পেন্সিল আর্ট --- 💜 চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য
আসসালামু আলাইকুম
হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।আমি আজ একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্যঃ
বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। এরই ধারাবাহিকতায় আজ আমি একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে এলাম।পেন্সিল আর্ট আমার খুব ভালো লাগে।এটা ঠিক, যে কোন পেইন্টিং কালার করলে অনেক বেশি ভালো লাগে।কিন্তু আমার কাছে পেন্সিল আর্টটাই খুব বেশি ভালো লাগে।তাই আমি সব সময় পেন্সিল আর্ট করেই আপনাদের মাঝে শেয়ার করি। আমি চেষ্টা করছি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করতে।আশাকরি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগে।।চলুন তবে আমি প্রতিটি স্টেপ এঁকে আপনাদের মাঝে তুলে ধরছি।তার আগে আমি এই পেন্সিলে আর্টটি করতে কি কি উপকরন ব্যবহার করেছি সেই উপকরনগুলো তুলে ধরছি।
প্রয়োজনীয় উপকরনঃ
১. কাগজ।
২. স্কেল।
৩.কম্পাস।
৪. পেন্সিল।
৫.রাবার
৬. এক পিস টিস্যু।
৭.সাইন পেন
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিলাম।এরপর বাঁকা করে আরও তিনটি দাগ দিলাম।
ধাপ -- ২
এরপর ছোট দুটো দাগের উপর আর একটা করে দাগ দিয়ে দাগের ভেতর ছোট ছোট ঘর করে নিলাম। আর লম্বা দাগে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।এরপর দুটো দাগে পেন্সিলের শেপ দিয়ে নিলাম।
ধাপ -- ৩
এরপর উপরে একটি ছোট বৃত্ত এঁকে তার চারপাশে পেন্সিলের শেপ দিয়ে দেব।এরপর টিস্যু দিয়ে মিশিয়ে নেব।এবার বৃত্তের ভেতরে পেন্সিলের শেপ দিয়েছি। এবার বাইরের দিকে রাবার দিয়ে হাল্কা মুছে নেব।
ধাপ -- ৪
এরপর পেন্সিল দিয়ে পাশে শেপ করে নেব।
ধাপ -- ৫
এবার উপরে আঁকাবাঁকা দাগ দিয়ে ভরাট করে নেব।
ধাপ -- ৬
এরপর একটি ঘর এঁকে নিলাম।ঘরের একপাশে দুটো গাছ এঁকে নিলাম।গাছে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।
ধাপ -- ৭
এরপর ঘরের অন্যপাশে ছোট একটি ঘর এঁকে নিলাম।এরপর পাশে বড় আর একটি গাছ এঁকে নিলাম।এরপর নিচে পেন্সিলের শেপ দিয়ে দিলাম।
ধাপ -- ৮
আমার আঁকা শেষ হল।আমি নিজের নাম লিখে আঁকা শেষ করলাম।
উপস্থাপনাঃ
ফটোগ্রাফির বিবরন
বিষয় | আর্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার পেন্সিল আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
প্রথমত আপনি অনেক পরিষ্কার ভাবে আঁকার পদ্ধতিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর আপনার আঁকার মাধ্যমে প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
চাঁদের আলোর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য সহকারে চিত্রাংকনটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের হাতের কাজ দেখলে মনে এমনিতেই ভালো হয়ে যায়। নিখুঁত ভাবে পুরো কাজটিকে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপু।
সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি যেকোনো কিছুই অঙ্কন করুন না কেন সেটা আপনার দক্ষতার পরিচয় দেয়। পেন্সিল দিয়ে খুব সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগলো। যেটা আপনার দক্ষতা অভিজ্ঞতা দুটোই বেড়ে গেল অনেক সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ক্যাপশন পড়ে আর্টটা দেখার চেয়ে আমার আগ্রহ বেশি এলো চাঁদের আলোয় আলোয় গানটা শোনার।ইউটিউবে গিয়ে আগে গানটা প্লে করলাম,তারপর কমেন্ট করতে আসলাম।
আর্টটা দারুণ হয়েছে আপু।লাস্টের ইডিটেড অংশটা বেশি ভালো লাগছে।থিমের সাথে মিলে গেছে একদম।
শুভ কামনা রইলো।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
বাহ আপু আপনি খুবই সুন্দর পেন্সিল আর্ট তৈরি করেছেন। আমিও এখন মাঝেমধ্যে পেন্সিল আর্ট তৈরি করে থাকি। পেন্সিল আর্ট যদিও সময় লাগে তারপর তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনি চাঁদের আলোর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
আপু আপনি খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছেও পেন্সিল করতে অনেক ভালো লাগে। চাঁদের আলোর মাঝে প্রকৃতির অপরুপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে ওঠেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আর্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু।
চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পেন্সিল আর্টের মাধ্যমে । রঙিন আর্ট দেখতে যেরকম সুন্দর হয় ঠিক একইভাবে পেন্সিল দিয়ে তৈরিকৃত আর্ট দেখতে অনেক সুন্দর দেখায় । আপনার পেন্সিল আর্টের ধাপ গুলি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
চাঁদের আলোয় প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সত্যি আপু পেন্সিলের আর্ট এমনিতে অনেক ভালো লাগে। তবে এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
জোসনা রাতে চারিপাশের পরিবেশটা খুবই মনমুগ্ধকর লাগে। চাঁদের আলোয় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।