ক্লে জবা ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
শীতের দিনগুলো খুব দ্রুত চলে যায় এবং খুব অলস লাগে।দুপুরের চোখ ভর্তি ঘুম ঘুম ভাব হয় কম্বলের নিচে ঘুমও আসে কিন্তুু ঘুমালে শরীর খুব খারাপ লাগে।আমি দুপুরে প্রতিদিন ঘুমাই না চুপচাপ শুয়ে ফোন ঘাটাঘাটি করি।যতোক্ষণ ফোন আমার চোখের সামনে ততক্ষণ ঘুম আসে না আর চোখের সামন থেকে ফোন সরালেই রাজ্যের ঘুম এসে হাজির হয়।
আজকে শুয়ে শুয়ে ভাবছিলাম ক্লে দিয়ে একটি ফুল বানাবো জবা ফুল।অনেক দিন থেকে বানানো ভাবছিলাম তবে এখন নয় তখন করতে করতে বানানো হয়ে ওঠেনি আর আজকে বানিয়ে ফেলেছি।
তো চলুন দেখা যাক ক্লে দিয়ে কি ভাবে তৈরি করলাম একটি জবা ফুল।
প্রয়োজনীয় উপকরণ
ক্লে |
---|
টুলস |
খাতা |
প্রথম ধাপ
প্রথমে আমি লাল কালারের ক্লে দিয়ে জবা ফুলের পাঁপড়ি বানিছি ছয়টি।
দ্বিতীয় ধাপ
এখন সবুজ ক্লে দিয়ে দুটো জবা ফুলের পাতা বানিয়েছি ও খাতায় বসিয়েছি।
তৃতীয় ধাপ
এখন জবা ফুলের পাপড়ি গুলো একে একে বসিয়ে দিয়েছি।
চতুর্থ ধাপ
এখন টুলস দিয়ে জবা ফুলের পাঁপড়িতে দাগ কেটে নিয়েছি। যেমন টা ফুলের পাঁপড়ি হয়ে থাকে সেম সে রকম করে।
পঞ্চম ধাপ
এখন জবা ফুলের পাতায় আকার দিয়েছি টুলস দিয়ে।
ষষ্ঠ ধাপ
এখন জবা ফুলের কলির বোটা বানিয়েছি সবুজ ক্লে দিয়ে।
সপ্তম ধাপ
এখন ফুলের কলি বানিয়ে নিয়েছি লাল ক্লে দিয়ে।
অষ্টম ধাপ
এখন কলিটি জবা ফলের সাথে লাগিয়েছি ঠিক যেমন করে ফুলের সাথে ফুলের কলি থাকে।
নবম ধাপ
এখন জবা ফুলের মাথায় যে লম্বা আকৃতির কেশর থাকে তা বানিয়েছিও কেশরের মাথাটি কেটে নিয়েছি যেমন ফুলের কেশরের মাথা হয়ে থাকে ঠিক সে রকম করে।
দশম ধাপ
এখন কেশরে হলুদ কালারের ক্লে দিয়ে পরাগায়ন বানিয়ে লাগিয়ে নিয়েছিও লাগিয়ে নিয়েছি।
একাদশ ধাপ
পরাগায়ন বানিয়ে লাগিয়ে দেয়ার মধ্য দিয়ে পুরাপুরি ভাবে জবা ফলটি বানানো শেষ হয়ে গেলো।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের সুন্দর লাল টুকটুকে একটি ক্লে জবা বানানো পদ্ধতি। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ক্লে আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ক্লে দিয়ে অনেকেই যে যার মত দায় পোস্ট তৈরি করে দেখাচ্ছে। এগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আপনি জবা ফুল তৈরি করে দেখিয়ে। এটা কিন্তু বেশ দারুন ছিল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর একটা জবা ফুল তৈরি করেছেন আপনি। আমি আজকে রঙিন কাগজ দিয়ে এরকম একটা জবা তৈরি করেছি। আপনার সাথে অনেকটাই মিলে গেল। ভালো লাগলো আপনার এই তৈরি জবা ফুল দেখে। সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি রঙ্গিন কাগজ দিয়ে জবা অনেক সুন্দর করে বানিয়েছেন দেখেছি মনে হচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সোর্স
ক্লে দিয়ে তৈরি করা জবা ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। অসাধারণ হয়েছে জবা ফুল দেখতে। আর এই কাজটি করতে আপনার অনেকটা সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। সময় নিয়ে কাজ করেছেন আপনি। তাই তো দেখতে বেশি সুন্দর লাগছে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে জবা ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আমার ক্লে দিয়ে জবাটি আপনার ভালো লেগেছে জন্য।
শীতের দিন মানেই অলসতা, কোনো কাজকর্ম করতেই মন চায় না শুধু লেপের ভেতর শুয়ে থাকতে মন চায়।ক্লে দিয়ে জবা দেখতে খুবই চমৎকার লাগছে সত্যিকারের জবার মতো মনে হচ্ছে।অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে লাল টকটকে চমৎকার একটি জবা ফুল তৈরি করেছেন আপু।দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে সুন্দর একটি জবা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
শীতের দিন টা হয়তোবা এমনই দুপুরবেলা কম্বলের মধ্যে শুয়ে থাকতে আসলেই অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মাঝে অনেক বেশি ক্লান্ত লাগে শুয়ে শুয়েই আপনি ক্লে দিয়ে জবা ফুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অবশেষে খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। সত্যি বলতে এটা দেখতে একদম সত্যিকারের জবার মতোই লাগছে দেখে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে জবা ফুল সে তো অনেক কঠিন কাজ।আপনি কঠিন কাজকে সহজ করে দেখালেন আপু। সঙ্গে তৈরির ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। ধৈর্য ও সময় নিয়ে সুন্দর একটি ফুল উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।