লাইফ স্টাইল -- 🥰 পবিত্র মাহে রমজানের প্রথম দিন | | আমার বাংলা ব্লগ | |

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা।


পবিত্র মাহে রমজানের প্রথম দিন.jpg

Canva দিয়ে বানানো

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পবিত্র মাহে রমজানের প্রথম দিনঃ



আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু। আমাদের মুসলমানদের জন্য এই মাসটি অনেক বরকত, রহমত ও মাগফিরাতের মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য বলে শেষ করা যাবে না।ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সিয়াম বা রোজা একটি।এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা গরীব দুঃখীদের কষ্ট কিছুটা হলেও অনুধাবন করতে পারি।এসময় সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক ভাল ভাল কাজ ও আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখে। এই মাসে যে কোন ভালো কাজের জন্য দ্বিগুণ সওয়াব পাওয়া যায়।মুসলমান সকল নর-নারী আল্লাহকে খুশি করতে খুব বেশি নিজেদেরকে ভালো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।আর এতেই মঙ্গল নিহিত।

WhatsApp Image 2023-03-24 at 7.12.35 PM.jpeg

পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি কেটে গেল।আর খুব সুন্দরভাবেই কাটল।আশাকরি সকলে পরিবার পরিজন নিয়ে প্রথম রোজা খুব সুন্দরভাবে কাটিয়েছেন।আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই প্রথম রোজা পালন করেছি। আজ একটু বিশেষ আমার জন্য দিনটি। আমার এই ছোট ছেলেটিও আজ রোজা ছিল। এতদিন রোজা রাখবে রাখবে বলতো,আমি বলতাম ছোটরা দিনে দুটো রোজা রাখে।দুপুর ১২ টার সময় খেয়ে আবার সন্ধ্যা পর্যন্ত আর একটি রোজা।যাই হোক কাল রাতে সেহেরি খেতে উঠে যদিও তেমন কিছুই খায়নি।তারপরেও রোজা রাখতে পেরেছে এজন্য মনটা আমার অনেক খুশি আজ। এই ছোট ছোট খুশি আছে বলেই জীবনটা অনেক আনন্দের। এভাবে রাখতে রাখতে ই ওর অভ্যাস তৈরি হবে।আর এর সাথে সাথে ও বুঝতে পারবে পথের ধারে ঘুরে বেড়ানো সেই পথশিশুদের না খেতে পারা কষ্টটুকু। এটা বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারন আমাদের বাচ্চাদের একটি শখের খাবারের টাকা ওই শিশুদের এক বেলা খুব সুন্দরভাবে খাওয়ার টাকার সমান।

WhatsApp Image 2023-03-24 at 7.12.23 PM.jpeg

এই বাচ্চারা কাঁদামাটির মত তাদের যেমন শেখানো হবে তাই তারা মনে রাখবে। আমি ছেলেকে নিয়ে আজ একসাথে নামাজ পড়েছি।আমার ছেলে কুরআন শরীফ নিয়েছে বেশ কিছুদিন হল। আজ প্রথম রমজানে একসাথে বসে কুরআন শরীফ পড়েছি।এটাও খুব ভাল লাগা একটা অনুভূতি। কুরআন শরীফ যদিও পড়া হয় কিন্তু একই সময় একই সাথে পড়া হয় না।আজ শুধুমাত্র রোজা বলেই সম্ভব হল। এরপর আমি আমার ছেলের পছন্দ মত ইফতার বানালাম।তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে চিকেন রোল খুব পছন্দ করে।তাই ওর কথা ভেবে তাও করলাম।বেগুনি আর ডিম চপ খুব পছন্দ করে তাই বানিয়েছিলাম। আশাকরি আপনাদের কাছেও ভাল লাগবে।

WhatsApp Image 2023-03-24 at 8.40.52 PM.jpeg

WhatsApp Image 2023-03-24 at 8.40.34 PM.jpeg

দুপুর পর্যন্ত খুব ভালোই ছিল।কিন্তু দুপুরের পর থেকে বার বার বলছিল," মামনি আর কত সময় ?" আমি বার বার বলছিলাম,এইতো আর একটু সময়। এভাবে বিকেল হয়ে গেলো। ওকে দিয়ে বিভিন্ন আইটেম গুলো টেবিলে রেখে সময়টা পার করার চেষ্টা করছিলাম। সবকিছু বানানো শেষ হলে,ওকে অজু করে টেবিলে বসতে বললাম।

