতাস, এই দূরের তারাদের
টিমটিমে আলো—
সবকিছু মিলে যেন
এক ধরনের সান্ত্বনা পাই ।
মনে হয়, শীতের রাত
আসলে জীবনের আরেক নাম।
যেখানে একাকিত্বের ভেতর থেকেই
আমরা খুঁজে পাই
আমাদের নিজেদের।
২০ ডিসেম্বর ২০২৪
সময় -- রাত ৮:২০
কবিতা কুটির -নীলফামারী।
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। শীতে অনুভূতি নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হলাম।
আপনার সুন্দর এবং অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে উজ্জীবিত করেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন আপু, মনে হয় শীতের রাত মানে জীবনের আরেক নাম। খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতা আমার কাছে একটি কথা ভাবে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটি ভাষা ভীষণ সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয় কবিতার প্রতিটি লাইন মন ছুঁয়ে যাওয়ার মতো।আপনার লেখা সুন্দর কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শীতের রাতের অনুভূতিগুলো কি দারুন ভাবে ব্যক্ত করেছেন। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।
আমিও গভীরভাবে উপলব্ধি করি শীতের রাত মানে অন্যরকম আরেকটা জীবনের অনুভূতি। শীত এলেই উপলব্ধি করতে পারি দারুণভাবে।
আপনার কবিতাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনি সব সময়ই বেশ সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। আজও শীত কে ঘিরে বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনার শেয়ার করা কবিতা দিয়ে আমাদের কে মুগ্ধ করার জন্য।
আমার কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগে এটা আমার পরম পাওয়া। এবং সার্থকতা তো বটে। শুভকামনা থাকলে আপু সুন্দর মন্তব্যের জন্য।
প্রায়ই গভীর রাতে এমন নিঃসঙ্গতা আমাকেও ঘিরে ধরে। তখন মনের মধ্যে একটা অন্য আমি যেন বের হয়ে আসে। রাতের আকাশের নক্ষত্র এই একাকিত্ব এবং নিঃসঙ্গতার সঙ্গী।দারুন লিখেছেন কবিতা টা আপু। চমৎকার লাগল।
আসলে গভীর রাতে একাকি বিছানায় নানা রকমের কল্পনা গুলো আলপনা আঁকতে থাকে। আর সেই আলপনায় ভাসিয়ে নেয় নানা রকম ভাবনার মাঝে।
শীত মানেই অন্য রকমের অনুভূতি। আর শীতের অনুভূতি গুলো সত্যি আলাদা। আপু আপনাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সেই সাথে কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কবিতা লিখেছেন আপু।
এই ছবিটা আমার অনেক আগের তোলা। তবে আমার কাছেও বেশ ভালো লাগে। শীতের অনুভূতি কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।