HPV টিকা ক্যাম্পেইন
HPV শব্দের অর্থ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অনেকেই হয়ত ভাইরাসটির নাম শুনেছেন,আবার অনেকে শোনেন নি। যারা শোনেন নি তাদের জন্য বলি HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মেয়েদের জরায়ু ক্যান্সার এর জন্য দায়ী।এই ভাইরাসের সংক্রামনের ফলেই মেয়েদের জরায়ু ক্যান্সার হয়।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অনেক ভাবে ছড়ায় তার মাঝে কম বয়সে বিবাহ,পার্সোনাল হাইজিন এর স্বল্পতা।আর বাংলাদেশে এই দুইটাই বেশ বেশি পরিমানে হয় তাই বাংলাদেশে ও সমগ্র বিশ্বে বর্তমানে জরায়ু ক্যান্সার নীরবে মহামারি রূপ ধারন করতেছে।এই নীরব মহামারি আটকানোর জন্য জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনিসেফ থেকে ফ্রিতে বাচ্চাদের মাঝে টিকা বিতরনের সিদ্ধান্ত নিয়েছে।
টিকা দেওয়া হচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে।এখনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,আমি তো কোন স্বাস্থ্যকর্মী নই তাইলে এই টিকার প্রোগ্রামে আমার কাজ কি? আমি আসলে স্বেচ্ছাসেবক। প্রতিটি টিকা ক্যাম্পেইনে একজন স্বাস্থ্যকর্মীর সাথে তিনজন স্বেচ্ছাসেবী থাকেন। আমিও তার মাঝে একজন।
আজ আমাদের ক্যাম্পেইন ছিল ফাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই টিকা প্রাইমারি ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক ক্লাস নাইন পর্যন্ত দেওয়া হচ্ছে অফিশিয়ালি।ক্যাম্পেইন শুরু হবে সকাল দশটা থেকে। আমরা ৯.৩০ এর মাঝে পৌছেই সব ঠিক করে নিলাম,এরপর উপজেলা নির্বাহী অফিসার এসে আমাদের টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন করে দিলেন।
এরপর আমরা এক এক করে টিকাদান শুরু করলাম।টিকা মেইনলি দিচ্ছিল স্বাস্থ্যকর্মী (সম্পর্কে আমার আন্টি) রেশমা আন্টি।আমার কাজ ছিল কিউআর কোড স্ক্যান করে ট্যালি খাতায় ট্যালি দেওয়া। বেশ মজাই লাগে এই কাজ গুলো করতে। আমরা প্রথমে ভেবেছিলাম ইঞ্জেকশন দিতে বাচ্চারা কান্নাকাটি করবে,কিন্তু অবাক হয়ে দেখলাম বাচ্চারা বেশ সাহসী। তারা কোন গোলমাল ছাড়াই সুশৃঙ্খল ভাবে টিকা দিয়ে গেল।
আন্টির দক্ষতা আর বাচ্চাদের সুশৃঙ্খলতার কারনে খুব জলদিই টিকা দান শেষ হল।এরপর প্রাইমারি থেকে গেলাম ফাসিতলা কিন্ডারগার্টেন স্কুলে। সেখানে বেশি স্টুডেন্ট ছিল না। যে কয়জন ছিল তারাও বেশ সাহসী। কোন কান্নাকাটি করে নি।ফলে প্রথম দিন ঝামেলা মুক্তভাবেই আমরা ক্যাম্পেইন শেষ করলাম।
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Twitter link
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাচ্চাদের জন্য এই টীকা দান কর্মসূচিতে আপনি নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করেছেন দেখে ভালো লাগলো ভাই। আপনি যে একজন সমাজসেবী মানুষ তার পরিচয় আমি আগেও পেয়েছি। সমাজে এই কাজগুলো ভীষণ প্রয়োজন। এই বিপন্ন সমাজে আমরা যদি শিশুদের জন্য এইটুকু এগিয়ে না আসি তবে যে নিজেদের বড় স্বার্থপর প্রতিপন্ন করব। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ দাদা। চেষ্টা করি প্রতিনিয়ত সমাজের উপকারে লাগার।