আমার স্বরচিত কবিতা --- 💕 চাঁদ উঠেছে | | আমার বাংলা ব্লগ | |
আসসালামু-আলাইকুম
আমি @shimulakter
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
Canva দিয়ে বানানো
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে এসেছি। সপ্তাহে একটি কবিতা আমি অনেক দিন থেকেই লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা আমি খুঁজে পাই।
@amarbanglablog কমিউনিটিতে না এলে হয়ত নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই করা হত না।এজন্য আমি খুব কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে।সবার অনুপ্রেরনা না পেলে নিজের ভেতর থাকা এই প্রতিভা বের করা খুব কঠিন ছিল।সকলের অনুপ্রেরনায় ও ভালোবাসায় আজ নতুন আর একটি কবিতা নিয়ে হাজির হলাম।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
আমার আজকের লেখা কবিতা চাঁদ উঠেছে।কবিতার নামটি শুনে অবাক লাগছে তাই তো।আপনাদের হয়ত মনে হচ্ছে চাঁদ তো সব সময়ই উঠে,এটা আর নতুন কি ? আসলে চাঁদ সব সময়ই উঠে কিন্তু আমার কবিতার এই চাঁদ কিছুটা ভিন্ন মাত্রা যোগ করেছে।আপনারা সবাই জানেন,মুসলিম উম্মাহ এই চাঁদকে কেন্দ্র করে কত খুশির আমেজ কে ঘিরে রাখে। এই চাঁদকে ঘিরে আমাদের রমজান মাস চলে এলো।আবার এই চাঁদকে আকাশে উঠতে দেখলেই আমাদের ঈদের খুশির জোয়ার বসবে চারিদিকে।এই চাঁদকে নিয়েই তাই আমার আজকের কবিতা।আশাকরি আপনাদের কাছে আমার এই কবিতাটি খুব ভালো লাগবে।সত্যি কথা বলতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন।তবে আর কথা নয় চলুন কবিতাটি পড়ে আসি ---
আনন্দ তাই সবার ঘরে।
রমজান মাস এলো বলে
খুশির ঝলক সবার মুখে।
রহমতের মাস এই রমজানে
মুসলমান সব এক হয়ে
সারি সারি দাঁড়িয়ে সবাই
পড়বে নামাজ তারাবিহ।
রোজা রেখে তাই সবাই
ভালো ভালো কাজ করা চাই।
সওয়াবের আশায় আমরা সবাই
ভালো ভালো কাজ করব বেশি।
বরকতের মাস এই রমজানে
বেশি বেশি দান করলে
সন্তুষ্টি হবে মহান আল্লাহ্
সবার উপর আমাদের।
মাগফিরাতের মাস এই রমজানে
শুদ্ধ করে নিজেকে
দুহাত তুলে মন খুলে
চাইবো ক্ষমা সব ভুলে।
এ মাসের করা ভালো কাজগুলো
করে যাব সব সময়
ভালো মানুষ হবো তবে
মহান আল্লাহ্র দরবারে।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | SamsungA20 |
| লেখা | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
.jpg)




রমজান মাসের চাঁদ নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মাঝে ফুটে উঠেছে এই রমজান মাস আমাদের জন্য কতটা বরকতময়। আর আমরা কিভাবে এই রমজান মাসকে কাজে লাগাবো ।ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
বাহ!চমৎকার লিখেছেন দেখছি❤️।আসলে চিন্তা ভাবনা থাকলে অনেক ছোট কিছু নিয়েও গভীর কিছু লেখা যায়।
তারাবী পড়ে এসেই কমেন্ট করতে বসেছি।সেজন্য একটু বেশিই ভালো লাগলো পড়ে।শুভ কামনা রইলো আপু।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে না আসলে হয়তো নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা কখনো বুঝতে পারতাম না আর কোথাও শেয়ার করার সুযোগও পেতাম না। এখানে সবাই সবার সৃজনশীলতা খুব সুন্দর ভাবে তুলে ধরে দেখে নিজের কাছেও অনেক ভালো লাগে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ।কবিতার নামের সাথে কবিতার প্রতিটি লাইন খুব সুন্দরভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করতে জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
আপু এটা ঠিক বলেছেন যে আমার বাংলা ব্লগ না থাকলে নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই প্রকাশ করতে পারতাম না ৷ সর্বোপরি অনেক সুন্দর কবিতা লিখেছেন চাদঁ কে নিয়ে ৷ ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ককবিতা শেয়ার করার জন্য ৷
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও।
আসলেই তাই,এই জন্য বাংলা ব্লগকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়।
যাইহোক ছন্দের অন্তমিল খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটা পড়তেও বেশ ভালই লাগছে,অনেকটা ছড়ার মত লাগতেছে।
ধন্যবাদ আপনাকে।