মেমারি মাছ বাজার থেকে তোলা কিছু মাছের ফোটোগ্রাফি

in Beauty of Creativity9 days ago

হ্যালো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে কিছু মাছের ফোটোগ্রাফি শেয়ার করবো। ফোটোগ্রাফিগুলি সাধারণ হলেও মাছ গুলি অসাধারণ স্বাদের।এই মাছগুলি খুবই সুস্বাদু এবং খেতেও বেশ মজার। ভীষণ জনপ্রিয় মাছ আমি নিজেও খেতে খুব পছন্দ করি। আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অতি পরিচিত মাছের ছবি গুলি দেখে। এখন আমি শেয়ার করছি।

পমফ্রেট মাছ

IMG_20241115_103006.jpg

পমফ্রেট মাছ খুবই জনপ্রিয় সামুদ্রিক মাছ। এই মাছের স্বাদ ও অনেক বেশি এবং মাছের বাজারে এই পমফ্রেট মাছের চাহিদাও অনেক বেশি থাকে। বেশ দামি মাছের মধ্যেও পড়ে এই মাছ। এই মাছ আমাদের স্বাস্থ্যর জন্যও অনেক উপকারী। এই মাছের ভুনা এবং বিশেষ করে ভাজি খেতে বেশ সুস্বাদু লাগে।

ইলিশ মাছ

IMG_20241115_103019.jpg

ইলিশ মাছ সারা বিশ্ব বাজারে এই মাছের চাহিদা অনেক। এই মাছের স্বাদের কথা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। ইলিশ মাছ বাঙালি জাতির আবেগ বলা চলে। এই মাছ ভীষণ সুস্বাদু এবং ভীষণ পরিচিত মাছ। অনেক দামি একটা স্বাদের মাছ। আমার সবচেয়ে পছন্দের মাছের মধ্যে অন্যতম। আশা করি আপনারা এই মাছ খুব পছন্দ করেন।

চিংড়ি মাছ

IMG_20241115_103103.jpg

যেকোনো তরকারির স্বাদ বাড়াতে চিংড়ি মাছের জুড়ি মেলা ভার। সত্যি অনেক টেস্টি একটি মাছ। সত্যি আমরা অনেক বেশি পছন্দের একটি মাছ চিংড়ি মাছ। আশা করি সবাই এই মাছগুলি চেনেন এবং সবাই এই মাছ উপভোগ করেন।

সামুদ্রিক মলা মাছ

IMG_20241115_103042.jpg

দেশি মলা মাছ সারা বিশ্ব বাজারে বিরাট চাহিদার সাথে সাথে অনেক বেশি দামি একটি মাছ। তবে সামদ্রিক মলা মাছের দাম কম হলেও বাজারে চাহিদা আছে। আমরা বাঙ্গালীরা অনেক অল্প টাকায় এই মাছ কিনতে পারি। এই মাছ ভাজি খেতে বেশি স্বাদ লাগে।

ইলিশে খয়রা

IMG_20241115_103124.jpg

ইলিশে খয়রা ইলিশের এর এক ছোট প্রজাতির মাছ। অনেক কম দামে আমরা এই মাছ পাই। এই মাছও খেতে বেশি স্বাদের। ইলিশ মাছের মতো না লাগলেও কিছুটা ইলিশের গন্ধ পাওয়া যাই। প্রচুর কাঁটা এই মাছে থাকলেও খেতে বেশ মজার।

সামুদ্রিক টুনা মাছ

IMG_20241115_103112.jpg

টুনা মাছ খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। এই মাছ আকারে বেশ বড় হয়ে থাকে। আমরা প্রতিটি সামদ্রিক মাছ থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়ে থাকি। আপনারা সবাই এই মাছগুলির স্বাদ পুনরায় নিবেন এবং আজকে আপনারা আমার তোলা মাছের সাধারণ কিছু ফোটোগ্রাফি উপভোগ করবেন এবং আমি বেশ উপভোগ করেছিলাম যখন মাছ বাজার পরিদর্শন করেছিলাম। এই প্রতিটি ছবি মেমারির মাছ বাজার থেকে তোলা ছবি। আশা করি সবার অনেক ভালো লাগবে।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 9 days ago 

এভাবেই একটু একটু করে আপনার ফটোগ্রাফি আরো ভালোলাগে দেখতে। যতদিন যাচ্ছে ততই আপনার ফটোগ্রাফি দেখার চেষ্টা করি। এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।