আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট - ২৭ মার্চ 2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না।বরাবরের মতো এ সপ্তাহেও এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন। কিন্তু এই সপ্তাহে কিছু ইউজারের এঙ্গেজমেন্ট একেবারেই লো, নিয়মিত পোস্ট করছেন না। যাঁদের এনগেজমেন্ট কম তারা মাঝে মাঝে সাপোর্ট পান, আমিও বিশেষবিবেচনা করে তাদের নাম "সাপোর্ট বঞ্চিত দের তালিকায়" পাঠাই । কিন্তু, এবার থেকে ন্যূনতম এনগেজমেন্ট না থাকলে তাদের নাম আর নমিনেশনে পাঠানো হবে না।এ সপ্তাহে শুধুমাত্র দাদার বিশেষ বিবেচনায় @nazmul-sakib কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সময়কাল : ১৭ মার্চ ২০২২ থেকে ২৩ মার্চ ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২৮ মার্চ ২০২২ থেকে ৩১ মার্চ ২০২২
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল |
---|---|
০১ | https://steemit.com/@nazmul-sakib/posts |
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
খুবই চমৎকার একটা নিউজ আমাদের শেয়ার করেছেন আপু।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর ও স্বচ্ছতার মাধ্যমে রিপোর্ট তৈরি করেছেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, রিপোর্ট দেখেই বোঝা যায় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য সমান মর্যাদা অধিকার ও সমানভাবে বরাবরের মতই সাপোর্ট পেয়ে চলেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা।
বাহ,সংখ্যা তো আপু অনেকটা কমে যাচ্ছে।
হ্যাঁ আপু একেবারে নেই বললেই চলে।
এমন ই তো চাই আপু।🥰🥳🥳🤩
এই রিপোর্টটি দেখলে বোঝা যায় আমাদের এই কমিউনিটিতে সবাই সমানভাবে সাপোর্ট পায়। এবং সাপোর্ট না পাওয়া মেম্বারের সংখ্যা খুবই কম যেটা খুবই ভাল একটি ব্যাপার। যাই হোক যে নামটি লিস্টে দেখতে পাচ্ছি তার জন্য শুভেচ্ছা রইল।
আপু আপনি খুব সুন্দর একটি কাজ হাতে নিয়েছেন এবং নিয়মিত দক্ষতার সাথে কাজ করছেন খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব আমার মাঝে শেয়ার করেছেন। এভাবে কাজ করলে কোনো ইউজার ভোটিং সুবিধা থেকে বঞ্চিত হবে না খুব সুন্দর একটি রিপোর্ট। শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আসলেই খুবই ভালো রিপোর্ট। সুবিধাবঞ্চিত রা আর বাদ যাবে না ভুলেও।তনে কমে আসছে।লিষ্টের ক্রমিক সংখ্যা।অথাৎ কেবল শুধু একজন লিষ্টে। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
এখন সাপোর্ট না পাওয়া ইউজারের সংখ্যা বেশ কম, এতে করে বোঝা যাচ্ছে আমরা সকলেই ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং কমিউনিটির সাপোর্ট পাচ্ছে। আপনার চমৎকার রিপোর্ট তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ, এতে করে কোন ইউজার সাপোর্ট থেকে বঞ্চিত হবে না।
একদম ঠিক বলেছেন সকলেই মোটামুটি ভালই সাপোর্ট পাচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ আপু। সাপ্তাহিক বাদপড়া একাউন্ট বলুন আপনার লিস্টের মাধ্যমে ভালো মানের সাপোর্ট পেতে নিশ্চিত হয় এটা দেখে অনেক অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত ও আপনার অসাধারণ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এবং খুব সুন্দর করে মনিটরিং করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেন।
আপু আপনি দারুণ কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য।সত্যিই এটি প্রশংসনীয়,তাছাড়া আগের থেকে অনেকটা সাপোর্টবিহীন মানুষের সংখ্যা কমে যাচ্ছে।আমরা চাই সকল ভালো কাজের যথাযথ মূল্যায়ন হোক।ধন্যবাদ আপু।
ঠিক বলেছো আপু সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা এখন নেই বললেই চলে, যা দেখতে অনেক ভালো লাগে , ধন্যবাদ তোমাকে।