BOC✅📸 নাম না জানা পাতা এবং ফুলের ফটোগ্রাফি📸✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রিয় বন্ধুরা আমার আজকে ফটোগ্রাফি পোস্ট এর আয়োজন হচ্ছে পাতা এবং ফুলের ফটোগ্রাফি। ফুলগুলো যদিও বা তেমন একটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিন্তু পাতা গেলেও অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আর ঠিক সে কারণেই আমি ফটোগ্রাফি করেছিলাম যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এই পাতা এবং ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি আমাদের রংপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রংপুর রাজবাড়ী বা রংপুর জাদুঘর থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। এই গাছটির নাম অবশ্য আমার জানা নেই। আপনাদের মধ্যে যদি কারো এই গাছের নাম জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম কাজগুলোকে বাসা বাড়ি এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলোতে লাগানো হয় স্কুলের সামনে। যা অত্যন্ত সুন্দর দেখায়। যাই হোক চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্ট এর ফটোগ্রাফি গুলি দেখানো যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1866462069882757436?t=CrYFY9Uy6qgEiZUlq7Z_kA&s=19