এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)
আসসালামুআলাইকুম,
আশাকরি সকলেই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই আনন্দের সাথে “আমার বাংলা ব্লগ”এ সেরা ব্লগার নির্বাচনের রিপোর্ট টি নিয়ে হাজির হয়ে গেলাম। "আমার বাংলা ব্লগের" সম্মানীত অ্যাডমিন প্যানেল বহুদিন ধরেই ভালো মানের ইউজারদের নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলেন।আজ তা বাস্তবায়িত হলো, অর্থাৎ আমাদের প্রিয় কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে সেরা তিনজন ব্লগারকে নির্বাচন করা, Blogger of the week নির্বাচিত করা । এই উদ্যোগটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ।বর্তমানে স্টিমিট কমিউনিটিতে এই ধরণের কোন উদ্যোগ তেমন একটা চোখে পড়ে না।
সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন এই উদ্যোগটির ফলে আমরা একই সাথে কমিউনিটির সেরা ব্লগারদের সম্মানিত করা এবং অন্যান্যদেরকে উৎসাহিত করতে পারি।আমাদের কমিউনিটিতে এমন কিছু ইউজার রয়েছেন যাঁরা সবসময়ই টপ লেভেলে রয়েছেন, প্রতিনিয়ত কোয়ালিটি সম্পুর্ণ ব্লগ লিখে যাচ্ছেন, দারুন দারুন কমেন্টসের মাধ্যমে অন্যান্যদের উৎসাহিত করে যাচ্ছেন। তাঁদের কমিউনিটিতে এনগেজমেন্ট সত্যিই চোখে পড়ার মতো । প্রতিনিয়ত তাঁরা অসাধারণ সব ব্লগ লিখে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন।
আমরা সে সব ব্লগারদের প্রতি সপ্তাহে খুঁজে বের করে সেরা ব্লগার হিসেবে নির্বাচন করে সম্মানিত করতে যাচ্ছি। যাঁরা এ সপ্তাহে মনোনীত বা নির্বাচিত হতে পারেননি তাঁদের মন খারাপ করার কিছুই নেই। হয়তো পরের সপ্তাহে তাঁদের মধ্য থেকেই কেউ একজন সেরা ব্লগার নির্বাচিত হবেন।
আমি @tangera আমার বাংলা ব্লগের মডারেটর, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি:
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা দশ ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :
আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon এবং @shuvo35 -র পক্ষ থেকে প্রতিটি এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নোমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য।
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট :
https://steemit.com/@rahimakhatun/posts
https://steemit.com/@gopiray/posts
https://steemit.com/@shyamshundor/posts
https://steemit.com/@anisshamim/posts
https://steemit.com/@miratek/posts
https://steemit.com/@joniprins/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@ah-agim/posts
https://steemit.com/@rupaie22/posts
https://steemit.com/@roy.sajib/posts
সাপ্তাহিক সেরা ব্লগার" -এর চূড়ান্ত নির্বাচন
নিম্নলিখিত সমস্ত উপাত্ত আমি @rme দাদার কাছ থেকে পেয়েছি এবং সেরা ব্লগার নির্বাচনে তাঁকে সাহায্য করেছি। প্রতিটি ইউজারকে (এডমিন কর্তৃক সিলেক্টেড সেরা 10 জন ইউজার) কিভাবে ধাপে ধাপে বাছাই করে সেরা তিনজন ব্লগার নির্বাচিত করেছেন তার বর্ণনা নিম্নে দেয়া হলো।
প্রথম ধাপ :
০১. @rahimakhatun : লাস্ট উইকে ৭ টি পোস্ট আর ১৭৫ টি কমেন্টস। পোস্টে ভ্যারিয়েশন আছে।রেসিপি, আর্ট, ফোটোগ্রাফি, diy, জেনারেল রাইটিং অর্থাৎ এক কথায় যেমনটি চাই আমরা।
