স্বরচিত কবিতা : " স্বপ্ন আমার "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমি মনে করি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো কিন্তু আকাশ ছোঁয়া হয়ে থাকে। কিন্তু দেখা যায় বাস্তবে স্বপ্নের সাথে কোন মিল থাকে না। কখনো এই স্বপ্নগুলো পূরণ হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই। কিন্তু মানুষ তাও স্বপ্ন দেখা বন্ধ করে না। আসলে আমরা যতই চাই আমাদের মতো করে সুখে থাকতে। কিন্তু দেখা যায় সব সময় দুঃখটাই এগিয়ে আসে। এইসব কিছু মিলিয়ে আমরা পূর্ণতা পেতে চেষ্টা করি। কিন্তু অপূর্ণতা যেন আমাদের পিছু ছাড়ে না। আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে চেষ্টা করি। কিন্তু দেখা যায় অসম্পূর্ণ হয়ে থাকে আমাদের জীবন। আর আমরা এই অপূর্ণতা নিয়ে হয়তোবা নিজের জীবনটা কাটিয়ে ফেলি। আজকের কবিতাটা এই বিষয়গুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
স্বপ্ন আমার
স্বপ্ন আমার আকাশ ছোঁয়া,
বাস্তবে তা অপূর্ণতা।
ভাবনাতে মিশে থাকে,
স্বপ্নের পূর্ণতার মায়া।
হৃদয়ে আমার আশার আলো,
বাস্তবে তা অন্ধকার।
সুখের হাতছানি দিয়ে ওঠে,
হৃদয়ের মাঝের হাহাকার।
জীবন আমার সুখের আসর,
বাস্তবে তা দুঃখের পাহাড়।
কল্পনায় আসে আশার আলো,
ঘিরে থাকে কষ্টের কালো।
স্বপ্ন আমার কবিতার ছন্দ,
মনে হয় যেন শুধুই আনন্দ।
বাস্তবে ভাগ্য শুধুই মন্দ।
কিছুতেই পারে না করতে আনন্দ।
স্বপ্ন আমার আকাশের তারা,
ভাবনা শুধু তোমাকেই পাওয়া।
বাস্তবতা রাতের অন্ধকার,
খুঁজে পাই না কোন আলো।
স্বপ্ন আমার গভীর ভালোবাসা,
বাস্তবে তা নির্ঘুম রাত।
চিন্তায় মগ্ন থাকি আমি,
খুঁজে ফিরি শান্তির হাত।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।



কবিতাটিতে স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটে উঠেছে।স্বপ্ন আমার আকাশ ছোঁয়া"**-এর পর "মেঘের ভেলায় ভেসে যাওয়া"-জাতীয় লাইন কবিতাকে প্রাণবন্ত করবে।কবিতার মূল বিষয় "স্বপ্ন বনাম বাস্তবতা" খুবই শক্তিশালী। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু আপনাকে ধন্যবাদ।
আমার কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুশি হলাম।
https://x.com/TASonya5/status/1905126765091336446?t=ZPFbfFeSA0pkjH5rN04y0Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
স্বপ্ন আর বাস্তবতার এই টানাপোড়েন যেন জীবনেরই প্রতিচ্ছবি! কবিতার প্রতিটি লাইন গভীর অনুভূতি প্রকাশ করেছে। সত্যিই, অপূর্ণতার মধ্যেও আমরা স্বপ্ন দেখে এগিয়ে যাই। দারুণ লেখনী, আপু! আরও এমন সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম। শুভকামনা!
চেষ্টা করবো সব সময় সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
https://x.com/TASonya5/status/1905170344446742544?t=XFaZE14G3Vv5i3H83WnqPQ&s=19
https://x.com/TASonya5/status/1905170344446742544?t=XFaZE14G3Vv5i3H83WnqPQ&s=19
https://x.com/TASonya5/status/1905127495625539595?t=gebfCmv5GbZb_gPtzJHD_w&s=19
https://x.com/TASonya5/status/1905215327820198125?t=i-zQxGyEfs2Ng35X9lmzcg&s=19