স্বরচিত কবিতা : "তুমি আমার ভালোবাসা"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ একটি কবিতা শেয়ার করবো। আমার কাছে কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। এখন মাঝে মাঝেই কবিতা লেখার চেষ্টা করি। আজকের কবিতার মধ্যে ভালোবাসার মানুষকে নিয়ে যে অনুভূতি রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। ভালোবাসার মানুষকে নিয়ে অনুভূতির শেষ নেই। যখন আমাদের জীবনে বসন্তের দোলার মতো নতুন মানুষের আর্বিভাব ঘটে তখন যেন চারপাশটা রঙিন লাগে। ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনায় মধুর স্বপ্ন দেখতে খুব ভালো। সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয় তখন আরও বেশি ভালো লাগে। যখন কেউ প্রেমে পড়ে তখন যেন সেই মানুষটি কে নিয়ে আকাশকুসুম কল্পনা আঁকতে থাকে। এই অনুভূতি গুলো কখনও মুখে বলে প্রকাশ করার মতো নয়। তাইতো সেই অনুভূতি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন কবিতার লাইনগুলো পড়ে নেই।
"তুমি আমার ভালোবাসা"
তোমার সঙ্গেই বাঁধা হৃদয়ের প্রাণ।
তোমার কণ্ঠে মিশে স্নিগ্ধতার সুর,
তোমায় ছাড়া জীবন যেন
এক সুনসান দূর।
তুমি আকাশের তারা, রাতের নিঃশব্দ গান,
তোমায় ছাড়া যেন ফাঁকা এ মনখান।
তোমার স্পর্শে জেগে ওঠে সুখের সুর,
তোমার সাথেই রঙিন এই জীবনপুর।
তুমি রোদেলা দুপুরে ছায়ার পরশ,
তোমারই স্পর্শে কাটে সব ক্লান্তি আর বিরহ।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার বিশ্বাস,
তোমার প্রেমেই খুঁজে পাই নতুন আশ্বাস।
তোমার প্রেমে আমি হারিয়ে যাই,
তোমার ভালোবাসায় স্বর্গ খুঁজে পাই।
তুমি পাশে থাকলে, থাকে না আর অভাব,
তোমারই প্রেমে গড়ি সুখের এক নবাব।
চলো হাত ধরে, সবসময় থাকি পাশাপাশি,
ভালোবাসার গল্প হবে চিরদিনের সঙ্গী।
তোমায় ঘিরেই সব, শুরু আর শেষ,
তুমি ছাড়া জীবন যেন একদম শেষ!
তুমি আমার সকাল, তুমি আমার সন্ধ্যা,
তোমায় ভালোবাসা ছাড়া ভাবতে পারি না।
এই মন শুধু তোমার জন্যই বেঁচে আছে,
ভালোবাসার গল্প লিখবে তোমারই জন্যে।
কবিতার মূলভাব
এই কবিতায় তুলে ধরা হয়েছে একজন মানুষের মনে তার প্রিয়জনের প্রতি যে গভীর ভালোবাসা রয়েছে তার অনুভূতি। এই কবিতায় ভালোবাসার মানুষকে জীবনের প্রতিটি অংশের সঙ্গে তুলনা করা হয়েছে—আকাশ, রোদেলা দুপুর, রাতের তারকা, এবং স্নিগ্ধতার সুরের মতো। বেঁচে থাকা অবস্থায় প্রিয়জনের সঙ্গ ছাড়া জীবন শূন্য এবং অর্থহীন। ভালোবাসা তাকে জীবনের সকল দুঃখ, ক্লান্তি, এবং অভাব থেকে মুক্তি দেয়। একজন মানুষের মধ্যে জীবনের সমস্ত সুখ এবং স্বপ্ন প্রিয়জনের প্রেমে নিহিত। এই ভালোবাসার সঙ্গী হিসেবে তিনি চিরকাল থাকতে চান এবং তাদের সম্পর্কের মূল্য অমর।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power






.png)

Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/TanjimaAkter16/status/1904241166889156631?t=udFc15U-Cr8aigvfEVAy2Q&s=19