রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সেগুলো দেখে ফটোগ্রাফি করার উৎসাহ আরও বেড়ে যায়। অনেকেই আবার ফটোগ্রাফি করার পর খুব সুন্দর এডিটিং করেন। আমার কাছে কেন যেন ন্যাচারাল ফটোগ্রাফিগুলোই বেশি ভালো লাগে। অনেক বেশি এডিটিং করলে সেগুলো পোস্টার এর মত লাগে। দেখতে সুন্দরও লাগে। তারপরও ন্যাচারাল জিনিসের সৌন্দর্য অন্যরকম থাকে। আজকে প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম। বেশিরভাগ ফটোগ্রাফি অবশ্য স্কুলের পাশ থেকে এবং স্কুলের ভিতরে বসে করেছিলাম। আশা করি ফটোগ্রাফিগুলো দেখতে আপনাদের ভালো লাগবে।


IMG_1356.jpeg


IMG_1364.jpeg


ঢাকা শহরে খুব একটা নদী দেখা যায় না। কিন্তু পূর্বাচলের ওদিকে গেলে নদী এবং লেক দেখা যায়। বর্ষাকালে এগুলো পানিতে যেন ভরপুর হয়ে গিয়েছে। সেজন্য দেখতে আরো বেশি ভালো লাগে। উপরে যেই মাছ ধরার জাল দেখতে পাচ্ছেন এটি মাছ ধরার জন্য নদীর মাঝখানে ফেলে রাখে। জাল পেতে জেলেরা চলে যায়। একটি নির্দিষ্ট সময় পর এসে জাল তুললে অনেক মাছ পাওয়া যায়। এগুলো ছোটবেলার নানু বাড়িতে বেড়াতে গেলে নদীর মাঝে অনেক দেখতাম। আমরা খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করতাম এগুলো উঠানোর জন্য। তখন অনেক মাছ পেতো জেলেরা। বিশেষ করে বর্ষাকালে এই জালগুলো নদীর মাঝখানে বেশি দেখা যায়। নিচের ছবিটিও সেই নদীরই ফটোগ্রাফি করেছিলাম।


IMG_1354.jpeg


IMG_1323.jpeg


উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি কোথায় যেন ঘুরতে গিয়ে মনে করেছিলাম। অনেক বেশি গাছ গাছালি মাঝে বসেছিলাম। সময় কাটছিল না তাই আকাশ এবং গাছের ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। আর নিচের ছবিটি স্কুলে বসে তুলেছিলাম। প্রচন্ড রকম গরমে বাইরে বসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখনও ছবি তুলে সময় কাটানোর চেষ্টা করেছিলাম।


IMG_1162.jpeg


IMG_0829.jpeg


উপরের ছবিটি স্কুলের অন্য সাইডে বসে তুলেছিলাম। আকাশে প্রচন্ডরকম মেঘ করেছিল। যেকোনো সময় বৃষ্টি আসবে এরকম অবস্থা। মেঘ যেনো মাঠে নেমে এসেছে এমন লাগছিলো। সামনে খোলা মাঠ এবং মেঘলা আকাশ দেখতে চমৎকার লাগছিল।


IMG_0171.jpeg


উপরের ছবিটি স্কুলের মাঠে কোন এক সময় বসে তুলেছিলাম। মাঠে তখন এরকম ছোট ছোট কাশফুল ফুটে ছিলো। খুব ভালো লাগছিল দেখতে। তাছাড়া স্কুলের চারপাশে এরকম লাইট গুলো দেয়ার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। নিচের ছবিটি বাসার জানালা দিয়ে করেছিলাম। আকাশের রং দেখে এত ভালো লেগেছিল যে কি আর বলবো। মনে হচ্ছে যে কেউ যেন কমলা কালার রং করে রেখেছে আকাশে।


IMG_0041.jpeg


এই ছিল আমার আজকের সুন্দর কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI Phone 15 Pro Max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 8 days ago 

মাছ ধরার এ জালগুলো গ্রামের দিকে বেশি দেখা যায়। এখন তো শীতকাল, নদীতে পানি কম। এজন্য জালগুলো নদীর উপরেই পরে থাকে। তাছাড়া আপনার বাকি ফটোগ্রাফিগুলো ও ভালো ছিল।

 9 days ago 

IMG_3188.png

IMG_3189.png

IMG_3190.png

IMG_3185.png

 8 days ago 

অপূর্ব কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ছবি আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে প্রথম ছবিগুলো অনেক বেশি ভালো লেগেছে। আসলে গ্রাম বাংলার এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে সাজানো আপনার আজকের এই রেনডম পোস্ট। যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক চিত্র ধারণ করেছেন। সবচেয়ে বেশি ভালো লেগেছে পানের মধ্যে ভার সমান মাছ ধরার ওই সরঞ্জাম।

 8 days ago 

আপু গ্রামের প্রকৃতির রেনডম ফটোগ্রাফি কিন্তু খারাপ হয়নি। আপনি বেশ সুন্দর করে গ্রামীন পটুভূমির প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো সব সময় অনেক বেশি পছন্দ করি। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক বেশি সুন্দর করে শেয়ার করলেন। আশা করি এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।

 8 days ago 

ঠিক বলেছেন আপু ঢাকা শহরে তেমন নদী দেখা যায় না। তবে গ্রাম অঞ্চলের নদী অনেক দেখা যায়। আজকে আপনি অসাধারণ অসাধারণ রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

 7 days ago 

আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতি পরিবেশের দারুন সব ছবি তুলে পোস্ট করলেন আমাদের সঙ্গে।। প্রত্যেকটি ছবি এক কথায় অসাধারণ হয়েছে। প্রথমে নদীতে জাল দেওয়া ছবিটি থেকে একেবারে শেষে সূর্যাস্ত পর্যন্ত সবকটি ছবি আলাদা করে প্রশংসা পাওয়ার যোগ্য। আমাদের প্রকৃতিতে যে এত সৌন্দর্য ছড়িয়ে থাকে তা ছবিতে না দেখলে যেন বিশ্বাসই হয় না