ঘড়ি বিভ্রাট - পর্ব ১
শুক্রবারে নিউমার্কেট গিয়েছিলাম। তো সেদিন একটা ঘড়ি কিনলাম। দেখেশুনে বেশ ভালই কিনে আনলাম। বাড়ির পাশাপাশি অন্যান্য অনেক কিছুই কিনলাম। তারপর কিনে নিয়ে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত সাড়ে আটটা বেজে গেল। তোমার অলরেডি একটা চেইনের ঘড়ি আছে, তারপরও এই ঘড়িটা কিনলাম সবসময় ব্যবহারের জন্য। কারণ চেনের যে ঘড়িটা ওইটার ওয়েট অনেক বেশি, যার জন্য সব সময় ব্যবহার করলে হাতের মধ্যে একটু ব্যথা ব্যথা ফিল হয়। এজন্য এই ঘড়িটা একটু লাইট ওয়েটের নিলাম যাতে করে সব সময় ব্যবহার করতে পারি। মানে এক রকম রাফ ইউজের জন্য।
তো ঘড়িটা কিনে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ১১ টার দিকে শুতে যাওয়ার আগে, ভাবলাম ঘড়িটা একটু দেখি ড্রয়ার থেকে বের করে। ব্যয়ের কোলে ঘড়িটা দেখতে গিয়ে আমার চোখ তো কপালে। দেখি ঘড়িটা বন্ধ হয়ে আছে। আমি তো অবাক নতুন ঘড়ি কিনলাম আর বন্ধ হয়ে আছে মানে!!! তারপর ঘড়ির ডায়াল টা নিয়ে একটু ঘোরালাম তারপর ঘড়িটা আবার চালু হলো। তোর তখনকার মত আর কিছুই ভাবলাম না। কিন্তু খটকাটা লাগল পরের দিন বিকালে। বাজার করতে বের হব তোর রীতিমতো ঘড়িটা বের করলাম। হাতে লাগাতে গিয়ে দেখে ঘড়িটা আবার বন্ধ। এবার ভাবলাম না টাকা দিয়ে ঘড়িটা কিনেছি কেন খারাপ জিনিস নিব।
ভাবলাম ঘড়িটা নিয়ে যেখান থেকে কিনেছি সেখানে নিয়ে যাব। যদিও ডায়ালটা নিয়ে আবার একটু নাড়াচাড়া করছি আর ঘড়িটা চালু হয়ে গেল। কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছিল এই ভেবে যে কেন নতুন ঘড়িতে এরকম হবে। তো যেই ভাবা সেই কাজ ঘড়িটা নিয়ে রওনা দিলাম নিউমার্কেটের দিকে। গিয়ে দোকানদারকে দেখাবো আর সমস্যাটা বলে দেখব কি করা যায়। তো বের হয়ে গেলাম ঠিক সাড়ে চারটার দিকে। রিক্সা নিয়ে চলে গেলাম কল্যাণপুর। সেখান থেকে বাসে উঠে রওনা দিলাম নিউমার্কেটের দিকে। ঘড়িটা হাতেই পড়েছিলাম এবং ঘড়িটা চলছিল।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @surzo,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community