উৎস ভাইয়ের জন্মদিন

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু খুশির মুহুর্ত।

IMG_20240826_190803.jpg

এই পৃথিবীরে সম্পর্ক তিনধরনের; রক্তের, আত্মার আর প্রয়োজনের।রক্তের সম্পর্ক আমরা পাই জন্মসূত্রে,আত্মার সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন বিপদে আপদে,সুসময়ে পাশে থাকার মাধ্যমে।আর প্রয়োজনের সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন প্রয়োজনে।এই সম্পর্ক শুধু প্রয়োজনীয়তার মাঝেই সীমাবদ্ধ।

উৎসদের সাথে আমাদের সম্পর্ক আত্মিক সম্পর্ক। উৎসরা আমাদের বাসার পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠে।তখন উৎস মনে হয় ক্লাস থ্রি বা ফোরে পড়ত।এরপর আস্তে আস্তে অনেক ভাল বন্ড গড়ে ওঠে আমাদের ফ্যামিলির মাঝে। এই বন্ধন আস্তে আস্তে দৃঢ় হয় ভাল সময়, খারাপ সময়ে পাশে থাকার কারনে।

IMG_20240826_191012.jpg

আজ ছিল উৎসর জন্মদিন। গতকালই নিমন্ত্রণ করেছিল উৎস। নিমন্ত্রণ আজ সন্ধ্যায়৷ আপনারা জানেন আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী,তবে এটি ক্যালেন্ডার হিসেবে।আমাদের ধর্মীয় উৎসব গুলো সাধারণ পঞ্জিকা অনুসারে পালিত হয়।পঞ্জিকা অনুসারে জন্মাষ্টমী আগামী কাল।

সকল ধর্মীয় অনুষ্ঠানের আগের দিন নিরামিষ খেতে হয়। তাই একটু সমস্যা, কারন জন্মদিনে কেক কাটা যাবে না।কিন্তু কেক কাটা যাবে না বলে কি জন্মদিন আটকে থাকে? সন্ধ্যায় আমি আর বিন্দু রওনা দিলাম উৎসদের বাড়ি।অবশ্য গিফট কেনার কথা ভুলি নি।তবে গিফট কেনার সময় হয় এক মজার ঘটনা।আমরা খুব তারাহুরা করছিলাম, আর দোকানদার ঠিক ততটাই ঢিলেমি করছিল।বেচারা না পারছিল ঠিকভাবে প্যাকিং করতে না পারছিল র‍্যাপিং করতে।

IMG_20240826_191118.jpg

যাই হোক অনেক কসরত এর পর তিনি হাল ছেড়ে দিলেন,তখন অন্য দোকান থেকে র‍্যাপিং করে নিয়ে উৎসদের বাসায় গিয়ে হাজির হলাম।যদিও রাত বারোটাতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি,তারপরেও আবার শুভেচ্ছা জানালাম। এরপর চলল আড্ডা। উৎসর মা,অর্থাৎ মিতা কাকি খুবই মজার এবং খোলা মনের মানুষ।তাই কাকির সাথে বসে আমরা আড্ডা দিতে পারি।

বেশ খানিকক্ষণ আড্ডার পর কাকি বলল এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তাই অগত্যা খেতে বসলাম।খেতে বসে দেখি এলাহী আয়োজন। নিরামিষ পোলাও, সবজী,বুটের ডাল,লুচি পায়েস। তবে কেক নেই তো কি হয়েছে উৎসকে বললাম ভাই পায়েস টাই দুভাগ কর।হাহাহা। উৎস চামচ দিয়ে পায়েস দুভাগ করল আর আমরা হ্যাপি বার্থডে গাইতে লাগলাম।

IMG_20240826_190728.jpg

এরপর উৎসকে কাকি পায়েস খাইয়ে দিল, তারপর আবার উৎস খাইয়ে দিল। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। সবাই একসাথে খেতে বসলাম।খেতে বসেও বেশ মজা হল। খাওয়াদাওয়া শেষে আবার খানিকক্ষণ আড্ডা।তারপর আগামীকালের পুজার নিমন্ত্রণ করে আমি আর বিন্দু বাসায় চলে আসলাম।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

উৎস ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। এসব আনন্দঘন মুহূর্ত গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 6 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।