Better Life with Steem|| The Diary Game||27 December 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
কাল রাতে বেশ অনেক দেরি করে ঘুমিয়েছি তাই সকাল বেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। ১১:৩০ এর দিকে ঘুম ভাঙ্গে আমার তারপর বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের সামনে রোদে গিয়ে বসি। তারপর আম্মু আমাকে সেখানেই নাস্তায় এনে দেয়। সেই নাস্তা রোদের মধ্যে বসে বসে খেতে আমার বেশ ভালো লাগলো।
নাস্তা খাওয়া শেষ করেন রুমে গিয়ে ফোন নিয়ে বাইরের দিকে বের হয়। বাড়ির দিকে বেরিয়ে রাস্তায় কি সুন্দর হাঁটার পরেই আমার মামাতো ভাইয়ের সাথে দেখা হয়। সে আমাকে দেখে আমার কোলে চলে আসলো। তো তারপর তাকে নিয়ে এদিক-ওদিক হাঁটতে হাঁটতে আমি দোকানের দিকে চলে যাই।কিছু মজা কিনে দেই আমার ছোট ভাইকে। তারপর আবারো সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। তারপর তাকে নানাবাড়ি দিয়ে এসে আমি আমার বাড়ি চলে যাই।
ঘরে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরই আযান দিয়ে দেয়। শুক্রবার হলে অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দেয় এটা তো সবাই জানে। তারপর আযান শুনে আমি গোসল করতে বেরিয়ে পড়ি। আজকে আর গোসল করতে অন্য কোথাও গেলাম না। খুব সুন্দরভাবে বাড়ির সামনে খালের পানিতে গোসল করে নেই। তারপর ঘরে গিয়ে পাঞ্জাবি করে মসজিদে যাওয়ার জন্য রওনা হয়।
মসজিদের সামনে গিয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। তারপর মসজিদের মধ্যে মুসল্লী গন্ধের সাথে বসে পড়ি। সেখানে বসে বসে সবার সাথে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকে। বেশ ভালো লাগে এভাবে সবার সাথে সবার একটা দিন কাটাতে। সবাই একসাথে সালাত আদায় করতে পেরেও অনেক ভালো লাগে। তো সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকি ঘরের মধ্যে তারপর খাওয়া দাওয়া করতে ডাক দেয় আম্মু। খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর বাইরের দিকে বের হই। বাইরের দিকে বেরিয়ে দোকানের দিকে গিয়ে দেখতে পাই আমার এক বন্ধু সেখানে আগে থেকেই বসে আছে। তারপর সেখানে বসে দুজনে একটু রং চা পান করি।
তারপর দুজনে এদিক ওদিক হাটাহাটি করি বেশ অনেকটা সময়। হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা দূরে চলে যাই। দুজনের পাও ব্যথা করে হাঁটতে হাঁটতে আজ। কারণ কালকে অনুষ্ঠানে অনেক লাফালাফি করেছি তাই পা একটু ব্যথা করতেছিল। তারপর সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা একটা গাড়িতে করে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। তারপর যে যার বাড়ির দিকে চলে যাই আমরা।
তো বাসায় গিয়ে দেখতে পাই আব্বু ওয়াইফাই লাইন দেওয়ার জন্য জায়গা করতেছে। তারপর আব্বুর সাথে সেই কাজে সাহায্য করি। অনেকটা সময় লাগে তারপরও খুব সুন্দর ভাবে কাজটা সম্পূর্ণ হয়। তারপর আমি আমার রুমে চলে যাই। রুমে কি কিছুক্ষণ বসে থাকি ফোন নিয়ে।
তারপর বেশ অনেকটা সময় পরে রুম থেকে বেরিয়ে এক কাপ কফি তৈরি করি। সাথে একটা বিস্কিট নেই খেতে। খুব সুন্দরভাবে কফি ও বিস্কুট খেয়ে আবারো রুমের মধ্যে গিয়ে বসি। বেশ অনেকটা সময় ফোন নিয়ে অনলাইনে সবার সাথে কথাবার্তা বলি।
বেশ অনেকটা সময় পরে ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাড নিয়ে বাহিরে বের হই। অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাডমিন্টন মাঠে গিয়ে পৌঁছায়। মাঠে গিয়ে দেখতে পাই সবেমাত্র বাল্ব জ্বালানো হচ্ছে। তারপর সবার সাথে হাতে হাতে মাঠের বাল্ব ও নেট টানিয়ে নেই। তারপর সবার সাথে বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলি। আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল তাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ি ঘুমানোর জন্য।
আপনার মামাতো ভাইটা অনেক কিউট ছিল। এমনিতে আমি বাচ্চাদের অনেক পছন্দ করি। আপনার আগের পোস্টে আমি পড়েছিলাম আপনি পিকনিক করেছেন। পিকনিকে অনেক লাফালাফি করলে তো পা ব্যথা করবেই ভাই। যাই হোক অনেক মজাই করেছিলেন সেই দিন, আপনার পোস্ট পড়ে আরো একটা বিষয় জানতে পারলাম। আপনাদের ঘরে ওয়াইফাই নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই।
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার দিনের গল্প পড়ে বেশ ভালো লাগলো। সহজ-সরল জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার বিষয়টি সত্যিই প্রশংসনীয়। প্রার্থনা, পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং শারীরিক কার্যকলাপের মধ্য দিয়ে দিনটি সুন্দরভাবে কেটেছে আপনার।
আলহামদুলিল্লাহ, এভাবেই শান্তি এবং আনন্দে দিন কাটুক, এই দোয়া করি। শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
রাতে ঘুমাতে দেরি হলে সকালেও ঘুম থেকে উঠতে দেরি হয় আর বর্তমান শীতের দিন এমনি সকাল উঠতে দেরি হয়ে যায়।। মামাতো ভাই এবং আপনাকে দুজনকেই অনেক কিউট লাগছে।।। বর্তমান সময়ে ওয়াইফাই ছাড়া যেন একটুও চলে যায় না অতিরিক্ত এমবির দাম হয় সবাই ওয়াইফাই ইউজ করে।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বর্তমান সময়ে ওয়াইফাই আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট না থাকলে মনে হয় আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যায় তাই আপনারা আব্বু আপনাদের বাসায় ওয়াইফাই এর লাইন দেয়ার জন্য জায়গা ঠিক করে নিয়েছে জুমার দিন আমাদের সকল মুসলমানের জন্য খুবই পবিত্র একটা দিন এই দিনটাকে আমরা একটু অন্যরকম ভাবেই পরিচালনা করার চেষ্টা করি যেটা আপনি নিজেও করেছেন ধন্যবাদ একটা দিনের কার্যক্রমে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।