টার্গেট ডিসেম্বর সিজন ২ এ আমার অংশগ্রহণ, 10% beneficiary to @shy-fox
আসসালামু আলাইকুম
*বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিা
source: pixabay [copyright free image ]
আজ ৫০স্টিম পাওয়ার আপ করেছি, এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪,০১৮।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪,০৬৮ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপ করার পূর্বে :
পাওয়ার আপ করার পরে :
এছাড়া নিয়মিত হিরোইজমকেও ডেলিগেশন করে যাচ্ছি।আজকে হিরোইজমকে ৫০ স্টিম ডেলিগেশন করেছি, ডেলিগেশন এর পূর্বে ১৭৫৪স্টিম ছিল , এখন ১৮০৪স্টিম হয়েছে।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
আসলে হিরোইজম হলো আমাদের রক্ষী বাহিনীর মতো। তাই আমাদের সকলেরই উচিত আপনার মতো করেই হিরোইজম কে এগিয়ে নিয়ে যাওয়া। খুব ভালো লাগলো আপু।।
হিরো ইজম আমাদের গর্ব আমাদের প্রজেক্ট হিরোইজম কে নিয়ে আমরা একদিন এগিয়ে যাবো বহুদূর। সুন্দর ছিল আপু আপনার উপস্থাপনা। এগিয়ে যান আপনি এভাবে ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপু আজকে 50 স্টিম পাওয়ার আপ করলেন ।যেটা আপনার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিও প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে পছন্দ করি ।আপনার পাওয়ার আপ করাকে সাধুবাদ জানাই আপু ।
আশা করি আপু, ভালো আছেন? আপনি ৫০ স্টিম পাওয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।পাওয়ার আপ মানেই হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সবার উচিত পাওয়ার আপ করা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পাওয়ার আপ প্রক্রিয়ায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।
আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন খুব দ্রুতই ৫০০০ এসপি করে ডলপিন এ পরিণত হয়ে যাবেন। স্টিম প্লাটফর্মে পাওয়ার এর এর কোনো বিকল্প নেই। তাই আমাদের উচিত নিয়মিত পাওয়ার আপ করা। এভাবে এগিয়ে যান আপু। আপনার জন্য শুভকামনা।।
প্রতি সপ্তাহের এই নির্দিষ্ট দিনে আপনি ঠিকই পাওয়ার আপ করে ফেলেন। আপনার পাওয়ার আপ করা কখনো ভুলেননা আবার আপনার পাওয়ার এর পরিমাণ এরও কম বেশি হয় না। খুব ভালো একটি উদ্যোগ। এভাবেই এগিয়ে গেলে আপনি খুব দ্রুতই ডলফিন হয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি নিজের শক্তিতে বলিয়ান হচ্ছেন। আসলে আপনার দ্বারা আমরা অনুপ্রাণিত হলাম। পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আশীর্বাদ করি খুব শীঘ্রই যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন।
পাওয়ার আপ মানে শক্তি বৃদ্ধি করা। আমি নিজেও পাওয়ার আপ করতে খুব ভালোবাসি। প্রতি সপ্তাহে আমি খুব ভালো মানের একটি পাওয়ার আপ করে থাকি। অলরেডি ডলফিন হয়ে গেছি আপু। ডাবল ডলফিন হওয়ার টার্গেট রয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি প্রতিটি সপ্তাহেই একটা করে পাওয়ার আপ পোস্ট করেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখলেই চলে আসি কমেন্ট করতে। আমি ইদানিং ৫০ প্লাস পাওয়ার আপ করতেছি তবে দুই কমিউনিটিতে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনার ৫০ স্টিম পাওয়ার আপ দেখে আমার কাছেও ভীষন ভালো লাগলো। গত সপ্তাহে আমি নিজেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছিলাম। পাওয়ার আপ মানেই হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদের সকলের উচিত সবসময় পাওয়ার বৃদ্ধি করা, আমাদের স্টিম পাওয়ার যত বেশি হবে আমাদের স্টিমিট একাউন্ট তত শক্তিশালী হবে। আর তাই পাওয়ার আপ এর মাধ্যমে সামনে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।