০২. @gopiray : লাস্ট উইকে ৬ টি পোস্ট আর ১১২ টি কমেন্টস । পোস্টে ভ্যারিয়েশন অনেক । জেনারেল রাইটিং, ট্রাভেল, স্পোর্টস এবং ফোটোগ্রাফি, কিন্তু পোস্ট ৬ টি এবং কমেন্টস সংখ্যা অনেক কম।
০৩. @shyamshundor : লাস্ট উইকে ৬টি পোস্ট আর ১৬৯ টি কমেন্টস।পোস্টে ভ্যারিয়েশন ভালো। সেলিব্রেশন পোস্ট, জেনারেল রাইটিং, মুভি রিভিউ, ফোটোগ্রাফি এবং রেসিপি।অর্থাৎ এক কথায় যেমনটি চাই আমরা।
০৪. @anisshamim: লাস্ট উইকে ৭ টি পোস্ট আর ৯৩টি কমেন্টস পোস্টে ভ্যারিয়েশন অনেক। diy , রেসিপি, আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, ড্রামা রিভিউ ; কিন্তু কমেন্টস সংখ্যা খুবই কম 100 এর নিচে।
০৫. @miratek: লাস্ট উইকে ৬টি পোস্ট, আর ১৪৫ টি কমেন্টস, পোস্টে ভ্যারিয়েশন আছে। রেসিপি, টিভি সিরিয়াল রিভিউ, ট্রাভেল , পাওয়ার আপ পোস্ট, diy, ক্রিয়েটিভ রাইটিং; excellent. কিন্তু একটি পাওয়ার আপ পোস্ট এর ফলে ৫ টি effective post কাউন্ট হয়েছে।
০৬. @joniprins: ৭টি পোস্ট, আর ১৪২ টি কমেন্টস। পোস্ট ভ্যারিয়েশনঃ জেনারেল রাইটিং, ট্রাভেল, ক্রিয়েটিভ রাইটিং, very good.
০৭. @monira999 : লাস্ট উইকে ৮টি পোস্ট আর ২০৫টি কমেন্টস, পোস্টে ভ্যারিয়েশন অনেক। রেসিপি, আর্ট, ফোটোগ্রাফি, ক্রিয়েটিভ রাইটিং এবং diy অর্থাৎ এক কথায় যেমনটি চাই আমরা।
০৮. @ah-agim : লাস্ট উইকে ৭টি পোস্ট আর ১৮১ টি কমেন্টস।পোস্টে ভ্যারিয়েশন অনেক। ক্রিয়েটিভ রাইটিং, জেনারেল রাইটিং রেসিপি, ফটোগ্রাফি অর্থাৎ এক কথায় যেমনটি চাই আমরা।
০৯. @rupaie : লাস্ট উইকে ৭ টি পোস্ট আর ১৬০টি কমেন্টস।পোস্টে ভ্যারিয়েশনঃ ফটোগ্রাফি, ক্রিয়েটিভ রাইটিং, গান, অনেক ভালো।
১০. @roy.sajib : লাস্ট উইকে ৭ টি পোস্ট আর ১০২ টি কমেন্টস । পোস্টে ভ্যারিয়েশন অনেক। জেনারেল রাইটিং, আর্ট, গান, ক্রিয়েটিভ রাইটিং, এক কথায় যেমনটি আমরা চাই।
দ্বিতীয় ধাপ :
০১. @rahimakhatun : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৭ । সন্তোষজনক ।
০২. @ shyamshundor : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.২ , অতি সন্তোষজনক ।
০৩. @joniprins : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৫ । সন্তোষজনক ।
০৪. @monira999 : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.৫ , অতি সন্তোষজনক ।
০৫. @ah-agim : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৮ । সন্তোষজনক ।
০৬. @rupaie22 : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮ । সন্তোষজনক নয়।
৭. @roy.sajib : কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮ । সন্তোষজনক নয়।
তৃতীয় ধাপ :
০১. @rahimakhatun : পোস্ট কোয়ালিটি বেস্ট । ভ্যারিয়েশন অনেক। বানান ভুল খুবই কম । পোস্ট মার্কডাউন এক্সসেলেন্ট।
০২. @shyamshundor: পোস্ট কোয়ালিটি বেস্ট । ভ্যারিয়েশন অনেক । বানান ভুল কম । পোস্ট মার্কডাউন মোটামুটি, সাপ্তাহিক পোস্টের সংখ্যা ৬ টি (Negative impact )
০৩.@joniprins: পোস্ট কোয়ালিটি বেস্ট । ভ্যারিয়েশন অনেক।বানান ভুল বেশি ।পোস্ট মার্কডাউন মোটামুটি ।
০৩. @monira999 : পোস্ট কোয়ালিটি বেস্ট । ভ্যারিয়েশন অনেক।বানান ভুল খুবই কম ।পোস্ট মার্কডাউন ভেরি গুড ।
