সরিষা ফুলের সৌন্দর্য
যতদূর চোখের দৃষ্টি গিয়েছিল শুধু হলুদ আর হলুদ আভা দেখতে পাচ্ছিলাম। শীতকালের এই সৌন্দর্য কিন্তু অনেকটাই চোখে লাগার মত ।
তবে দুঃখের বিষয় আশেপাশে এবার তেমনটা সরিষার চাষ হয়নি। এদিকের মানুষজন মূলত ধান আর আলু চাষ নিয়েই ব্যস্ত। তারপরেও খোঁজার চেষ্টা করছিলাম কোথায় সরিষা চাষ হয়েছে।
যেহেতু বিকেল আর সন্ধ্যা বেলার দিকে করে এদিক সেদিক ঘুরে বেড়াই, তাই যেখানে থাকি সেখান থেকে চার কিলোমিটার দূরে এক জমিতে সরিষার চাষ হয়েছে এ তথ্য পেয়েছিলাম।
তথ্য নিশ্চিত করার জন্যই সশরীরে সেখানে গিয়ে উপস্থিত, মুহূর্তেই যেন মৃদু প্রশান্তি ভিতরে বয়ে গেল। ছুটে গিয়েছিলাম সরিষার জমির কাছাকাছি, ভীষণ সতর্ক ছিলাম যাতে কোন অবস্থাতেই ফসল নষ্ট না হয়।
সবেমাত্র ফুলগুলো ফুটতে শুরু করেছে, সেটাই যেন অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে। আলতো করে ফুলগুলোর উপর দিয়ে হাত ছুঁয়ে দিলাম। উষ্ণ পবিত্রতা যেন আমাকে আলিঙ্গন করেছিল।
কবি হলে না হয়, দু-চার কথা ছন্দের তালে লিখে ফেলতাম। যেহেতু টুকটাক লেখালেখি চর্চা করি, তাই মুঠোফোনটা বের করে নিজের মত করেই ছবি তুলে নিয়েছিলাম হয়তো অনুভূতি লিখব বলে।
যদি খুব মন খারাপ থাকে, এমন সৌন্দর্য স্বচক্ষে দেখার চেষ্টা করুন, চেষ্টা করুন এই সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, দেখবেন মনে লেগে থাকা বিষাদ মুহূর্তেই মুছে গিয়েছে।
ডিভাইসঃ Samsung Galaxy S10
লোকেশনঃ মধুপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সরষে ফুল এত পছন্দের যে এক সময় ছিল তবেই সরষে বীজ ছড়িয়ে দিতাম আর ফুল হত। শহরের ইট কাঠ পাথরের মধ্যে এমন দিগন্ত বিস্তৃত সরষে খেত যে কতকাল দেখিনি। বেশ উপভোগ করলাম আপনার তোলা ছবিগুলো।
ভার্চুয়ালি আপনাকে দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগলো আপনার মতামত।
ঠিক বলেছেন ভাইয়া, শীতের এই সৌন্দর্য টা আসলেই চোখে লাগার মত। মাঠ জোরে সরিষা ফুল এক অনন্য রুপ বহন করে। আপনি মাঠে খুব একটা সরিষা ফুল দেখতে পাননি তারপরে খুঁজে খুঁজে পেয়েছেন। সরিষা ফুলের সৌন্দর্য দেখার মত। আমিও এবার সরিষা ফুলে ঘুরতে গিয়েছিলাম সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। সরিষা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।
চেষ্টা করেছি আপু আমার নিজের মত করে পোস্টটা উপস্থাপন করার জন্য । ধন্যবাদ আপনাকে।
এরকম মুহুর্ত গুলো আসলেই আমাদের মনের বিষাদময় মুহুর্ত গুলোকে দূরে সরিয়ে প্রশান্তির ছায়া এনে দেয়।মনের প্রশান্তির জন্যে বাসা থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন সরিষা ক্ষেতে।সরিষা ক্ষেতের মধ্যে সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন,পোস্ট পড়েই বোঝা যাচ্ছে।সেই অনুভূতির একাংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
একদম ভাই, সব বিষাদ মুছে গিয়েছিল।
সরিষা ফুলের সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেয়। আর শীতের সময় এই ফুল গুলো অনেক দেখতে পাওয়া যায়। তবে এবার এখনো সরিষা ফুল দেখতে যায়নি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
সুযোগ পেলে ঘুরে আসুন আপু ভালো লাগবে।
আসলে সরিষা ফুলের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। আমার তো সরিষা ক্ষেতে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এক নিমিষেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও সেদিন সেখানটাতে দারুণ সময় কাটিয়েছিলাম ভাই।