ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

সূর্যাস্তের ফটোগ্রাফি

IMG20241115170137.jpg

device : Redme note 9

লোকেশন

সমুদ্রের পাড়ের সূর্যাস্তের মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের পাড়ে গেলেই আমি চেষ্টা করি সূর্যাস্তের সময়টা পর্যন্ত ওখানে কাটানোর জন্য। কারণ সব কিছুর থেকে সূর্যাস্তের মুহূর্তটা দেখতে অসাধারণ লাগে। সূর্যাস্তের মুহূর্তটা দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। দিনশেষে যখন সূর্যটা অস্ত যায়, তখন আকাশের দৃশ্য অনেক সুন্দর হয়ে থাকে। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে। ওখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম। যার কারণে সূর্যাস্তের মুহূর্তটা ভালোভাবে উপভোগ করতে পেরেছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল। এই দৃশ্যটা দেখে অপেক্ষা না করে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি এই ফটোগ্রাফিটা আপনাদেরও অনেক পছন্দ হবে।

জবা ফুলের ফটোগ্রাফি

IMG-20241120-WA0036.jpg

device : Redme note 9

লোকেশন

জবা ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। এই ফুলটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি যে জবা ফুলের ফটোগ্রাফি করেছি, এটা একটা হাইব্রিড জাতের জবা ফুল। আর এই জবা ফুলের কালার টা ছিল একেবারে হালকা গোলাপি। আর ভিতরের কিছু অংশ অনেক গাঢ় গোলাপ। যার কারনে ফুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। হাইব্রিড জাতের এই জবা ফুলগুলো বর্তমানে নার্সারিতে অনেক বেশি দেখা যায়। কয়েকদিন আগে আমরা ফেনী একটা শিশু পার্কে গিয়েছিলাম। পার্কের এক পাশে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফুল গাছ ছিল। আর আমি ওখানেই এই জবা ফুলটা দেখেছিলাম। তখন এই ফুলের ফটোগ্রাফিটা করা হয়েছিল।

ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি

IMG-20241120-WA0044.jpg

device : Redme note 9

লোকেশন

ড্রাগন ফ্লাই নিশ্চয়ই আমাদের সবার খুবই পছন্দের। আপনাদের সবার পছন্দের কিনা ওইটা আমার ভালোভাবে জানা না থাকলেও, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। ছোটবেলায় কত যে ছোটাছুটি করেছি এই ড্রাগন ফ্লাই গুলোর পেছনে এটা বলে বুঝানো যাবে না। এই ড্রাগন ফ্লাই এর কালার টা অনেক সুন্দর ছিল। যার কারনে দেখতে আরো বেশি ভালো লাগছিল। এরকম ড্রাগন ফ্লাই গুলোর ফটোগ্রাফি করা খুবই কষ্টের ব্যাপার। যখনই ফটোগ্রাফি করতে যাই তখনই উড়ে চলে যায়। অনেক ধৈর্য ধরে তারপর এগুলোর ফটোগ্রাফি করা লাগে। বেশ কয়েকদিন আগে যখন ছাদে গিয়েছিলাম, তখন আমি এই ড্রাগন ফ্লাই টা দেখেছিলাম। ধীরে ধীরে এবং ধৈর্য ধরে ফটোগ্রাফিটা করার চেষ্টা করেছি।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20241115104113.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য আমি অনেক বেশি পছন্দ করি। আর প্রায় সময় চেষ্টা করি বাহিরে প্রকৃতির মাঝে গিয়ে কিছু সময় অতিবাহিত করার জন্য। এটা একটা নদীর পাড়ের দৃশ্য। দৃশ্যটা দেখতে যতটাই সুন্দর লাগছে এটার বিষয়ে জানলে ততটাই কষ্ট লাগবে। কারণ এটা একটা ভেঙ্গে যাওয়া নদী। আমি যে ফটোগ্রাফি করেছি এখানে আগে কোনো নদী ছিল না। এটা ছিল নদীর পাড়ের এলাকা। বন্যার সময় পুরো একটা এলাকা ভেঙে চলে গিয়েছে নদীর পানিতে। যার কারণে পুরোটাই এখন নদী হয়ে গিয়েছে। এই জায়গা গুলো আগে পরিষ্কার ছিল। আর অনেক গাছপালা ছিল। কিন্তু এখন এইসব কিছুতেই পানি রয়েছে। আর এটা হচ্ছে মুছাপুরের এলাকা। যেখানে ঘুরতে যাওয়ার মুহূর্ত প্রায় সময় আপনাদের মাঝে শেয়ার করা হয়। আশা করছি আপনাদের কাছে ফটোগ্রাফি টা ভালো লাগবে দেখতে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20241120-WA0046.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। আজকে আমি যে গোলাপ ফুলের ফটোকপি করেছি এটা মিষ্টি কালারের একটা গোলাপ ফুল। আর এই ফুলটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। নার্সারিতে গেলে কিন্তু অনেক কালারের গোলাপ ফুল আমরা দেখতে পাই। গোলাপ ফুলের সৌন্দর্য দেখলে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। বেশ কয়েকদিন আগে ফেনীতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে একটা কাজে। তখন একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানেই এই গোলাপ ফুল টা দেখে ফটোগ্রাফি করেছি।

