Important Announcement !!!

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামু আলাইকুম

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuznJTqKWwy5J6NgMM8QkbRYYtXWMq6DrBQ7MkCSR4wmvjo5YJqZjxs8nrXQgoJFjEmCMevvzo7oetKQPEikaDM8sCjSVFatU79YupS.jpeg

image.png

কমিউনিটির সবার উদ্দেশ্যে কিছু কথা-

আমাদের কমিউনিটি এনাউন্সমেন্টে উল্লেখ আছে যে, বুমিং সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে আমাদের কমিউনিটিতে সপ্তাহে অন্তত ৩-৪ টা পোস্ট করতে হবে। কিন্তু ৩-৪ টা পোস্ট করলে আপনি কয়টা সাপোর্ট পাবেন কিংবা আপনাকে সাপোর্ট দেয়া হবে কিংবা কতদিন পর সাপোর্ট পাবেন- এরকম প্রতিশ্রুতি দেয়া হয় নি। আপনি দেরিতে কিংবা শুরুতেও সাপোর্ট পেতে পারেন, কম কিংবা বেশি সাপোর্ট পেতে পারেন, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা আপনাকে এখানে পোস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আপনাকে গাইড করেছি, যাতে আপনি এই প্ল্যাটফর্ম এর রুলসগুলো মেনে সঠিকভাবে কাজ করতে পারেন, আমরা কিন্তু আপনাকে কোনো প্রতিশ্রুতি দেই নেই যে আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট পাবেনই। যেখানে নিজেই আত্ননির্ভরশীল না সেখানে অন্য কাউকে কোনো কিছুর নিশ্চয়তা দিতে যাবো কোন দুঃখে। তাই সাপোর্ট এর প্রতিশ্রুতি আমাদের পক্ষে দেয়া সম্ভব না।

এটা শুধু একটা রুলস মাত্র, যদি আপনি কমিউনিটিকে ভালোবাসেন অথবা এই রুলস মানার প্রতি যদি বিন্দুমাত্র আগ্রহ থাকে তাহলে আপনি স্বইচ্ছায় বেশি কিংবা কম পোস্ট করতে পারেন, কিংবা রুলস নাও মানতে পারেন। আপনাকে সাপোর্ট দেয়ার জন্য আমরা কোনো চুক্তিপত্রে সই করিনি কিংবা আপনাকে সাপোর্ট দেয়ার জন্য আমরা চুক্তিবদ্ধ নই। তাই কোনো প্রকার জবাবদিহি করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু স্টিমিট টিমের কাছেই কোনো বিষয়ে জবাব দিতে পারি।

যেহেতু আমরা অনলাইন প্লাটফর্মে কাজ করছি, তাই এখানে আপনার-আমার দায়ভার নেয়ার জন্য কেউ আসেনি। আপনার প্রফিট হলে সেখান থেকে কোনো অর্থ আমাকে দিবেন না, কারণ এখানে কষ্টও আপনার, প্রফিটও আপনার। আপনি যদি নিজের দায়ভার অন্যের উপর চাপিয়ে দেন, তাহলে নিজের রেপুটেশন নিজেই নষ্ট করবেন। আমরা আপনাদের স্টিমিটে কাজ করার আগ্রহ দেখিয়ে কোনো ফি নেই নি কিংবা স্ক্যামিং এর মাধ্যমে আপনাদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেই নি , তাই বিন্দুমাত্র আপনার দায়ভার নেয়ার কিংবা আপনার কাছে জবাবদিহি করার আগ্রহ পোষণ করিনা

তাই আপনার যদি দায়ভার সামলানোর মত এবং অনলাইনে কাজ করার মত ধৈর্য্য, সময় এবং ইচ্ছাশক্তি থাকে তাহলেই শুধু পোস্ট করতে পারেন আমাদের কমিউনিটিতে। এখানে কেউ স্বয়ংসম্পূর্ণ না। ভালো পোস্ট করলে কিউরেটররা আপনার পোস্ট ভিজিট করতে পারে, নাও পারে, এটা অনেক সময় পোস্ট কোয়ালিটি এবং লাকের উপরও নির্ভর করে । যারা প্লার্টফর্মে কোনো দায়িত্ব আছেন তারা হয়তো আপনার থেকে একটু বেশি সুবিধা পাবে, তার মানে এই নয় যে আপনিও উক্ত সুবিধাগুলো পাবেন, এর জন্য আপনাকে ধারাবাহিকতা এবং দক্ষতার সাথে কাজ করা প্রয়োজন। আর দক্ষতা আপনাকে নিজ গুণে অর্জন করে নিতে হবে।

