দারুণ প্রশংসনীয় উদ্যোগ। যে কোন ব্যবসা ছোট থেকেই বড় হয়। আর রাতারাতি বড় কেবল মাত্র লটারি আর ডাকাতিতে সম্ভব। হে হে।
আপনার ফুফার কারণে বেশ কিছু বেকার যুবক।কাজ পেয়েছে। এই কারণে তাঁকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই। কেবল মাত্র সরকার কি করবে সেইদিকে না দেখে নিজেরাও এগিয়ে চললে দেশের সহ দশেরও উন্নতি হয়।