অনেক দিন পর আর এফ এল বেস্ট বাই থেকে কেনাকাটা
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন পরে আরএফএল বেস্ট বাইতে গিয়ে ছোটখাটো শপিং করা । অনেকদিন হলো আর এফ এল এ যাওয়া হয়ে উঠছিল না । ভাবছি কদিন ধরে যাব । আমাদের এদিকে মৌচাকের ওই সাইডে একটি আরএফএল এর শোরুম আছে কিন্তু এই সাইডটাতে খুব একটা যাওয়া হয়না এই কারণে এত আলসেমি । সব সময় ছেলেকে নিয়ে স্কুলে যাই কখনো আশেপাশে সেরকম একটা খেয়াল করা হয়নি । হঠাৎ করে একদিন খেয়াল করে দেখলাম যে স্কুলের অপজিটেই বড় একটা আর এফ এল এর শোরুম রয়েছে এবং সেটা এখন পর্যন্ত আমার চোখেই পড়ে নি ।
একদিন সন্ধ্যার পরে হাঁটতে হাঁটতে সেটা ভালোভাবে খেয়াল করলাম আর মনে মনে ভাবলাম যে একদিন সময় করে চলে যাবো । আমার আবার কোথাও গেলে একা একা যেতে ভালো লাগে না আমি সব সময় আমার হাজবেন্ডের সাথে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি । বাসায় এসে ভাবলাম আজই যাওয়া যাক । কারণ স্কুলের ক্লাস শেষ হয়ে গিয়েছে টিচারদের জন্য কিছু গিফট কেনা দরকার । এজন্য ভাবলাম যে সেখানে গিয়ে কিছু কেনা যায় কিনা সেই কারণেই যাওয়া । কিন্তু ওখানে গিয়ে নিজেদের কেনার মত অনেক জিনিস রয়েছে তবে টিচারদের দেওয়ার মতো সেরকম কোন কিছু পেলাম না । আমি ভেবেছিলাম ৭/৮ শত টাকা করে এক একটা করে মগ কিনে দেবো কিন্তু এখানে বেশি প্রাইসের মগ গুলো পেলাম না । যার কারণে আর কেনা হয়ে ওঠেনি । কিন্তু নিজের জন্য বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম ।
এফ এল এ গেলে ছোটখাটো অনেক জিনিসই কেনা হয়ে থাকে । কারণ এখানে মেয়েদের সংসারের প্রয়োজনীয় যাবতীয় জিনিস পাওয়া যায় কারণে এসব জিনিস কেনা হয় । বিশেষ করে বোতল প্লাস্টিকের আরো অনেক জিনিস এবং ননস্টিক এর অনেক জিনিস রয়েছে যেগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে । তাছাড়া সুন্দর সুন্দর অনেক মগও রয়েছে চা কফি খাওয়ার জন্য সেগুলো দেখলেও নিতে ইচ্ছা করে । সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি ।ছেলেকে নিয়ে যাই নি ছেলে এতে খুব মন খারাপ করেছে । এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে আরো বেশি ঝামেলা করে এবং যা দেখবে তাই নিতে চায় যার কারণে ওকে না নিয়ে আমরা দুজনে গিয়েছিলাম । পরে বলার পড়ে ও খুব কষ্ট পেয়েছে এবং বলেছে আবার যখন যাব ওকে যেন সাথে করে নিয়ে যাওয়া হয় । যাই হোক অনেকদিন পরে আর এফ এল থেকে ছোট ছোট জিনিস গুলো কিনতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | oppo reno12 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরএফএল বেস্ট বাই থেকে ভালোই কেনাকাটা করেছেন দেখছি। মাঝেমধ্যে এভাবে কেনাকাটা করতে গেলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো আমার দেখে অনেক ভালো লেগেছে। ছোট ছোট জিনিসগুলো কিনেছেন শুনে ভালো লেগেছে। মুহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কোনটা রেখে কোনটা নেব সেটাই ভাবার বিষয় ।
বেশ ভালোই কেনাকাটা করেছেন আপনি। আরএফএল বাই থেকে প্রয়োজনীয় জিনিস গুলো ভালোভাবেই কিনেছেন। জিনিসপত্র গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। কেনাকাটা করার পর আপনার কাছে অনেক ভালো লেগেছে বুঝতেই পারছি। ছোটখাটো শপিং এর মুহূর্ত সবার মাঝে শেয়ার করে নিলেন দেখে ভালো লাগলো।
এজন্য জিনিসগুলো কিনলে কিংবা শপিং করলে কিন্তু আমাদের ভালই লাগে ।