Steemit একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে সবাই পোস্ট করতে পারেন, আমি নিজেও এই প্ল্যাটফর্মকে ভালোবাসি, তাই আমি কাজের ব্যপারে কাউকে নিরুৎসাহিত করছি না। আমার এতকিছু বলার একটাই উদ্দেশ্য যে আমরা যেন নিজের দায়ভার অন্যের উপর চাপিয়ে না দেই এবং কমিউনিটিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কমিউনিটির কেউ যদি ভালো পোস্ট করেন কিংবা ০১/০২ কিউরেটরদের ভোট পান সেটা ভালো লাগে। আবার কেউ ভালো পোস্ট করেও সাপোর্ট না পেলে সেটা খারাপ লাগে।

যেহেতু এখানে সাপোর্ট সীমিত এবং লাকের উপরও অনেক কিছু নির্ভরশীল, তাই আপনার সকল পোস্টে ভোট আসবে না কিংবা অনেক সময় টানা ৩-৪ টা পোস্টে ভোট নাও আসতে পারে , তাই রিওয়ার্ড না পেলে আপনি অন্য কাউকে দোষারপ করতে পারেননা। আপনি লাফিয়ে আঙুর ফল খাওয়ার চেষ্টা করছেন কিন্তু ফল খেতে পারছেন না, সেজন্য অন্যকে দোষারপ করবেন, এটা তো মানা যায় না।

তাই সবাইকে অনুরোধ করবো, সবাই স্বইচ্ছায় পোস্ট করবেন, নিজের দায়ভার অন্যের উপর চাপিয়ে দিবেন না, কোনো নেগেটিভ কমেন্ট করবেন না এবং ধৈর্য্যের সাথে কাজ করবেন| আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবো আপনাদের হেল্প করার। আপনারা এক্টিভ থাকলে, ভালো পোস্ট করলে, ভবিষ্যতে ভালো কোনো সম্ভাবনা তৈরি হতে পারে তখন এর সুফল আপনারাও পাবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago (edited)

ভাই আপনার লেখাগুলা পুরাটাই পড়লাম। আপনার কথাগুলি বাস্তবিক এবং সত্য। আমি নিজেও প্রথমে ভেবেছিলাম এখানে পোস্ট করলে হয়ত সপ্তাহে ২/৩ টা ভালো ভোট পাব। কিন্তু আমার ধারণা ভুল ছিল। পরে বুজতে পারলাম আপনাদের হাতে বড় ভোটের পাওয়ার এখনও আসেনি। আসলে আপনারা অবশ্যই আমাদের ভোট দিতেন। তবে মন থেকে একটা কথা বলি। আমি এখানে এখন কোনো বড় ভোটের আশায় পোস্ট করি না। নিজের ইচ্ছায় এবং বাংলাদেশের community হওয়ার এবং আপনাদের মানে, Admin, Modarator যারা community পরিচালনার দায়িত্বে আছেন তারা সবাই বাঙ্গালি হওয়ায় নিজের মন থেকে ভাই মনে করে ভাইয়ের community তে পোস্ট দিচ্ছি এটা মনে করে পোস্ট দিচ্ছি। ইনশাআল্লাহ কখনও এই community দাড়িয়ে গেলে তখন না হয় বড় ভোট পাব। কিন্তু এখন মন থেকে নিজ ইচ্ছায় আপনাদের সার্পোটের জন্য পোস্ট করতেছি। ভালবাসা রাখবেন আপনারা। আমাকে কোনো ভোট না দিলেও আমি পোস্ট করব। আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সব সময় আপনাদের পাশে আছি ভাই । ভালবাসা এবং দোয়া রাইল আপনাদের প্রতি এবং এই community এর প্রতি ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য এবং পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67851.83
ETH 3772.50
USDT 1.00
SBD 3.61