WhatsApp Image 2023-03-24 at 8.41.08 PM.jpeg

WhatsApp Image 2023-03-24 at 8.41.43 PM.jpeg

আমি অজু করে এসে দেখি আমার ছেলে সব খাবার দিয়ে বড় একটি প্লেটে উপুর করে খাবার নিয়েছে।আমিতো হাসতে হাসতে শেষ।কারন আমি জানি এই প্লেটের খাবার এক অংশ ও সে খেতে পারবে না।যাই হোক সে কিন্তু সব খেতেও পারেনি।এভাবেই খুব সুন্দরভাবে প্রথম রোজাটি আমাদের করা হল।আপনারাও খুব সুন্দরভাবে প্রথম রোজাটি পালন করেছেন আশাকরি।

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png


💜 অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।💜


mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5FNFR1oiK5EffVchfQ77rVAnRKP7SuUVtG2A9.png

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdw4Lnnd7vDuUDbageny2q4tcqY67XTENmaNTPL2iTUiPLCqBbQKhHYYaGJV812mqcc8t1YL34YTsyE3RupjMP2C48p5VU82DGjEPjStYmNu3A19ET7VN6.jfif

💚 ধন্যবাদ সবাইকে 💚

Sort:  
 last year 

যাক আলহামদুলিল্লাহ, শুনে বেশ খুশি হলাম আপনার ছেলে আজ প্রথম রোজা রেখেছে।আসলে ছোটরা এই রোজার দিনগুলোতে বায়না ধরে তারাও রোজা রাখবে।কিন্তু পরক্ষণে যখন পারে না ভেঙে ফেলে। কারণ তাদের তো বড়দের মত অভ্যাস নেই।তবে থাকতে থাকতেই তো অভ্যাস হবে।সর্বোপরি আজকের দিনটি তাহলে ভালোই কেটেছে। এটা শুনে ভালো লাগলো যে ছেলের পছন্দমত ইফতার তৈরি করেছেন।এতে সে খুশিও হবে অনেক বেশি।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রমজান মাসে বিকেল বেলা থেকে গৃহিণীদের একদম রান্নাবাড়ি তোরজোর শুরু হয়ে যায়। আসলে রমজানে এরকম বিভিন্ন ধরনের চপ এবং ঠান্ডা জুস আর সাথে ছোলা না হলে বিষয়টা তেমন একটা জমেনা। আপনি বেশ কিছু আয়োজন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। প্রথম রমজান কাটানোর মুহূর্ত শেয়ার করার ধন্যবাদ আপু।

 last year 

এটা ঠিক ই বলেছেন এই রমজান মসে বিকেল থেকে গৃহিনীদের অনেক কাজের চাপ থাকে।তবে কাল আমার ছেলে রোজা রাখতে পেরেছিল, এই প্রথম তার রোজা রাখা।তাতে আমি খুব বেশি আনন্দিত ছিলাম।এই নিয়ে ই আমার প্রথম দিনটি খুব ভাল কেটেছে।আর এই নিয়েই ব্লগটি শেয়ার করেছি।ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার বাচ্চার মত আমার মেয়েও আজ প্রথম রোজা রেখেছে । আপনার ছেলেও আজ প্রথম রোজা রেখেছে জেনে বেশ ভালো লাগলো । যদিও ভোররাতে ও তেমন কিছু খাইনি , বলতে গেলে না খেয়ে রোজা ছিল । তারপরে সারাদিন শুধু সময় গুনেছে । আজকের দিনটা আমার জন্যও বেশ স্পেশাল ছিল । আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 last year 

আলহামদুলিল্লাহ, আপু জেনে খুব ভাল লাগলো আপনার মেয়ে এই প্রথম রোজা রাখতে পেরেছে।দিনটি সত্যি ই অনেক ভাল লাগা ছিল।ধন্যবাদ আপু ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মনে হচ্ছিলো নিজের ছোটবেলার গল্প পড়ছি।আম্মুও ঠিক আপনার মতোই বলতো,দিনে দুইটা রোজা রাখবেন আপনি।
আর পিচ্চির মতো আমিও আম্মুকে বারবার বলতাম,আর কতক্ষন?
জেনে খুব ভালো লাগলো যে,ওকে নিয়ে একসাথে নামাজ পরেছেন এবং কোরান শরীফও পড়েছেন।
বেড়ে উঠুক মানুষের মতো মানুষ হয়ে।দোয়া রইলো।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি কথা বলতে ভীষণ ভালোই কেটেছিল রমজানের প্রথম রোজা। বেশ ভালোই উপভোগ করেছিলাম এই দিনটি। এটা জেনে খুবই খুশি হলাম যে আপনার ছেলে প্রথম রোজা রেখেছে। আসলে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য বলে শেষ করা যাবে না এটা কিন্তু একেবারেই সত্যি বলেছেন। বেশ ভালোই একটা টপিক নিয়ে পোস্ট করেছেন আপনি। সম্পূর্ণ পোস্ট পড়ে অসম্ভব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56