ব্লগ ৪: রেনডম ফটোগ্রাফি অ্যালবাম (আমার মোবাইল ফটোগ্রাফি)10% প্রিয় লাজুক খ্যাক এর জন্য।

আপনারা সকলেই কেমন আছেন?আশা করি সৃষ্টিকর্তার করুণায় অনেক ভালো আছেন।আমিও আল্লাহর দয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।ফটোগ্রাফি গুলো আমার নিজ হাতে তোলা।আশা করছি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।আমার এই পোস্টের রিওয়ার্ড থেকে 10% রিওয়ার্ড @shy-fox পাবে।চলুন তাহলে আমার পোস্টটি ভিজিট করুন।

ফটোগ্রাফি: ১

IMG_20211018_131717.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/curries.firmly.cascaded
ছবিটিতে একটি কোকা কোলার বোতল সহ একটি লেগের ছবি ক্যাপচার করেছি।এই লেগের নাম হলো ডিসি লেগ।লেগের পার থেকে আমি এই ছবিটি তুলেছিলাম।পরবর্তীতে ডিসি লেগ এর একটি রিভিউ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ।

ফটোগ্রাফি: ২

IMG_20211018_131534.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/scary.aviators.dynamic
গাজীপুর যাওয়ার পথে আমি এই ট্রেনের ছবি তুলেছিলাম।ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল আমি স্টেশনে দাড়িয়ে ছবি তুলেছিলাম।ট্রেনটির নাম আন্তঃনগর।

ফটোগ্রাফি: ৩

IMG_20211018_131706.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/truly.period.meatballs
ছবিটিতে একটি পাঁচতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন।বিল্ডিং এর রং আকাশের রং এর সাথে যেন মিশে গেছে।মূলত বিল্ডিং এর রংটা আকাশী কালারের ছিল।আকাশটা বেশ সুন্দর লাগছিল আমার কাছে তাই ছবিটি তুলেছিলাম।

ফটোগ্রাফি: ৪

IMG_20211018_131514.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/scary.aviators.dynamic
ছবিটিতে একটি স্টিলের গেট দেখতে পাচ্ছেন।এটা হলো আমার সপ্নের গেট।ছবিটি তোলা হয়েছে ডুয়েট গেট এর সামনে থেকে।এটা হলো ডুয়েটের মেইন গেট।

ফটোগ্রাফি: ৫

IMG_20211018_131633.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/truly.period.meatballs
ছবিটা দশতলা বিল্ডিং এর উপর থেকে তোলা হয়েছে।ছবিটিতে যে ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন সেটা হলো ডুয়েটের মাঠ।বিকেল বেলায় এখানে ছেলেরা ফুটবল খেলছিল।

ফটোগ্রাফি: ৬

IMG_20211018_131623.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/scary.aviators.dynamic
সূর্যাস্তের আগ মুহূর্তে ডুয়েটের নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে তুলেছিলাম।সূর্যাস্তের আগ মুহুর্তের এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগছে।এজন্য আমি আপনাদের মাঝে এই ছবিটি শেয়ার করলাম।

ফটোগ্রাফি: ৭

IMG_20211018_131603.jpg

ছবিটির লোকেশন:https://w3w.co/chicken.blankets.mirroring
ছবিটিতে সবুজ ঘাসের আড়ালে থেকে একটি মাঠের ছবি ক্যাপচার করার চেষ্টা করেছি।মাঠে ফুটবল খেলা চলছিলো।খেলা চলাকালীন সময়ে আমি এই ছবিটি তুলেছিলাম।

ফটোগ্রাফি: ৮

IMG_20211018_131750.jpg
ছবিটির লোকেশন:https://w3w.co/quintet.early.outnumber
ছবিটিতে একটি আকাশের সৌন্দর্য ফুটে উঠেছে।ছবিটা গাছপালার ফাঁক থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।ছবিটা আমি আমার কলেজ ক্যাম্পাসে থেকে তুলেছিলাম

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার এই পোস্টটি সময় নিয়ে ভিজিট করার জন্য।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।সকলের জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইলো

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 years ago 

বাহ্! আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর। আমার কাছে শেষের ছবি দুটো বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত প্রকাশ করার জন্য।

 4 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 4 years ago 

ছবিটিতে সবুজ ঘাসের আড়ালে থেকে একটি মাঠের ছবি ক্যাপচার করার চেষ্টা করেছি

এই ক্যাপশনের ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরণের ছবিগুলো আমার সবসময় ই অনেক পছন্দের হয়। আপনার জন্য শুভকামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 4 years ago 

ওয়াও...! অসাধারণ ভাই, কি দারুন ফটোগ্রাফি করেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষনকরে শেষ ছবিটা অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি। শুভকামনা রইলো ভাই

অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত প্রকাশ করার জন্য।