আর্ট পোস্টঃ রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট।
🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগবাসী........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট পোস্ট শেয়ার করব । চিত্র অংকন করতে বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। আপনার সবাই কম বেশি জানেন। যাই হোক এখন যতটুকু পারি আর্ট করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা দৃশ্যটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
আর্ট খাতা |
পেনসিল |
রাবার |
স্কেল |
মোম রং |
প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে পাশাপাশি দুইটি ঘর তৈরি করে নিয়েছে। ঘরের একটি পাশে আমি বেড়া তৈরি করে নিয়েছে। বেড়ার পাশে একটা ছোট বিচুলি গাদা এবং উপরে গাছ এঁকে নিয়েছি।
এরপর বেড়ার পিছনে একটি তাল গাছের ছবি এবং কুড়ে ঘরের পিছনে একটি গাছ এঁকে নিয়েছি। এরপর ঘরের উঠানের উপর গরুকে খেতে দেওয়া একটি চাড়ি এঁকে নিয়েছি।
এবার আমি কুঁড়ে ঘরের পাস দিয়ে একটা সরু পথ ও নদী এঁকে নিয়েছি। নদীর উপর একটা নৌকা এঁকে নিয়েছি। নদীর ধার ঘেসে ছোট ছোট ঘন গাছ ও একটা বড় তাল গাছ এঁকে নিয়েছি।
এবার আমি ঘরের পাশের গাছটি সবুজ ও হলুদ রঙ দিয়ে রঙ করে নিয়েছি। বেড়ার পাশে তাল গাছটি ও একই ভাবে রঙ করে নিয়েছি। হলুদ রঙ দিয়ে বিচুলি গাদাটি সুন্দর করে রঙ করে নিয়েছি। কুঁড়ে ঘরটি ও একই ভাবে লাল ও হলুদ রঙ দিয়ে রঙ করে নিয়েছি।
এবার আমি নীল রঙ দিয়ে আকাশ এঁকে নিয়েছি। আকাশ এঁকে নেওয়ার পর একটি সূর্য মামা এঁকে নিয়েছি। যেহেতু আমি তেমন একটা আর্ট করতে পারি না সেহেতু রঙের বিষয়টা খুব একটা ভালো করতে পারিনি। এরপর গরুর খেতে দেওয়া চাড়ি, নদী ও নৌকা গুলা রঙ করে নিয়েছি। আর এভাবেই আমি একটি প্রকৃতির ছবি এঁকে নিয়েছি।
পোস্টের ধরন | আর্ট পোস্ট |
---|---|
আর্ট | তানহা তানজিল তরসা। |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
এত সুন্দর চিত্র অঙ্কন করতে দেখে আমি মুগ্ধ। খুব সুন্দর ছিল আপনার আজকের এই চিত্র অঙ্কন করা। মাঝেমধ্যে এভাবে চিত্র অঙ্কন করতে পারলে নিজের দক্ষতা বিকশিত হয়।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই।
রং পেন্সিল দিয়ে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার আর্ট করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। রংয়ের ব্যবহার খুবই সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে আপু।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
রং পেন্সিল দিয়ে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপু। আপনি চেষ্টা করেছেন অনেক সুন্দর হয়েছে। মানুষ তো চেষ্টা করতে করতেই একদিন সম্পূর্ণরূপে শিখে যাই। এভাবে চেষ্টা করতে থাকলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ছবি এঁকে আমাদেরকে উপহার দিতে পারবেন। আজকের আঁকা দৃশ্যটি বেশ হয়েছে আপু।
আপনার সুন্দর মতামত পেয়ে অনেক ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের চিত্রগুলো সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আজকে আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত চমৎকার আর্ট করতে দেখে খুবই খুশি হলাম আমি। এক কথায় বলতে গেলে অসাধারণ আর্ট হয়েছে আপনার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি নিয়মিত আর্ট করলে সামনে আরও সুন্দর আর্ট করতে পারবেন। যাইহোক ছোটবেলা থেকেই আমার আর্ট করতে খুব ভালো লাগতো। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে সবচেয়ে বেশি ভালো লাগতো। আপনার আর্টটি সুন্দর হয়েছে আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও সাবলীল ভাষায় মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
রং পেন্সিল ব্যবহার করে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের আর্ট টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো আর্ট টি সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন।
আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।
ড্রয়িং বা আর্ট এর ক্ষেত্রে হাতের দৃশ্য এবং সিগনেচার থাকা বাধ্যতামুলক নিয়ম কিন্তু আপনি সেটা রক্ষা করেন নাই, নিয়মের মাঝে থাকার অনুরোধ করা হলো।
জ্বি ভাই এটা হয়তো মিসটেক হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমনটা আর হবে না। ধন্যবাদ ভাই ভুল গুলা ধরিয়ে দেওয়ার জন্য।
ঠিক আছে।
ধন্যবাদ ভাইয়া।