নতুন সূচনা -নতুন উদ্যোগ!
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
তো আমি আমার পুরো পরিবার ফুপার নতুন ব্যবসায় দেখতে গেলাম। ছোট্ট একটা টিনের ঘর করে তার ওপরে সম্পূর্ণ সেটাপ করেছেন। ব্যবসার কোন ছোট বড় হয় না শুরু থেকে অল্প পুজি নিয়ে শুরু করলে এবং ধৈর্য ধরে কষ্ট করতে থাকলে একসময় না একসময় সফল হওয়া যায়। চাকরির থেকে এখানে সুবিধা হচ্ছে নিজের ইচ্ছামত কাজ করা যায় অন্যের বাধ্যতায় থাকা লাগে না।
দেখলাম সুন্দর পরিপাটি তিনি সব গুছিয়ে নিয়ে কাজ করছেন। গ্রামের আরো সাধারণ বেকার যুবকদেরও সাথে নিয়েছেন। তার অভিব্যক্তির শুনতে পেলাম তিনি যখন চাকরিরত অবস্থায় ছিলেন তখন মানসিক শান্তি পেতে না এখন নাকি তিনি মানুষের শান্তিতে আছেন।নিজের পরিবারের কাছে থাকতে পারছেন এবং গ্রামের বেকার যুবকদের কাজ দিতে পেরে তার নাকি অনেক মানসিক শান্তি লাগছে। সর্বোপরি আমারও ফুপার সেমাই এর ফ্যাক্টরিতে গিয়ে অনেক ভালো লাগলো কারণ এর আগে আমি কখনো সেমাই বানানো দেখিনি।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi note 9 |
|---|---|
| ক্যামেরা.মডেল | note9 |
| কভার ফটো | ক্যানভা অ্যাপ। |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
|---|











https://x.com/JannatulF57996/status/1894398338147258625?t=9ziZyYIjCghhLtjknZw_Qg&s=19
দারুণ প্রশংসনীয় উদ্যোগ। যে কোন ব্যবসা ছোট থেকেই বড় হয়। আর রাতারাতি বড় কেবল মাত্র লটারি আর ডাকাতিতে সম্ভব। হে হে।
আপনার ফুফার কারণে বেশ কিছু বেকার যুবক।কাজ পেয়েছে। এই কারণে তাঁকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই। কেবল মাত্র সরকার কি করবে সেইদিকে না দেখে নিজেরাও এগিয়ে চললে দেশের সহ দশেরও উন্নতি হয়।