ভাই আপনার লেখাগুলা পুরাটাই পড়লাম। আপনার কথাগুলি বাস্তবিক এবং সত্য। আমি নিজেও প্রথমে ভেবেছিলাম এখানে পোস্ট করলে হয়ত সপ্তাহে ২/৩ টা ভালো ভোট পাব। কিন্তু আমার ধারণা ভুল ছিল। পরে বুজতে পারলাম আপনাদের হাতে বড় ভোটের পাওয়ার এখনও আসেনি। আসলে আপনারা অবশ্যই আমাদের ভোট দিতেন। তবে মন থেকে একটা কথা বলি। আমি এখানে এখন কোনো বড় ভোটের আশায় পোস্ট করি না। নিজের ইচ্ছায় এবং বাংলাদেশের community হওয়ার এবং আপনাদের মানে, Admin, Modarator যারা community পরিচালনার দায়িত্বে আছেন তারা সবাই বাঙ্গালি হওয়ায় নিজের মন থেকে ভাই মনে করে ভাইয়ের community তে পোস্ট দিচ্ছি এটা মনে করে পোস্ট দিচ্ছি। ইনশাআল্লাহ কখনও এই community দাড়িয়ে গেলে তখন না হয় বড় ভোট পাব। কিন্তু এখন মন থেকে নিজ ইচ্ছায় আপনাদের সার্পোটের জন্য পোস্ট করতেছি। ভালবাসা রাখবেন আপনারা। আমাকে কোনো ভোট না দিলেও আমি পোস্ট করব। আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সব সময় আপনাদের পাশে আছি ভাই । ভালবাসা এবং দোয়া রাইল আপনাদের প্রতি এবং এই community এর প্রতি ।
অসংখ্য ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য এবং পাশে থাকার জন্য।