পেইন্টিং-গোধূলি বেলার একটি পেইন্টিং||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি সবার মাঝে একটি পেন্টিং পোস্ট নিয়ে হাজির হয়েছি মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম একটি পেইন্টিং করব ছুটির দিন ছাড়া পেইন্টিং করার সময় পাইনা তাই সকাল সকাল পেইন্টিং করেছি আর এখন অবসর সময়ে সেই পেইন্টিং পোস্ট শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা চলুন আমার আজকের পেইন্টিং দেখে নেয়া যাক।
গোধূলি বেলার একটি পেইন্টিং:
Cemera: Oppo-A12.
গোধূলির সৌন্দর্য যত দেখি তত ভালো লাগে গ্রামের বিকেল বেলায় এই সৌন্দর্য বেশি উপভোগ করা যায় গাছের পাতার ফাঁকে যখন গোধূলি সৌন্দর্য দেখা যায় তখন খুবই ভালো লাগে সন্ধ্যার সময় পাখিরা ঘরে ফেরে আর প্রকৃতি নতুন রূপ ধারণ করে গোধূলির সৌন্দর্য খুবই ভালো লাগে আমার বাস্তবে এই দৃশ্যগুলো উপভোগ করতেও ভালো লাগে যখন গ্রামের বাসায় যাই তখন মাঝে মাঝেই সেই দৃশ্যগুলো দেখি আজকে নিজে আর্ট করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি এটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক পেইন্টিং এর ধাপগুলো এবং উপকরণগুলো।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- কার্টিজ পেপার।
- রং।
- তুলি।
ধাপসমূহ:
ধাপ-১:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এই পেইন্টিং করার জন্য প্রথম ধাপে আমি কমলার রং দিয়েছি গারো টকটকে কমলা রং দিয়েছি এরপর কমলা এবং হলুদ রং মিশিয়ে সুন্দর একটি কালার তৈরি করেছি।
ধাপ-২:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার একটি সুন্দর সূর্য আর্ট করেছি হয়তো লাল সূর্য আর্ন করলে ফুটে উঠতে বেশি তবে গোধূলির সূর্য হালকা লাল সাদা মিশ্রণ রেখেছি এবং চারপাশে লাল আবহাওয়া তৈরি করেছি।
ধাপ-৩:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার কিছু গাছের ডাল আর্ট করেছি এখানে আমি নারিকেল গাছের ডাল আর্ট করেছি।
ধাপ-৪:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
নারিকেল গাছের ডালগুলো সুন্দর করে আর্ট করেছি আর প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছি গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে এরকম একটি দৃশ্য আর্ট করেছি।
ধাপ-৫:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
নিচের অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু ডিজাইন করেছি আর অনেকটা বাঁশের বেড়ার মতো করেছি।
ধাপ-৬:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার ছোট ছোট কিছু ঘাস আর্ট করেছি এরপর পাখি আল্ট করেছি গোধূলির সময় পাখিগুলো ঘরে ফিরে যায় সেরকম দৃশ্য আর্ট করেছি।
উপস্থাপন:
গোধূলির দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে আর এই সুন্দর দৃশ্য মনের মত করে যদি আর্ট করা হয় তাহলে সৌন্দর্য অনেক বেড়ে যায় হয়তো দক্ষ আর্টিস্ট এর মতো আর্ট করতে পারিনা তবে মাঝে মাঝে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি আর গোধূলির সৌন্দর্য সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা আমার এই পেইন্টিং কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর মন্তব্য করলে খুবই ভালো লাগবে এবং আবার নতুন কিছু করার উৎসাহ পাব।
🥀ধন্যবাদ সকলকে।🌷
আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।



আপনার মতো আমারও গোধূলির সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে ভাই। আপনি তো দেখছি দারুণ পেইন্টিং করেন। গোধূলি বেলার পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা এককথায় পারফেক্ট হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার মত আপনিও গোধূলির সৌন্দর্য পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাই। কালার কম্বিনেশন সুন্দর করে আর্ট করার চেষ্টা করেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গোধূলি বেলার একটি পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আপনার এই বিকেল বেলা পেইন্টিংটি আমার কাছে অসাধারণ লেগেছে।
গোধূলির অপরূপ সৌন্দর্য পেইন্টিং করেছি ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
গোধূলি বেলার দারুন পেইন্টিং অংকন করেছেন বিশেষ করে শেষ বেলায় পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার পেইন্টিং করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
গোধূলি বেলার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
গোধূলি বেলা দারুন চিত্র এঁকেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে আপনার এই গোধূলি চিত্র। নিজের হাতে এমন আর্ট করতে পারার মধ্যে বেশি গৌরব রয়েছে। কারণ নিজের কোন কিছু পারা সে নিজেরি দক্ষতার বিষয়। অনেক অনেক ভালো লাগলো দেখে।
গোধূলি বেলার সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি। আমার আর্ট আপনার ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম।
আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গোধূলি বেলার একটি পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা পেইন্টিং অসাধারণ হয়েছে আপু।আর আপনি ধারাবাহিকভাবে আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
আমার আর্ট করা দৃশ্য আপনার ভালো লাগে জেনে অনেক আনন্দ পেলাম ভাই। উৎসাহ পেলাম অনেক।
বিকেল বেলার অপরূপ সৌন্দর্যময় গোধূলির দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই পেইন্টিং এর মাধ্যমে। আপনার পেইন্টিং টি দেখে অনেক ভালো লাগলো।
বিকেল বেলার সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। তাই আমি এই পেইন্টিং করেছি ভাই। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি গোধূলি বেলার খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
গোধূলির দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আর প্রকৃতির এই সুন্দর দৃশ্যটি আমি আর্ট করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ।
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গোধূলি বেলার একটি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে সত্যি বেশ অসাধারণ লেগেছে। আসলে একটা ছেলে মানুষের হাতের কাজ কিভাবে এতটা সুন্দর হয় আপনার পোস্ট না দেখলে হয়তো বুঝতাম না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
গোধূলি বেলার চমৎকার দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছি ভাই। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত পেইন্টিং করেছেন আপনি। গোধূলি বেলার একটি পেইন্টিং সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই এতো অসাধারণ পেইন্টিং শেয়ার করার জন্য।
পেইন্টিং এর দৃশ্যটি আপনার কাছে দুর্দান্ত হয়েছে জেনে অনেক আনন্দ পেলাম ভাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ।