sky photography

in CCS2 years ago

IMG20231119130041.jpg

IMG20231119125958.jpg

IMG20231119125952.jpg

আছে মন খারাপের ভিড়ে যখন নীল আকাশটা দেখতে ছিলাম তখন যে কি শান্তি লাগছিল উচ্চতায় আমাকে নিজেকে আবিষ্কার করতে পারতেছিলাম ব্যক্তিগতভাবে আমার সব সময় অনেক আকাশের দিকে তাকাই এবং অনেক কিছু আবিষ্কার করে থাকি বুঝতে পারি আসলে নিজের ভালো লাগা বা ভালো বাসার যে বিষয়গুলো জানেন সুন্দরভাবে গুছিয়ে বা বোঝানোর মত অনেক কিছু থাকে খুব সুন্দর আজকের মোটামুটি একটা রোদের তাপ ছিল রোদের তাপে আকাশ এমন নিতান্ত আকাশের হাসিখুশি খেলাটা খুব সুন্দর ভাবে বোঝ তুমি কি জানো মানুষের মন আকাশের রং একটা প্রবাদ থেকেই গেছে এই প্রভাব থেকে আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি শিখতে পারি শুরু আছে শিশু আছে এই ভালো লাগার জন্য শুরুটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে শেষটাই নাম্বার কম কোন কিছু নেই স্বপ্নগুলো আমার এ স্বপ্নগুলোর ধরাছোঁয়ার বা নিতান্তই কোন কিছুর একটা কথা বা বড় যেটা বিষয় হলো সেটা হলো যে আকাশের রং যেন আজকে খুব সুন্দরভাবে মেলে ধরতেছিল আমাদেরকে আমাদের সবাইকে এক

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.