০৪. @ah-agim : পোস্ট কোয়ালিটি বেস্ট ।ভ্যারিয়েশন অনেক। বানান ভুল খুবই কম।পোস্ট মার্কডাউন গুড।
সাপ্তাহিক সেরা ব্লগার :
০১. @rahimakhatun
০২. @monira999
০৩. @ah-agim
প্রাইজ :
আগামী রবিবার প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগারদের লিষ্ট দেখে ভীষণ ভালো লাগলো। আমার পক্ষ থেকে সেরা ব্লগারদের কে শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার একটি উদ্যোগ এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। সবার জন্য শুভ কামনা রইলো।
এ সাপ্তাহে সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন লিষ্টে প্রথম আমার নামটা দেখে অনেক ভাল লেগেছিল। সবার সাথে যুদ্ধ করে তৃতীয় ধাপ পর্যন্ত পৌছে গেছিলাম। কিন্তুু অনাকাংখিত কারনে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে পারি নাই। তবে আমি প্রতি সাপ্তাহে চেষ্টা করে যাবো । একদিন না একদিন সফল হবোই হবো ইনশাআল্লাহ।
সপ্তাহের সবচেয়ে ভালো ব্লগার নির্বাচন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন দাদা।চুলচেরা বিচার বিশ্লেষণ করে নির্বাচন করা হয়।তানজিরা আপু এতো সুন্দর করে রিপোর্ট টা প্রকাশ করেন এতে করে অন্যদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। সবাই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে।অনেক ধন্যবাদ আপু সুন্দর এই রিপোর্টটি প্রকাশ করার জন্য।
সবাইকে অভিনন্দন যারা সপ্তাহে সেরা ব্লগার হিসেবে লিস্টে ও যারা নির্বাচিত হয়েছে ৷ আমি অবশ্যই চেষ্টা করবো ৷ পরের সপ্তাহে ভালো কিছু কাজ করে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ৷
আর অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দাদা কে ৷
এ সপ্তাহে আমার বাংলা ব্লগ এর ব্লগার অফ দ্যা উইক যারা হয়েছেন সবাইকে অভিনন্দন জানায়।আমার বাংলা ব্লগ এর এই সুন্দর উদ্যোগ কে আমরা সাধুবাদ জানায় এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।
আমার বাংলা ব্লগের সেরা ব্লগার নির্বাচনের উদ্যোগটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আসলে দীর্ঘদিন থেকে যারা ভালো কাজ করে আসছে তারা নিজের সম্মান পেয়েছে। এই উদ্যোগের ফলে সবার মাঝে নতুনভাবে কাজ করার উৎসাহ তৈরি হয়েছে। এর মাধ্যমে সবাই নিজের সেরা কাজগুলো উপহার দেওয়ার চেষ্টা করছে। আমাদের সকলের প্রিয় @rme দাদা ও আমাদের সকলের প্রিয় এডমিনরা আমাকে সেরা ব্লগার হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সেরা ব্লগার নির্বাচনের উদ্যোগটি আমার খুবই ভালো লেগেছে।এই উদ্যোগের মাধ্যমে সেরা ব্লগার হওয়ার কি কি গুনাগুন সেগুলো আমরা জানতে পারি এবং আমাদের মধ্যে কি কি সমস্যা আছে সেটা জানতে পারি। সত্যিই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং যারা সেরা ব্লগার হয়েছে তাদের প্রতি রইল শুভেচ্ছা।
অসাধারন বলতেই হয় আপু। কার কোথায় সমস্যা কে কোন জায়গাই এগিয়ে সবকিছু এমনভাবে দিয়েছেন যে কারো মনে সন্দেহের অবকাশ থাকবে না। সবার কাছে সবকিছু একেবারে পরিষ্কার। ধন্যবাদ আমাদের সঙ্গে সেরা ব্লগার নির্ধারণ করার প্রক্রিয়া টা শেয়ার করে নেওয়ার জন্য।।
উৎসাহিত করার জন্য দারুন একটি উদ্যোগ তাতে সন্দেহ নেই তবে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ব্লগার হতে হবে। আশা করি আমার নাম ও একদিন এই লিস্টে থাকবে।