আমার স্বরচিত অনুভূতির কবিতা - ❤️❤️ "রঙিন জীবন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে একটি অনুভূতির কবিতা শেয়ার করবো।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করে থাকি।আপনাদের অনুপ্রেরণায় কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি।কবিতা আবৃত্তি করতে যেমন ভালো লাগে,ঠিক তেমনি কবিতা লিখতেও খুব ভালো লাগে।আজকের কবিতাটি মূলত ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা।
আজকের কবিতার নাম রঙিন জীবন।জীবনটা রঙিন তখন ই হয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে।প্রিয় মানুষটিকে নিয়ে সুখ স্বপ্ন সাজানো গেলেই জীবন সুন্দর ও রঙিন হয়ে উঠে।ভালোবাসার মানুষ কে নিয়ে আমাদের কতোই না স্বপ্ন মনের মাঝে আমরা বুনতে থাকি।যখন সেই স্বপ্ন এসে আমাদের মাঝে ধরা দেয় তখনই আমরা রঙিন সুখে ভাসতে থাকি।রঙিন হয়ে উঠে তখন আমাদের জীবন।সেই রকম কিছু অনুভূতি নিয়ে আমার আজকের এই কবিতাটি লেখা।
আসুন,কবিতাটি আবৃত্তি করি--
কবিতার নাম - " রঙিন জীবন"
লেখা-শিমুল আক্তার
মিটি মিটি তারাগুলো
রাতের আকাশে আলো ছড়ালো
ফুলের মিষ্টি সুগন্ধে মন
মাতোয়ারা হয়ে গেলো।
মন আজ উতলা হলো
শীতল বাতাস শিহরণ জাগালো
আবেগ গুলো ঝরে পরছে
বাতাসের শীতল অনুভবে।
ভালোবাসাময় কাটে রজনী
প্রিয় তোমার অপেক্ষাতে
মনের মাঝে এলে তুমি
আপন করে নিলে কাছে।
দুজনে আজ রবো বসে
তারা ভরা এই আকাশের নীচে
কতো কথা জমেছে মনে
বলবো বসে মনের সুখে।
দুজন রবো শুধু দুজনায়
হাত দুটো ধরে রবো পাশে
মিষ্টি সুখের ভালোবাসা পেয়ে
জীবন হবে রঙিন দুজনার।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
ভালোবাসার মানুষটা পাশে থাকলে জীবনটা এমনিতেই রঙিন হয়ে যায়।আমার কোনো ভালোবাসার মানুষ নাই তাই জীবন এখনো রঙিন হয়নি, ঘুটঘুটে অন্ধকার হিহিহি।যাইহোক আজকে আপনার কবিতা লাইনগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে।সর্বোপরিবার সাধারণ একটি কবিতা লিখেছেন আজকে।
ধন্যবাদ জানাই।জীবন রঙিন হবে অপেক্ষা করেন।😊
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এরকম অনুভুতি মূলক কবিতাগুলো ভীষণ ভালো লাগে। আপনি নিজের মতো করে কবিতা লিখার চেষ্টা করেন। আজকের কবিতাটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। জীবনটা সত্যিই রঙিন তবে একটু গুছিয়ে নিতে হবে এই যা।
ধন্যবাদ আপু চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসার মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক সুন্দর স্বপ্ন থাকে। আসলে প্রিয় মানুষটা পাশে থাকলেই জীবনটা অনেক বেশি রঙিন মনে হয়। আর প্রিয় মানুষটা পাশে না থাকলে জীবন একেবারে বেরঙিন হয়ে যায়। আপনার লেখা রঙিন জীবন কবিতাটি অনেক বেশি সুন্দর হয়েছে। পুরো কবিতার প্রত্যেকটা লাইন ছিল অনেক বেশী সুন্দর।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
রোমান্টিকতার ছোঁয়া পেলাম আপু। এমন তারা ভরা রাতে প্রিয় মানুষ পাশে থাকলে সময়টা উপভোগ করা যায়। দারুণভাবে অনুভূতি ব্যক্ত করেছেন।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
X-promotion
পৃথিবীর সব সুখ তখনই ধরা দেয় যখন প্রিয় মানুষটি পাশে থাকে এবং ভারোবাসা দিয়ে জীবন কে রাঙিয়ে তোলে,আর তখনই জীবন রঙিন হয়ে উঠে।রঙিন জীবন কবিতাটি অসাধারণ হয়েছে আপু।❤️
অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দরভাবে এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেন ভাষাগুলো ছিল অসাধারণ।
সুন্দর মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই।
ওয়াও আপু আপনি আজকে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পরে খুব ভালো লাগলো। ভালোবাসার মানুষের সাথে এরকম সময় কাটাতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।