Diy পোস্ট - ❣️ " ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছিলাম।তাই আজ শেয়ার করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরিঃ
বন্ধুরা,আজ একটি ওয়ালমেট তৈরি করলাম।ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।এ ধরনের কাজ গুলো করতে সময়ের দরকার হয়।তাই সময় সুযোগ হলেই আমি এ ধরনের ডাই পোস্ট গুলো করে থাকি।আজকের এই ওয়ালমেটটি তৈরি করেছি একটি ফেলে দেয়া ককশিটের উপর।এই ওয়ালমেটটি তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।তাইতো চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করতে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,আগে দেখে নেই এই ওয়ালমপটটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ
২. ককশিট
৩.ক্লে
৪.গ্লু
৫..কেচি
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে ককশিটের উপর কাগজ কেটে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-২
এবার আমি ক্লে দিয়ে গাছের ডাল দিয়ে দিলাম।
ধাপ-৩
এরপর আমি এক এক করে ফুল গুলো তৈরি করে নিলাম।
ধাপ-৪
এরপর ফুল গুলো গ্লু দিয়ে আটকে নিয়ে সবুজ গ্লু দিয়ে পাতা তৈরি করে নিলাম।
ধাপ-৫
এবার পাতা গুলো গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার তৈরি করা ওয়ালমেটটি সম্পূর্ণ ভাবে তৈরি করা শেষ হলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ককশিট,রঙিন কাগজ ও ক্লে দিয়ে তৈরি করাওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ঠিক বলেছেন আপুকে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করলে খুব সুন্দর লাগে। আর ওয়ালমেট আসলেই ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনার ক্লে দিয়ে তৈরি আজকের ওয়ালমেটটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে ছোট ছোট সাদা ফুলগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছে। দারুণ বানিয়েছেন ওয়ালমেট টি।সাদা ফুল গুলোর কারণে দারুণ ফুটে উঠেছে। ধাপে ধাপে ফেলে দেয়া ককশিট ও ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ দিদি।
ফ্লোরাল জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আপনার তৈরি করা আজকের এই ওয়ালমেট টা ভীষণ চমৎকার হয়েছে আপু। সাদা রংয়ের ফুল গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের এই পোস্ট দেখে। এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ফেলে দেয়া জিনিস দিয়ে কোন কিছু বানাতে বেশ ভালো লাগে। ককশিট ও ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার বানানো ওয়ালমেটটি। ধন্যবাদ ওয়ালমেট বানানোর পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।
ধন্যবাদ আপু।
ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে যখন শিল্পকর্ম তৈরি হয় তখন বিষয়টা একেবারে জমে ওঠে। আপনি তেমনি কিছু জিনিস দিয়ে দারুন সুন্দর একটি শিল্পকর্ম তৈরি করে ফেললেন। সব মিলিয়ে দারুণ সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। ক্লে দিয়ে তৈরি জিনিসপত্র দেখতে সবসময় ভালো লাগে। আর তার মধ্যে আপনি এই শিল্পের মাধ্যমে নিজের দক্ষতা ভালোই প্রদর্শন করেছেন।
অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
অসাধারণ একটি আর্ট আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। এভাবে মাঝে মাঝে যদি আর্ট তৈরি করতে পারা যায় তাহলে নিজের মনটাও ভালো থাকে এবং অন্যদের দেখিয়ে উৎসাহতন করা সম্ভব হয়। যাইহোক আপনার এই ক্লে দিয়ে ডাই পোস্ট তৈরি করার কৌশলটা আমার কাছে অনেক ভালো। খুব সুন্দর উপস্থাপনা ছিল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার ক্রিয়েটিভিটি দিন দিন বেড়েই চলেছে। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। ক্লে এবং ককশিট দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন, যা দেখতে অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেষ্টা করছি ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরিতে ফুল গুলো তৈরি করে নেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।