স্বরচিত কবিতাঃ ঈদের আনন্দ।

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৭ মার্চ ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার।
বাংলায় ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি।কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন তাদের কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি ঈদ উপলক্ষে আমার লেখা কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

eid-al-adha-5374989_1280.jpg

Source

ঈদের আনন্দ
লেখাঃ তানহা তানজিল তরসা

ঈদ এসে গেছে, আনন্দে ভরে গেছে মন,
আলোর রোশনাই, তীব্র সূর্য হাসছে ত্রাণ।
মনের কোণে উঠেছে খুশির জোয়ার,
ঈদে সবাই এক হৃদয়ে অমল সুখের স্রোত।

ঘরে ঘরে মিষ্টির পসর, হাসির মাতাম
বাচ্চারা চলে খুশির উল্লাসে, গানের মধুর ধ্বনি।
নতুন জামা, নতুন সাজ যেন একটি নতুন দিন,
প্রিয়জনের সান্নিধ্য হঠাৎ এক আনন্দের গান।

আজকের দিনটি কেবল প্রেমের ও শান্তির,
ঈদের এই শুভ দিন, ঘরে ঘরে মিলনের ছবি।
রঙিন হৃদয়ে বাঁধা প্রেমের উৎসব,
ঈদ আমাদের কপালে সুখের চিহ্ন রেখে যায়।


কবিতার মূলভাব

এই কবিতার মূলভাব হল ঈদের দিনে মানুষের মধ্যে খুশি, শান্তি এবং ঐক্যের অনুভূতি। কবিতায় ঈদের আনন্দ এবং সুখের মুহূর্তগুলো ফুটে উঠেছে, যেখানে আলোর রোশনাই, নতুন জামা, প্রিয়জনের সান্নিধ্য এবং মিষ্টির পসর মাধ্যমে সকলের মাঝে মিলন, ভালোবাসা ও একতার প্রতিফলন দেখা যায়। কবিতার মাধ্যমে ঈদের প্রকৃত অর্থ শান্তি, প্রেম, এবং সুখের বার্তা দেওয়া হয়েছে, যা মানুষের হৃদয়ে সুখের চিহ্ন রেখে যায়।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250324_092618.jpg

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

Sort:  
 9 months ago 

কবিতার প্রত্যেকটা লাইনে ঈদের আনন্দের খুব সুন্দর মুহূর্ত গুলো উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতাটা পড়ে। ঈদ আমাদের জন্য সত্যিই খুব আনন্দের একটা দিন। খুব সুন্দর ভাবে আপনি কবিতা লাইনগুলো সাজিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 9 months ago 

Screenshot_2025-03-24-22-19-20-607_com.twitter.android.jpg

Screenshot_2025-03-23-20-00-59-943_com.android.chrome.jpg

Screenshot_2025-03-23-19-55-29-577_com.twitter.android.jpg

 9 months ago 

ঈদ হলো আনন্দ উৎসব। ঈদকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন আপু। ঈদের প্রত্যেকটি মুহূর্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। ঈদের দিন পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া এবং নতুন জামা পরার মজাই আলাদা। ঈদকে ঘিরে চমৎকার কবিতাটি ভালো লাগলো আপু।

 9 months ago 

আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

খুশির ঈদ উপলক্ষে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। এই কবিতার মাধ্যমে আপনার ঈদ উৎসব সম্পর্কিত নানান যাপন ধরা পড়েছে। উৎসব যে আনন্দের উৎসব তা আপনার লেখা থেকে বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবেই। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 9 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।