পড়ন্ত বেলায় পরিবার নিয়ে ঘোরাঘুরি
যেহেতু টানা দুই তিন দিন কাজের চাপ কিছুটা বেশি ছিল, তাই সেভাবে বাড়ির বাহিরে যাওয়া হয়নি। গতকাল গিয়েছিলাম পরিবারকে সঙ্গে করে নিয়ে আশেপাশে ঘুরতে। প্রতিবারই ভ্যানে চড়ে ঘুরি, তবে এবার একটু আলাদা। যেহেতু সদ্য মোটরবাইক চালানো শিখেছি, তাই দোলন ভাইয়ের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম।
মোটরবাইক চালানো সাধারণভাবে শেখা যতটা সহজ, তারথেকেও বেশি কঠিন মোটর বাইক চালানো পরিপক্ক ভবে শেখা। যেহেতু গ্রামের আশেপাশেই গিয়েছিলাম, তাই পরিবারকে সঙ্গে নিয়েছিলাম আর গতি ছিল সর্বোচ্চ ৩০।
এমনিতেই এলাকায় বেশ ভালই ঠান্ডা পড়েছে, তাই মোটামুটি সবাই শীতের কাপড় পড়ে নিয়েছিলাম। আগে যে জায়গাগুলোতে বছরের এতোটা সময় ধান চাষ হয়েছে, এখন সেখানে নতুন করে জমি প্রস্তুত করা হচ্ছে আলু চাষ করার জন্য।
এদিকের জমিগুলো বেশ ভালই উর্বর , বছরের প্রতিটা সময়েই ফসল ফলানো হয়ে থাকে । গ্রামীণ পাকা রাস্তা দিয়ে যখন আশেপাশে ঘুরছিলাম, তখন কৃষকদের কাজকর্ম চোখে পড়ছিল। তারা বেশ ভালোই পরিশ্রম করছিল যে যার জমিতে।
পড়ন্ত বেলায় ধীরগতিতে মোটরবাইক চালাচ্ছিলাম আর গিন্নির সঙ্গে ফিসফিসিয়ে গল্প করছিলাম। বলছিলাম, জীবনে বেঁচে থাকতে গেলে কি খুব বেশি কিছুর দরকার আছে । আমার তো মনে হয়, এই সুবিশাল আকাশের নিচে মাথা গোঁজার ঠাঁই হলেই যথেষ্ট। তাছাড়া মাঝেমাঝে এমন ঘোরাঘুরি হলে, সেটা হবে বাড়তি পাওনা।
বুঝলে হীরা, আর যাইহোক আমার হয়তো ৩২০০ কিংবা ৩৬০০ স্কয়ার ফিটের সুবিশাল ফ্ল্যাট নেই, নেই রঙিন কাঁচে ঘেরা বাক্সেবন্দী মোটরযান । তবে তোমাকে ভালোবাসার জন্য আমার যে অন্তর আছে, তা হয়তো আর কারো নেই।
সব মিলিয়ে গতকালকের সময়টা বেশ দারুণ উপভোগ করেছি আমরা সকলে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্ৰামীন পরিবেশের মাঝে জীবন যাপন করার মতো আনন্দ পৃথিবীর আর কোথাও নেই। আপনি বিকাল বেলা আপনার পরিবার কে সাথে নিয়ে ঘোরাঘুরি করছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর গ্ৰামীন পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আমার কাছে।আর যদি গ্ৰামীন পরিবেশের মাঝে বাইক নিয়ে ঘোরাঘুরি করা যায়, তাহলে অনেক বেশি মজা পাওয়া যায়। আপনি বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন।
এটা সত্য সেদিন গ্রামীণ প্রকৃতির মাঝে বেশ ভালই সময় কাটিয়েছিলাম।
বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। সত্যি ভাইয়া প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেই।আর ফ্ল্যাট থাকলে সেখানে হয়তো ভালোবাসা থাকে না। তবে মনের মতো মানুষ থাকলে সব গাছতলাতে ও শান্তি থাকে। বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
সত্যি ই ভাইয়া ভালো থাকার জন্য বেশী কিছুর দরকার হয় না।শুধু দুজন দুজনকে বুঝতে পারলেই হয়।আপনারা সবাই খুব আনন্দে সময় অতিবাহিত করেছেন তা ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারলাম। অনেক ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া শেয়ার করার জন্য।
আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।
মনের সুখ প্রকৃত সুখ। প্রচুর ধনসম্পত্তির মাঝেও অনেক সময় সুখ খুঁজে পাওয়া যায় না। সুখ যদি থাকে মাথা গুজার একটি ঠাঁই থাকাও অনেক কিছু।বিকালবেলা পরিবারকে নিয়ে বেশ সুন্দর সময় পার করেছেন দেখে অনেক ভালো লাগলো। শায়ান বাবুকে অনেক কিউট লাগছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা সত্য গতকাল বেশ ভালই সময় কাটিয়েছে, তাছাড়া শায়ান বেশ ভালোই খুশি হয়েছিল।
ভাই বেঁচে থাকতে হলে আসলেই খুব বেশি কিছু লাগে না। মনের মতো লাইফ পার্টনার পেলেই হয়। পরিবার সহ বাইক দিয়ে ঘুরাঘুরি করেছেন, দেখে খুব ভালো লাগলো। নতুন অবস্থায় এমন ধীরগতিতে বাইক চালিয়েছেন,এটা খুব ভালো হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দারুণ বলেছেন ভাই।
জীবনে বেঁচে থাকতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না একটা ভালো মনই যথেষ্ট। পড়ন্ত বিকেলে ঘুরতে খুবই ভালো লাগে আর সেটা যদি প্রিয় মানুষের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। দারুন সময় উপভোগ করেছেন ভাইয়া বোঝাই যাচ্ছে।
ভালো লাগলো আপনার কথাটা।
যেহেতু সদ্য বাইক চালানো শিখেছেন আরেকটু ভালোভাবে না শিখে বাইক নিয়ে ঘুরতে বের হওয়া আপনার উচিত হয় নাই। তার উপর আপনার ছেলে এবং বউ ছিল। একটা দূর্ঘটনা ঘটতেই পারত।
আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগছে। দারুণ বলেছেন ভাই।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মতামত দেওয়ার জন্য। আমাকে সতর্ক করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাইয়া আপনি মোটরসাইকেল চালানো শিখেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আশা করছি সময়ের সাথে সাথে আরো বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন। গ্রামের পথঘাট আর সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।