কলমি ফুলের ফটোগ্রাফি

IMG-20241120-WA0041.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে অনেক সুন্দর একটা কলমি ফুলের ফটোগ্রাফি। আর আমার কাছে কলমি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। কলমি ফুল গুলো বেশ কয়েক রকমের হয়ে থাকে। আর এগুলোর কালারটাও হয় একেবারে ভিন্ন ভিন্ন। আজকে আমি যে কলমি ফুলের ফটোগ্রাফি করেছি এটার পুরোটাই সাদা। তবে ভেতরের কিছু অংশ বেগুনি। কলমি ফুলের এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ঘরের পাশেই ছোট একটা জমিন রয়েছে। যেখানে অনেক কলমির শাক হয়ে থাকে। আর ওখানে অনেক সুন্দর সুন্দর কলমির ফুল ও দেখতে পাই। আর একদিন গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে এই কলমির ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

Screenshot_2024-12-09-15-23-15-16_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-09-15-22-53-66_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-09-15-21-35-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-09-15-19-59-78_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

সমুদ্র পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনুভূতিটা অন্যরকম। আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে খুবই ভালো লাগলো আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং প্রথম সমুদ্রের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনার ফটোগ্রাফির দক্ষতা সত্যি অনেক সুন্দর।

 last year 

প্রথম সমুদ্রের ফটোগ্রাফি আর গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

ওয়াও আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হলাম।বিশেষ করে গোলাপ ফুল ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

গোলাপ ফুল আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দারুণ হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্ত, প্রাকৃতিক দৃশ্য,জবা ও গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। তাছাড়া প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতেও খুব ভালো লাগে। ফুল সবসময়ই তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

 last year 

ওয়াও আপনি অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক দুর্দান্ত হয়েছে। সূর্যাস্তের ফটোগ্রাফি ও জবা ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক দক্ষতার সাথে ক্যাপচার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

সূর্যাস্ত আর জবা ফুলের ফটোগ্রাফি এতটা অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সমুদ্রের পাড় থেকে সূর্যাস্তের দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগে। খুবই নিখুঁতভাবে দারুন ফটোগ্রাফি ধারণ করেন। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন লেগেছে।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছিল।

 last year 

আপনার করার রেনডম ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।আপনি বেশ চমৎকার চমৎকার ফ্রেমে ফটোগ্রাফি করেছেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার ভালো লেগেছে তবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর ধৈর্য ধরে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য চেষ্টা করি প্রতিনিয়ত।

Upvoted! Thank you for supporting witness @jswit.